14/05/2025
জয় আমেরিকার নাগরিকত্ব নিসে। তার মা ইন্ডিয়ার বাসিন্দা। তার খালা রেহানা ব্রিটেনের নাগরিক, তার খালতো বোন টিউলিপ ব্রিটেনের রাজনীতিবিদ, তার খালতো ভাই রেদওয়ান সিদ্দীক ব্রিটেনের নাগরিক।
এরা বাংলাদেশের ছিলই বা কোন কালে! বাংলাদেশ ছিল তাদের পারিবারিক রাজনীতির ব্যবসা। তারা খুব ভালো করেই জানে এই জনমে তাদের আর বাংলাদেশে ফেরা সম্ভব না তাই রিয়েলিটি মাইনে নিসে। মাইনে নিতে পারতেসে না শুধু পাঁচ টাকার সিঙ্গারা লোভী ভুখারা।