স্টুপিড ও মায়াবতির গল্প
- Home
- স্টুপিড ও মায়াবতির গল্প
"ব্যস্ততার এই শহরের কিছু মানুষের ভালোবাসার গল্প" ......
Address
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when স্টুপিড ও মায়াবতির গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to স্টুপিড ও মায়াবতির গল্প:
Shortcuts
- Address
- Telephone
- Alerts
- Contact The Business
- Claim ownership or report listing
-
Want your business to be the top-listed Media Company?
Our Story
ভালোবাসার সম্পর্ক গভীর করে তোলার চমৎকার কিছু কৌশল । ভালোবাসার সম্পর্ক বেশ নাজুক একটি সম্পর্ক, সামান্য যে কোনো কারনেই সম্পর্কে আসতে পারে টানাপোড়ন। অনেক ক্ষেত্রেই দেখা যায় সামান্য ভুল বোঝাবুঝি থেকে সমস্যা সৃষ্টি হয়ে সম্পর্ক ভাঙা পর্যন্ত গড়িয়ে যায়। তাই ভালোবাসার সম্পর্ক নিয়ে একটু চিন্তা ভাবনা করে এগোনোই ভালো। হুট করে কোনো কিছু বলা এবং করা থেকে বিরত থাকা উচিৎ সকলেরই। এর চাইতে ভালো হয় যদি ভালোবাসার সম্পর্ককে অনেক গভীর করে নেয়া যায়। ভালোবাসার সম্পর্ককে গভীরতা আসলে একে অপরকে বোঝা যায় ভালো করে। এতে করে সামান্য ছোটোখাটো ব্যাপারে সম্পর্কে কোনো প্রভাব পরে না। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে গভীর করা যায় ভালোবাসার সম্পর্কটিকে। ***নিজের ভেতরের কোমলতা প্রকাশ করুন । আপনি যাকে ভালোবাসেন তার সামনে নিজের ভেতরের কোমল অংশটা দেখাতে কোনো ধরণের বাঁধা নেই। এতে বরং আপনি তাকে কতোটা বেশি ভালোবাসেন তা প্রকাশ হয়। একটু ভালো করে কথা বলা, তার মতামতের গুরুত্ব দেয়া, তার পছন্দের অপছন্দের খোঁজখবর রাখা আপনার সম্পর্ককে আরও বেশি গভীর করে তোলে। তাই যতোটা সম্ভব ভালো ব্যবহার করুন ভালোবাসার মানুষটির সাথে। ***পরিস্থিতি বুঝে কথা বলুন । ভালোবাসার সম্পর্কে সামান্য একটি কথা অনেক বেশি মূল্য রাখে। তাই কোনো সময় কী ধরণের কথা বলছেন তা বুঝে নিয়ে কথা বলার চেষ্টা করুন। কোনো কথা বলার আগে বুঝে নিন এই পরিস্থিতিতে এই ধরনের কথা বলা কি আসলেই উচিৎ হবে কিনা। অথবা কখন কোন সময় কথা বলা থামিয়ে দেয়া উচিৎ তা বোঝার বুদ্ধি রাখুন। কমনসেন্সের ব্যবহার যাদের ভালো তারা সকলের কাছেই বেশ জনপ্রিয়। মনে রাখবেন সামান্য কথা থেকেই অনেক বড় ধরণের ঝগড়ার সূত্রপাত হতে পারে। তাই ভালো বাসার সম্পর্ক গভীর করতে পরিস্থিতি বুঝে কথা বলাই ভালো। ***সন্দেহ প্রবণতা ভুলে যান । অনেকে বলেন সন্দেহ ভালোবাসা প্রকাশ করে। এটি অনেক বড় একটি ভুল কথা। সন্দেহ প্রবণতা ভালোবাসা প্রকাশ করে না বরং ভালোবাসার সম্পর্কে ভাঙন ধরিয়ে দেয়। মনের ভেতর সামান্য সন্দেহ পোষণ করা একটি সম্পর্কের জন্য কোনোভাবেই ভালো হতে পারে না। সন্দেহ থাকলে ভালোবাসা কমে যায়। তাই সন্দেহ করা একেবারে ভুলে যান। আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে বিশ্বাস করেন তবে আপনাদের সম্পর্কে আসবে গভীরতা। ***আশা কম করুন । আশা সকল কষ্টের মূল। বলতে গেলে বেশি আশা করা অনেক বড় একটি ভুল। কারন আপনি যা আশা করেন কিংবা আপনি যা চিন্তা করে রেখেছেন তা আপনার ভালোবাসার মানুষটি করতে পারবে এমন কোনো কথা নেই। যদি আপনি মনে করেন তাকে তা করতেই হবে তাহলে আপনি তাকে ভালোবাসতে পারেননি। আশা রাখা ভালো কিন্তু অতিরিক্ত আশা করা সম্পর্কে আনতে পারে টানাপোড়ন। আশা পূরণ না হলে কষ্টের মাত্রা বাড়ে যার প্রভাব পরে সম্পর্কে। তাই আশা করা কমিয়ে দিন। যা হবে ভালোর জন্যই হবে এই ধরণের চিন্তা রাখুন মনে। ***ভালোবাসার মানুষটি যেমন তাকে সেভাবেই গ্রহন করুন । বেশিরভাগ ভালোবাসার সম্পর্কে ভাঙনের কারন খতিয়ে দেখা যায় যে কোন এক পক্ষ নিজের ভালোবাসার মানুষটির মধ্যে পরিবর্তন আনতে চান, আর সেকারণেই ঘটে মনোমালিন্য। যার ফলে ভালোবাসার সম্পর্কে আসে ভাঙ্গন। কিন্তু একটিবার ভেবে দেখুন আপনি যাকে ভালোবাসছেন তার নিশ্চয়ই কোনো বৈশিষ্ট্য রয়েছে যা আপনার চোখে ধরা পরেছে। আপনি যদি তাকে পরিবর্তন করতে যান তবে তাকে আপনি কোন ধরণের ভালোবাসা বলবেন। প্রতিটি মানুশ নিজস্ব সত্ত্বায় আলাদা। তাকে তার মতো করেই গ্রহন করুন। পরিবর্তন হওয়ার থাকলে তা আপনাআপনিই হবে আপনার কিছুই করতে হবে না।