ধলিয়া ইউনিয়ন বি এন পি

ধলিয়া ইউনিয়ন বি এন পি Bangladesh is on the verge of catastrophe

12/10/2025
10/10/2025

প্রতিটি রক্ত বিন্দুর হিসাব আওয়ামীলীগ থেকে নেওয়া হবে, ইনশাআল্লাহ। গতো সতেরো বছরের সকল ঘুম,খুন অন্যায়, অত্যাচার,জুলুমের বিচার অবশ্যই বি এনপি করবে, যে রংঙে আওয়ামীলীগ ঘুরতেছে তাদের এ রংঙে দিন যাবে না।

নৌকা খাচ্ছে হাবুডুবুলাঙ্গলে নাই চাষ!!ডিজিটাল পাল্লায় মেপে দেখি ধানের শীষ পাস।
07/10/2025

নৌকা খাচ্ছে হাবুডুবু
লাঙ্গলে নাই চাষ!!
ডিজিটাল পাল্লায় মেপে দেখি ধানের শীষ পাস।

সবার আগে বাংলাদেশ
05/10/2025

সবার আগে বাংলাদেশ

মাশা আল্লাহ,বাংলাদেশের অনুপ্রেরণার আরেক নাম জনাব তারেক রহমান।
28/09/2025

মাশা আল্লাহ,
বাংলাদেশের অনুপ্রেরণার আরেক নাম জনাব তারেক রহমান।

ছবির বৃদ্ধ মানুষটা,জানেন কে?২০২২ সালের ঘটনা:ঝিনাইদহ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন তিনি। মৃত্যুও তাকে হাতকড়া থেকে বেরিয়ে আস...
24/09/2025

ছবির বৃদ্ধ মানুষটা,জানেন কে?

২০২২ সালের ঘটনা:

ঝিনাইদহ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন তিনি। মৃত্যুও তাকে হাতকড়া থেকে বেরিয়ে আসতে দেয় নাই, উনার লাশটা পালঙ্কে/খাটে যাওয়ার আগ পযর্ন্ত হাতকড়া পরিয়ে রেখেছিলো।
ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির ত্যাগ আপনি কি দিয়ে পরিমাপ করবেন!!

শোক সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রামে সরকার বিষয়ক সহ- সম্পাদক জনাব বেলাল আহমেদ এ...
21/09/2025

শোক সংবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রামে সরকার বিষয়ক সহ- সম্পাদক জনাব বেলাল আহমেদ এর মমতাময়ী মা ইন্তেকাল করেছেন ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ পাক মরহুমাকে জানাতুল ফেরদৌস এর মেহমান হিসাবে কবুল করুন। আমিন।

21/09/2025

সামনে আসছে শুভ দিন
ধানের শীষে ভোট দিন

ইনশাআল্লাহ
20/09/2025

ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহঅভিনন্দন ও শুভ কামনা রইলো, প্রিয় ভাই আলাল উদ্দিন আলাল।
19/09/2025

আলহামদুলিল্লাহ
অভিনন্দন ও শুভ কামনা রইলো, প্রিয় ভাই আলাল উদ্দিন আলাল।

আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা ন...
18/09/2025

আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে, আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের কাছে; গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে। এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা।
আমার সহকর্মী ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই — আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি, এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। আমি যেমন আপনাদের প্রত্যেকের ওপর আস্থা রাখি, আপনারাও তেমনি আমার ওপর আস্থা রাখুন। তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল। আমরা একসাথে প্রমাণ করবো যে, বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণআকাঙ্খিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব, ইনশাআল্লাহ।
....... দেশনায়ক Tarique Rahman

আবদুস ছোবহান মেম্বার, (ওরফে ক্রিমিনাল ছোবান) পিতা মৃত সামছুল হক,৮নং ওয়ার্ড, তমিজ উদ্দিন মাঝি বাডি,দৌলতপুর। ১৯৯৬ সালে আওয়...
15/09/2025

আবদুস ছোবহান মেম্বার, (ওরফে ক্রিমিনাল ছোবান) পিতা মৃত সামছুল হক,৮নং ওয়ার্ড, তমিজ উদ্দিন মাঝি বাডি,দৌলতপুর। ১৯৯৬ সালে আওয়ামী দুঃশাসন আমলে খুব প্রভাবশালী মেম্বার হিসেবে নির্বাচিত হন। আর ঐ সময় কালে আবদুস ছোবান আওয়ামীলিগের একজন প্রভাবশালী ব্যাক্তি ছিলেন ধলিয়ার ইউনিয়নের মধ্যে, এটা ততকালিন বিএনপির নেতা এনামুল হক কালাম বাহদুর, মাষ্টার জালাল সাহেব, মাষ্টার মফজল হক সাহেব, জাকির হোসেন জসিম ভাই, আবুল খায়ের লিংকন ভাই, নুর নবি ভাই, আবদুল্লাহ ভাই, মিলন ভাই শাহ আলম ভাই, সবাই এই ছোবান মেম্বার কে ভালো করে জানতো। ফেনী জেলার মধ্যে ৯৬ সালে সর্বচ্ছ জুলুম অত্যাচার চলে ধলিয়া বিএনপির উপর। আর এসব অত্যাচারের নেএীর্ত্বদেন চেয়ারম্যান আওয়ামী ক্যাডার চেয়ারম্যান সাবু, মফজল হক, রনি, বেলা ড্রাইভার, দেল্লা চোরা আবদুস ছোবান মেম্বার, জয়নাল, সাকিল, সেলিম, মাহমুদুল্লাহ সহ আরো অনেকেই। আপনাদের মনে আছে ফেনী জেলার সব জায়গাতে স্টিয়ারিং বাহিনী দিয়ে সন্ত্রাসী কার্য্যকলাফ চালানোর জন্য প্রত্যক ইউনিয়ন গ্রাম এবং ওয়ার্ডে ক্যাম্প তৈরি করা হয়, ক্যাম্প গুলো থেকে চুরি ডাকাতি বিএনপির সকল নেতা কর্মিকে দরে নিয়ে চাঁদাবাজি করতো। আর ধলিয়া দৌলতপুর কেন্দ্রের গুরুত্ব পূর্ণ দায়িত্বে ছিলেন এই আবদুস ছোবান মেম্বার। দৌলতপুর ক্যাম্প থেকে পাইকার বাডি লুট, মমতাজ মিয়ার বাজার লুট করা হয়। আর এই সবের সাথে ছোবান মেম্বার সরাসরি জডিত ছিলো। ৯৬ আওয়ামীলীগের যখন পতন হয় ২০০১ সালে যখন বিএনপি সরকার গঠন করে তখন একযোগে ধলিয়া ইউনিয়নের সকল আওয়ামীলীগের নেতা কর্মিরা এক সাথে এলাকা ছেডে চলে যায়। এই ছোবান মেম্বারও তখন পালিয়ে ভিবিন্ন জায়গাতে ঘুরে বেডায়। পরে তাকে ভালো হওয়ার জন্য বিএনপি সুযোগ দেয়, আবার গতো ১৭ বছরও ছোবান মেম্বার আওয়ামীলীগের প্রভাব শালী নেতা হিসেবে ছিলেন। আওয়ামী সকল অত্যাচারী নেতা কর্মিদের মূখোশ খুলে দেওয়া হবে, ইনশাআল্লাহ

Address

ধলিয়া
Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when ধলিয়া ইউনিয়ন বি এন পি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ধলিয়া ইউনিয়ন বি এন পি:

Share