মানব সেবা ফাউন্ডেশন, ভোলা

মানব সেবা ফাউন্ডেশন, ভোলা মানব সেবা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবা মূলক প্রতিষ্ঠান।

12/09/2025

জাকসুর ফলাফল দিবে দিতেই হবে।
চিন্তা কইরেন না ভাইয়েরা
জাবির শিক্ষার্থীরা এখনো জীবিত আছে ✊

11/09/2025
ঢাবি  ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় ১৫ বছর ধরে ঢাবিতে পড়তেসে, হিসাব করলে হয়তো ঢাবির ভিসি তার জুনিয়র হবে, বড় ভাই হিসেব...
11/09/2025

ঢাবি ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় ১৫ বছর ধরে ঢাবিতে পড়তেসে, হিসাব করলে হয়তো ঢাবির ভিসি তার জুনিয়র হবে, বড় ভাই হিসেবে একটু বকা-ঝকা করতেই পারে ঢাবির ভিসিকে 😄

09/09/2025

যখন দেখা গেলো সাদেক কাইয়ুম ভাইয়ের গণজোয়ার ঢাবিতে তুঙ্গে, তখন ছাত্রদল বুঝতে পারল তারা ডাকসু নির্বাচনে হেরে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে তারা গণমাধ্যমে এসে উল্টাপাল্টা, অবাস্তব ও ভিত্তিহীন বক্তব্য দিতে শুরু করলো—একটি সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ব্যর্থ করার চেষ্টা হিসেবে।

কিন্তু সত্য সবসময় জিতবে। হিংসা নয়, মানবতাই বিজয়ী হবে। সাদেক কাইয়ুম ভাই ডাকসুর ভিপি পদে বিপুল ভোটে নির্বাচিত হবেন—

19/08/2025
01/08/2025

সামনে ডাকসু নির্বাচন আর সেই নির্বাচনে বাম সংগঠন বাগছাসের একমাত্র ভয় শিবিরকে। আর ঠিক সময় বুঝে নাহিদুল একটা মিথ্যা মিক্সড ডেলিভারি দিয়ে দিল। লাভ হবে না ইনশাআল্লাহ

এটা যদি সঠিক তাহলে আমরা ভুল ববুঝলাম।এটা যদি রাজনীতি হয় তবে সেই রাজনীতিই প্রয়োজন।>>প্রথমে আমার মনে হয়েছিল আমিরে জামায়া...
22/07/2025

এটা যদি সঠিক তাহলে আমরা ভুল ববুঝলাম।

এটা যদি রাজনীতি হয় তবে সেই রাজনীতিই প্রয়োজন।>>প্রথমে আমার মনে হয়েছিল আমিরে জামায়াত এই সময় হাসপাতাল না যাওয়াই উচিত ছিলো।
কিন্তু বাস্তবে উনি অনেক ডাক্তার এবং টাকা নিয়ে ওখানে গেছেন যাতে ডাক্তার ও ঔষধের অভাবে চিকিৎসায় কমতি না হয়।
এরকম পরিস্থিতিতে হাসপাতালে অতিরিক্ত ডাক্তার প্রয়োজন পড়ে। আর এমন পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের মনে প্রশ্ন আসতে পারে, হাসপাতাল যদি রোগীর চিকিৎসা দেন, ঔষধ দেন তবে সেই বিল পরে কে পরিশোধ করবে, রোগীর পরিবারের কি সামর্থ্য আছে?
সেই জন্য টাকা ও উনার সাথে ছিলো।

জাযাকাল্লাহ প্রিয়
রাহবার Dr. Shafiqur Rahman সাহেব
আল্লাহ তাআলা যেন আপনাকে উত্তম জাযা দান করেন 🥲🥲🤲🤲

বা*বুদের খু*সখু*সে কা'শি স'র্দি না'ক দিয়ে পানি পরা ম্যাজিকের মতো ভালো করে।
09/07/2025

বা*বুদের খু*সখু*সে কা'শি স'র্দি না'ক দিয়ে পানি পরা ম্যাজিকের মতো ভালো করে।

যারা কিছু খেলেই চু*লকানি বা এলার্জি বেড়ে যায় ডাস্ট এলার্জি ও ফুড এলার্জি রয়েছে যাদের 0+0+1
07/07/2025

যারা কিছু খেলেই চু*লকানি বা এলার্জি বেড়ে যায় ডাস্ট এলার্জি ও ফুড এলার্জি রয়েছে যাদের 0+0+1

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচি* ১ জুলাই জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান...
28/06/2025

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচি

* ১ জুলাই
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান

* ২-৪ জুলাই
দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ

* ৮-১৫ জুলাই
জামায়াত নেতৃবৃন্দের শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান

* ১৬ জুলাই
শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান (রংপুরে)

* ১৯ জুলাই
ক) জামায়াত ঘোষিত ৭-দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ
খ) শহীদ পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমীরে জামায়াতের অংশগ্রহণ

* ২০-২৪ জুলাই
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা পূরণের লক্ষ্যে সেমিনার-সিম্পোজিয়াম

* ২৫-২৮ জুলাই
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের উপর ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

* ২৯-৩০ জুলাই
মহিলা ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা

* ১ আগস্ট
জাতীয় সেমিনার (শহীদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন)

* ১-৩ আগস্ট
ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন

* ৫ আগস্ট
দেশব্যাপী গণমিছিল পালন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থানীয়ভাবে অংশগ্রহণ

* ৬-৮ আগস্ট
সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম-ওলামাদের উদ্যোগে আলোচনা সভা

27/06/2025

পরীক্ষার হল পরিদর্শনে ছাত্রদল নেতা, দায়িত্ব হারালেন চার শিক্ষক।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানব সেবা ফাউন্ডেশন, ভোলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মানব সেবা ফাউন্ডেশন, ভোলা:

Share