HiQmah TV BD

HiQmah TV BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HiQmah TV BD, Broadcasting & media production company, Feni.

আগ্রহীরা আবেদন করতে পারেন,,
17/09/2025

আগ্রহীরা আবেদন করতে পারেন,,

ফেনী সদর উপজেলা নিয়ে অধ্যাপক লিয়াকত আলী ভূইয়ার  উন্নয়ন পরিকল্পনা
14/09/2025

ফেনী সদর উপজেলা নিয়ে অধ্যাপক লিয়াকত আলী ভূইয়ার উন্নয়ন পরিকল্পনা



13/09/2025

ইঁদুর বমি করতে পারে না।
-সাপ ৩ বছর ঘুমাতে পারে।
-মধুই একমাত্র খাবার যা পচে না।
-জিরাফ সাঁতার কাটতে পারে না।
-সাপ শুনতে পারে না।
-পিঁপড়া ঘুমাতে পারে না।
-মাছির ৫টি চোখ থাকে।
-ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।
-উটের ৩টি ভ্রু থাকে।
-হাতি একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা লাফ দিতে পারে না।
-গবাদি পশুর ৪টি পেট থাকে।🐄
-ক্যাঙ্গারু পিছনের দিকে হাঁটতে পারে না।
-ঘোড়া ১ মাস পর্যন্ত না জল এবং খাদ্য না খেয়ে বেঁচে থাকতে পারে।
-প্রায় ২৬০০ ব্যাঙ আছে প্রজাতি।
-একটি প্রাপ্তবয়স্ক ভালুক ঘোড়ার মতো দ্রুত দৌড়াতে পারে।
-শুধুমাত্র শূকরই রোদেপোড়া (sunburnt) হতে পারে।
-শুধুমাত্র স্ত্রী মশাই কামড়ায়।
-একজন মানুষ জল এবং খাবার ছাড়া সবচেয়ে বেশি সময় ধরে ১৮ দিন বেঁচে থাকতে পারে।
-পিঁপড়া তার নিজের ওজনের ১০ গুণ ওজন বহন করতে পারে।
-প্যারাগুয়ে বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল। এই অঞ্চলে বৃষ্টি প্রায় থামে না।
-পৃথিবীতে প্রায় ২০০০ মানুষ এবং প্রায় ৩০০০ ভাষা আছে
-গড় একটি হিমশৈলের ওজন ২০,০০০,০০০ টন।
-আমরা যখন হাঁচি দিই, তখন আমাদের শরীরের সমস্ত ক্রিয়া, যার মধ্যে আমাদের হৃদয়ও রয়েছে, এক মুহূর্তের জন্য থেমে যায়।
-চোখ খোলা রেখে হাঁচি দেওয়া অসম্ভব।
-মহিলারা পুরুষদের তুলনায় দ্বিগুণ পলক ফেলে।
- স্বর্ণকেশীদের চুল শ্যামাঙ্গিণীদের তুলনায় বেশি থাকে।
-পেঁয়াজ কাটতে কাটতে চুইংগাম চিবানো চোখের জল রোধ করে।
-একজন মানুষ বছরে কমপক্ষে ১৪৬০টি স্বপ্ন দেখে।
-আমরা যে জল পান করি তার বয়স ৩ বিলিয়ন বছর।
-পিঁপড়া দুই সপ্তাহ ধরে জলের নিচে বেঁচে থাকতে পারে।
-প্রত্যেকের জিহ্বার ছাপ ভিন্ন, ঠিক আঙুলের ছাপের মতো।
-পৃথিবীতে মানুষের চেয়ে মুরগির সংখ্যা বেশি।
-শুক্রই একমাত্র গ্রহ যা ঘড়ির কাঁটার দিকে ঘোরে।
-মানুষের নিতম্বের হাড় কংক্রিটের চেয়েও শক্তিশালী।
-কোনও কার্ড ৭ বারের বেশি দ্বিগুণ করা যায় না।
-তুরস্কে মেহমেত নামে ১ মিলিয়ন ২২৯ জন মানুষ আছে।
-আপনি যদি না থেমে একনাগারে সংখ্যা গণনা করেন, তাহলে ১ বিলিয়নে পৌঁছাতে ৩২ বছর সময় লাগবে।
-আপনি যদি আমাদের শরীরের সমস্ত শিরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগ করেন, তাহলে এটি হবে ১৯ হাজার ২০০ কিলোমিটার।
-আপেল, পেঁয়াজ এবং আলুর স্বাদ একই। পার্থক্যটি কেবল তাদের গন্ধের কারণে। আসলে, এগুলো সবই মিষ্টি।
যেহেতু -১৩ সংখ্যাটিকে দুর্ভাগ্যজনক বলা হয়, তাই মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক হোটেলের

pH হলো একটি স্কেল যা কোনো পদার্থ কতটা অম্লীয় (acidic) বা ক্ষারীয় (basic/alkaline) তা পরিমাপ করে। এই স্কেল ০ থেকে ১৪ পর...
12/09/2025

pH হলো একটি স্কেল যা কোনো পদার্থ কতটা অম্লীয় (acidic) বা ক্ষারীয় (basic/alkaline) তা পরিমাপ করে।
এই স্কেল ০ থেকে ১৪ পর্যন্ত বিস্তৃত, যেখানে ৭ হলো নিরপেক্ষ (neutral)। ৭-এর নিচের মান অম্লীয়তা নির্দেশ করে এবং ৭-এর ওপরে মান ক্ষারীয়তা নির্দেশ করে। মূলত pH হলো দ্রবণে হাইড্রোজেন আয়ন (H⁺) এর ঘনত্ব পরিমাপের একটি উপায়।

❇️ দুধ, দই আর চীজ – এদের প্রত্যেকেরই pH আলাদা হয় কারণ এদের মধ্যে অম্লীয়তা (acidity) ভিন্ন মাত্রায় থাকে। নিচে একটা তালিকা দিলাম –

🥛 দুধ (Milk)
• তাজা দুধের pH: সাধারণত 6.6 – 6.8
• অর্থাৎ হালকা অ্যাসিডিক কিন্তু প্রায় নিরপেক্ষের কাছাকাছি।
• দুধ নষ্ট বা টক হয়ে গেলে pH কমে 4.6-এর দিকে নেমে আসে (যেখানে কেজিন জমাট বাঁধে)।

🥣 দই (Yogurt)
• দইয়ের pH: সাধারণত 4.0 – 4.6
• ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ল্যাকটোজ ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, এজন্য দই টক লাগে।

🧀 চিজ (Cheese)

চিজের ধরন ভেদে pH ভিন্ন হয়:
• তাজা চীজ (যেমন পনির, কটেজ চীজ): pH ≈ 4.6 – 5.2
• মোজারেলা: pH ≈ 5.0 – 5.3
• চেডার: pH ≈ 4.9 – 5.3
• প্রসেসড চীজ: সাধারণত কিছুটা বেশি, pH ≈ 5.5 – 6.0

👉 অর্থাৎ:
• দুধ প্রায় নিরপেক্ষ,
• দই স্পষ্টভাবে অম্লীয়,
• আর চীজ মাঝামাঝি, তবে চীজের প্রকারভেদে পার্থক্য হয়।

আলহামদুলিল্লাহ ১৮ টি হলের মধ্যে ১৭ টিতেই বিশাল ব্যবধানে শিবিরের বিজয়।ভিপি,জিএস,এজিএস।সকল শিক্ষার্থীদের ধন্যবাদ। আল্লাহ ত...
10/09/2025

আলহামদুলিল্লাহ ১৮ টি হলের মধ্যে ১৭ টিতেই বিশাল ব্যবধানে শিবিরের বিজয়।ভিপি,জিএস,এজিএস।সকল শিক্ষার্থীদের ধন্যবাদ। আল্লাহ তুমি সবাইকে দ্বীনের জন্য কবুল করো-আমীন।

02/09/2025
Just চিন্তা করেন যে - যদি আপনার ব্রাউজারেই এমন একজন থাকতো যে আপনার হয়ে আর্টিকেল পড়ে সারসংক্ষেপ করে দেবে, ইমেইল লিখে দে...
29/08/2025

Just চিন্তা করেন যে - যদি আপনার ব্রাউজারেই এমন একজন থাকতো যে আপনার হয়ে আর্টিকেল পড়ে সারসংক্ষেপ করে দেবে, ইমেইল লিখে দেবে, এমনকি ওয়েবসাইটের ভেতর থেকেও আপনার জন্য কাজ করে দেবে?

বিখ্যাত AI কোম্পানি Anthropic নিয়ে এলো (এখনো পাবলিক না অবশ্য) তাদের যুগান্তকারী ক্রোম এক্সটেনশন "Claude for Chrome"!

সোর্স - https://www.anthropic.com/news/claude-for-chrome

কী কী করতে পারবেন এই গুগল ক্রোম টুলটা দিয়ে?

- ঝটপট সামারি: যেকোনো লম্বা আর্টিকেল, নিউজ বা রিসার্চ পেপার খুলে পড়ার সময় নেই? ক্লডকে বলুন, এক নিমিষে মূল বিষয়বস্তু আপনার সামনে হাজির করে দিবে!

- সহজেই লেখালেখি করতে পারবেন: ইমেইলের ড্রাফট, মিটিং-এর এজেন্ডা বা কোনো ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লেখা—সবকিছুতেই ক্লড আপনার পার্সোনাল রাইটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে।

- ব্রাউজারের ভেতরেই অ্যাকশন-টেকিং সিস্টেম থাকবে: এটাই সবচেয়ে দারুণ ফিচার! Claude শুধু আপনার স্ক্রিনই দেখতে পাবে না বরং আপনার নির্দেশে ওয়েবসাইটের ফর্ম পূরণ করা, বাটন ক্লিক করা বা ক্যালেন্ডার ম্যানেজ করার মতো কাজও করতে পারবে!

- ১০০% নিরাপত্তা ও নিয়ন্ত্রণ: আপনার ডেটার নিয়ন্ত্রণ আপনার হাতেই! কোন ওয়েবসাইটে ক্লডকে অ্যাক্সেস দেবেন, তা আপনিই ঠিক করতে পারবেন। গুরুত্বপূর্ণ কাজ, যেমন কেনাকাটা বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে ক্লড সবসময় আপনার অনুমতি নেবে।

Anthropic বর্তমানে ১,০০০ জন ব্যবহারকারীকে নিয়ে এই এক্সটেনশনটি পরীক্ষা করছে এবং খুব শীঘ্রই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

সুতরাং ব্রাউজিং এবং অনলাইন কাজের অভিজ্ঞতাকে সম্পূর্ণ নতুন এক মাত্রায় নিয়ে যেতে প্রস্তুত হয়ে যান :)

যদি ক্লড এর পেইড সাবস্ক্রাইবার হন, তাইলে ওয়েটলিস্টে যোগ দিতে পারেন আর্লি এক্সেস এর জন্য

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:১। তানজানিয়া www.tanzania.go.tz২। কাতার www.moi.gov.qa/site/english৩। কুয়েত www.m...
28/08/2025

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:
১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান www.moitt.gov.pk/
৫। সৌদি আরব www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর: www.mom.gov.sg/
সিঙ্গাপুরের ভিসা চেক করতে: http://singapore.embassyhomepage.com/
১৮। গ্রীস www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা: www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান: www.irimlsa.ir/en
২২। গানা www.ghana.gov.gh/
২৩। থাইল্যান্ড: www.mfa.go.th
২৪। বাহরাইন: www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা: www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া: www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC www.dol.gov/
৪২। স্পেন: www.mtin.es/en
৪৩। ইউক্রেইন www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই: www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন: www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড: english.szw.nl/
৪৯। জামবিয়া: www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া: www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে www.dol.gov/
৫২। ফিলিফাইন: www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া: www.mohr.gov.my
৫৪। রাশিয়া: www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন: www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।UAE ভিসা চেক: http://united-arab-emirates.visahq.com/
৫৭।কানাডা : www.cic.gc.ca/english/index.asp
৫৮।ওমান : www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৫৯। ওমানের ভিসা : www.rop.gov.om/
৬০। Entry Permit চেক করার জন্য www.moi.gov.ae/
৬১। বাহরাইন www.markosweb.com/www/mol.gov.sa/
৬২। সৌদি আরব: www.saudiembassy.net/
৬৩। হাঙ্গেরী: www.huembwas.org/

শিশুদের ইমোশনাল ইন্টেলিজেন্স আসলানের যে ব‍্যাপারটা আমাকে চমৎকৃত করে সেটা হলো তার ইমোশনাল ইন্টেলিজেন্স, নিজের আবেগ নিয়ন্...
21/08/2025

শিশুদের ইমোশনাল ইন্টেলিজেন্স

আসলানের যে ব‍্যাপারটা আমাকে চমৎকৃত করে সেটা হলো তার ইমোশনাল ইন্টেলিজেন্স, নিজের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা, মাত্র চার বছর বয়সে।

আমার মন খুব খারাপ ছিল, তার মধ্যে চিংড়ি মাছ কাটার কাঁচি খুঁজে পাচ্ছিলাম না তাই বসে বসে বলছি, কাঁচি না পেলে আজকে রান্নাই করবো না, জাস্ট এইটুকুই। আসলান, দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে, Mummy it’s good to have feelings, তারপর সে আমাকে শিখিয়েছে কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। সেদিন ওর বাবা একটা ধমক দিয়েছিল ঘুমানোর সময় বেশি লাফাচ্ছিল তাই, বাবাকেও রাগ নিবারনের ফুল সার্কেল বুঝিয়ে দিয়েছে নিজে একটুও কষ্ট না পেয়ে যে বাবা বকা দিল কেন। এই যে শুধু নিজের না সাথে অন‍্যের আবেগও বুঝতে পারা এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ দক্ষতা যা আমরা বড়রাই করতে হিমশিম খাই।

লিখছি শিশুদের আবেগ নিয়ন্ত্রণ শেখাবার ৬টি উপায়।

১. আবেগ সম্পর্কে ধারনা দিয়েছি
আমি আমার বাচ্চাদের শিখিয়েছি, আবেগের নাম যেমনঃ দুঃখ, রাগ, হতাশা। সেই সাথে ধারনা দিয়েছি এগুলো স্বাভাবিক অনুভূতি, এগুলো "খারাপ" আবেগ নয় এগুলি হল সংকেত। বাচ্চাদের সবসময় কোন অনুভূতি কি কারনে হচ্ছে তার কারন বুঝিয়ে বলেছি যে “তুমি দুঃখ পাচ্ছ কারন তোমার প্রিয় গাড়ি টা হারিয়ে গেছে । “

২. বাচ্চার আবেগকে স্বীকৃতি দেওয়াঃ
যে কোন কারনে আমার বাচ্চারা রাগ, জেদ, হতাশা, কান্না করলে আমি সবার আগে বলেছি, আমি বুঝতে পারছি তোমার রাগ লাগছে। এবং তাদের ভরসা দিয়েছি যে যে কোন আবেগ প্রকাশ করার জন‍্য মা একটা নিরাপদ স্থান। যে বাচ্চা বলতে পারে “আমার রাগ লাগছে”, তার চিৎকার করার সম্ভাবনা কম।

৩. আপনার রিয়াকশন বাচ্চার আবেগকে নিয়ন্ত্রণ করেঃ আবেগকে প্রকাশ করার নিরাপদ মাধ্যম আপনাকে শেখাতে হবে, বাচ্চা জেদ করলে যদি আপনিও রিয়াক্ট করেন তাহলে বাচ্চা আপনার সাথে কিছু শেয়ার করবে না, তখনই ট‍্যানট্র‍্যাম বাচ্চারা আরো বেশি করে। আপনি যদি তাদের তীব্র আবেগের জবাবে হতাশা বা আতঙ্ক দেখান, তাদের মস্তিষ্ক শেখে যে আবেগ নিরাপদ নয়। আপনার শান্তভাব তাদের শেখায় যে আবেগ খারাপ কিছু না, এর মোকাবেলা করা যায়।

৫. আবেগ নিয়ন্ত্রন একটা স্কিল যা শেখাতে হয়ঃ
আপনার বাচ্চা যখন বড় বড় আবেগ নিয়ন্ত্রণ করতে হিমসিম খায়, যেমন রাগ, জেদ, দুঃখ তখন “শান্ত হও, কান্না বন্ধ করো, সিনক্রিয়েট করো না”, এগুলি কাজ করে না। তখন আপনাকে বলে দিতে হবে কি করলে ওর ভাল লাগবে। যেমন তাদের বলি: "তোমার শরীর এখন অনেক শক্তি অনুভব করছে। গভীব শ্বাস নেবে নাকি বালিশে ঘুষি মেরে নাকি লাফিয়ে শক্তি বের করবে?"

৬. আবেগের নিয়ন্ত্রণ চর্চা করা খারাপ আচরন ঠিক করার চেয়ে সহজঃ
আমার বাচ্চাদের আমি ধ্বংসাত্মক আচরণের আগেই মন শান্ত করার কৌশল শেখাই। মোমবাতি নিভানো (গভীর শ্বাস), শক্তি ঝেড়ে ফেলা, বা নিরিবিলি জায়গায় বসে শান্ত হওয়া যেগুলি আসলান দারুন ভাবে রপ্ত করেছে।

আবেগ এড়ানো নয়, বোঝা প্রয়োজন। শিশুরা যদি মনে করে আবেগ থেকে পালাতে হবে বা লুকাতে হবে তাহলে তারা তা শিখবে না। বিশেষ করে আমাদের দেশে ছেলে বাচ্চাদের আবেগ প্রকাশে দারুন নিরুৎসাহিত করা হয় যার কারনে ছেলেদের নানান মানসিক সমস্যা দেখা দেয় বড় হয়ে। আমি আমার বাচ্চাদের ভরসা দেই যে নিজের আবেগ সামলানোর জন্য সে যথেষ্ট শক্তিশালী।

আবেগ নিয়ন্ত্রণ আপনি শেখাতে পারবেন নিজে উদাহরণ হয়ে, তাই শিশুর আগে নিজের আবেগ সামলানো জরুরী।

সন্তানের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হলে বাবা-মায়ের শুধু অভিভাবক হয়ে থাকা নয়, বরং তার বন্ধু হয়ে ওঠাও জরুরি। প্রথমত, স...
21/08/2025

সন্তানের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হলে বাবা-মায়ের শুধু অভিভাবক হয়ে থাকা নয়, বরং তার বন্ধু হয়ে ওঠাও জরুরি।

প্রথমত, সন্তানের কথা মনোযোগ দিয়ে শোনা খুব গুরুত্বপূর্ণ। ওরা যখন নিজের অনুভূতি শেয়ার করতে চায়, তখন বিচার না করে মনোযোগী হয়ে শুনলে সন্তান মনে করবে তার কথা মূল্যবান।

দ্বিতীয়ত, ছোটখাটো বিষয়েও সন্তানের মতামতকে গুরুত্ব দিন। এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং তারা ভাববে আপনি শুধু অভিভাবক নন, বরং তাদের মতামতের একজন শ্রোতাও।

তৃতীয়ত, একসঙ্গে সময় কাটানো সম্পর্ককে দৃঢ় করে। খেলাধুলা, হাঁটা বা গল্প করার মতো কার্যক্রমে অংশ নিলে সন্তান আপনাকে কাছের মানুষ মনে করবে।

চতুর্থত, হাসি-ঠাট্টা করা বা মজার গল্প শেয়ার করা সন্তানকে কাছে টেনে আনে। আনন্দ ভাগাভাগি করলে সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হয়।

পঞ্চমত, সন্তানের ভুলকে বড় করে না দেখে সঠিকভাবে বোঝান। কঠোর শাস্তির বদলে ভালোবাসায় বোঝালে সে আপনার ওপর আস্থা রাখবে।

ষষ্ঠত, সন্তানের আগ্রহের জায়গাগুলোতে সাড়া দিন। তার শখ বা পছন্দের বিষয়ে কথা বললে সে মনে করবে, আপনি তার আনন্দ ভাগ করে নিতে চান।

সপ্তমত, গোপনীয়তা রক্ষা করা জরুরি। সন্তান যদি ব্যক্তিগত কিছু শেয়ার করে, তা অন্য কারও কাছে প্রকাশ না করলে সে আপনাকে ভরসার জায়গা ভাববে।

অষ্টমত, নিজের শৈশবের অভিজ্ঞতা মাঝে মাঝে শেয়ার করুন। এতে সন্তান বুঝবে, আপনি তার মতোই একসময় এমন অবস্থার মধ্য দিয়ে গেছেন।

নবমত, সন্তানের প্রতি আস্থা রাখুন। অকারণে সন্দেহ করলে সম্পর্ক দূরত্ব তৈরি করে, কিন্তু আস্থা দেখালে সে আপনাকে তার প্রকৃত বন্ধু ভাববে।

দশমত, সবসময় সহানুভূতি দেখান। তার দুঃখ-কষ্টে পাশে দাঁড়ালে সন্তান বুঝবে, আপনি শুধু অভিভাবক নন, বরং তার সেরা বন্ধু।

এভাবে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুললে বাবা-মা সন্তানের কাছে বন্ধু হয়ে ওঠেন, আর সন্তানও খোলামেলা হয়ে সবকিছু শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে।

আসসালামু আলাইকুম। যাদের সন্তানের বয়স ৯ মাস থেকে ১৫ বছর। ১লা সেপ্টেম্বর থেকে ১৮ কর্ম দিবস পর্যন্ত  টাইফয়েড ভ্যাকসিন দেওয...
14/08/2025

আসসালামু আলাইকুম।
যাদের সন্তানের বয়স ৯ মাস থেকে ১৫ বছর। ১লা সেপ্টেম্বর থেকে ১৮ কর্ম দিবস পর্যন্ত টাইফয়েড ভ্যাকসিন দেওয়া শুরু হবে (বিনামূল্যে)। যাহারা এখনো আপনার সন্তানের রেজিস্ট্রেশন করেননি নিচের এড্রেসে ঢুকে রেজিস্ট্রেশন করে নিন। তারপর এরকম একটা টিকা কার্ড দিবে এটি নিয়ে কেন্দ্রে যেতে হবে।
vaxepi.gov.bd registration

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when HiQmah TV BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share