07/09/2025
ইসলাম চন্দ্র বা সূর্যগ্রহণকে কোনো অশুভ সংকেত বা কুসংস্কার হিসেবে দেখার অনুমতি দেয় না। বরং এগুলো আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে দেখার এবং এর মাধ্যমে মানুষের উচিত আল্লাহর দিকে ফিরে যাওয়া, আত্মশুদ্ধি ও গোনাহ থেকে মুক্তির জন্য তার কাছে ক্ষমা চাওয়া।
উল্লেখ্য, আজ রাতের আকাশে তাকিয়ে দেখুন প্রকৃতির এই অপূর্ব আয়োজন— ‘সুপার ব্লাড মুন’ বা বিরল পূর্ণ চন্দ্রগ্রহণ।
বাংলাদেশ সময় অনুযায়ী আজ (রোববার) রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ডে পেনামব্রাল গ্রহণ শুরু হবে, যা-
পেনামব্রাল গ্রহণ শুরু: রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড
আংশিক গ্রহণ শুরু: রাত ১০টা ২৭ মিনিট ৯ সেকেন্ড
পূর্ণ গ্রহণ শুরু: রাত ১১টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড
সর্বোচ্চ গ্রহণ: রাত ১২টা ১১ মিনিট ৪৭ সেকেন্ড
পূর্ণ গ্রহণ শেষ: রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ড
আংশিক গ্রহণ শেষ: রাত ১টা ৫৬ মিনিট ৩১ সেকেন্ড
পেনামব্রাল গ্রহণ শেষ: রাত ২টা ৫৫ মিনিট ৮ সেকেন্ড