R o d e l a

R o d e l a Welcome to my dream world ☺️
Home decor/diy/lifestyle 💕
(3)

Congratulations Safwan Shanaya Family Vlog 💖✨🫶🏻আমার প্রিয় family vlogging page কে 1million follower অর্জনের জন্য অনেক অ...
18/07/2025

Congratulations Safwan Shanaya Family Vlog 💖✨🫶🏻
আমার প্রিয় family vlogging page কে 1million follower অর্জনের জন্য অনেক অনেক অভিনন্দন🎉🎊
আপুর hardwork দেখে আমি সত্যি অনেক অবাক হই।কিভাবে একা একা ৩টা বাচ্চা মানুষ করা, জব করা, ঘরের কাজ আর সাথে একটা page এত সুন্দরভাবে চালানো – সত্যি inspiration!
পাশে ভাইয়ার support ছাড়া হয়তো এটা possible হত না।
এইভাবেই যেন একদিন ১০M ও হয়ে যায় – অনেক অনেক দোয়া আর শুভকামনা রইলো।
সাথে সুহানা বুড়ি, সাফওয়ান, শানায়াকে অনেক অনেক ভালোবাসা 🥺💖

তোমায় দিলামএই খাতার ভাঁজে গাছের পাতার নাম 🌿
18/07/2025

তোমায় দিলাম
এই খাতার ভাঁজে গাছের পাতার নাম 🌿

জীবনের প্রতিটা দিনই, অনেকটা ঝড়ে যাওয়া ফুলের মতো যা আর জীবনে ফিরে আসে না! 🌸💔
16/07/2025

জীবনের প্রতিটা দিনই, অনেকটা ঝড়ে যাওয়া ফুলের মতো যা আর জীবনে ফিরে আসে না! 🌸💔

বৃষ্টির দিনে সব ঘরের কমন চিত্র ⛈️🌧️
15/07/2025

বৃষ্টির দিনে সব ঘরের কমন চিত্র ⛈️🌧️

একটা রেড কালারের স্কার্ট আর ব্লেক কারারের টপ্স পরে পাহাড়ের উচুনিচু রাস্তা দিয়ে হাটছি।মনে হচ্ছিল আমি সদ্য একটি কিশোরী ম...
15/07/2025

একটা রেড কালারের স্কার্ট আর ব্লেক কারারের টপ্স পরে পাহাড়ের উচুনিচু রাস্তা দিয়ে হাটছি।মনে হচ্ছিল আমি সদ্য একটি কিশোরী মেয়ে,যার কোন ঘর সংসারের চিন্তা নেই,কোন দায়িত্ব নেই।সে ঘুরতে এসেছে তার বাবা মায়ের সাথে। সে একটু পরপর গাড়ি থামিয়ে চা বাগানে ছবি তুলছে আবার পাহাড়ের অনেক উচুতে গিয়ে কাঞ্চনজঙ্ঘার সন্দর্য উপভোগ করছে।প্রতিটি জায়গা এতো পরিচিত ,এতো আপন লাগছিল।আর তখনই ঘুমটা ভেঙে গেল।আর বুঝতে পারলাম জায়গাটা পরিচিত লাগার কারন।
জায়গাটা দার্জিলিং আর এখানে ঘুরতে গিয়েছিলাম হাসব্যান্ড এর সাথে।আমার দেখা বেস্ট একটা প্লেস।একটা সময় আমার ইচ্ছে করছিল,ইস এই জায়গায় যদি সারাজীবন থেকে যেতে পারতাম।
ঘুমের সেই সপ্নের রেশ অনেকক্ষন রয়ে গেল।মোবাইল ঘেঁটে পুরোনো ছবিগুলো বসে বসে দেখলাম।
ছবিগুলো ২০১৯ সালের📸

Someday, everyone will express their love for you :3
15/07/2025

Someday, everyone will express their love for you :3

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে......... ❤️🫰🌸
14/07/2025

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে......... ❤️🫰🌸

প্লেটটা ভেঙে গেল। বাসায় কোনো চেঁচামেচি চিৎকার নাই, বলেন তো প্লেটটা কে ভেঙেছে??? 😁😁
14/07/2025

প্লেটটা ভেঙে গেল। বাসায় কোনো চেঁচামেচি চিৎকার নাই, বলেন তো প্লেটটা কে ভেঙেছে??? 😁😁

11/07/2025

এই দেশে জন্মই যেন
আজন্ম পাপ 🙂
জুলাই থেকে জুলাই 😣
জাহেলী যুগের মত পাথর দিয়ে একটা মানুষকে কিভাবে থেতলে দিল

বর্ষার কদম ফুলএক জীবনের আফসোস থেকে যাবে কেউ আমাকে কদম ফুল এনে দিলো না😔😔😔
10/07/2025

বর্ষার কদম ফুল
এক জীবনের আফসোস থেকে যাবে কেউ আমাকে কদম ফুল এনে দিলো না😔😔😔

এক মহিলা একজন বৃদ্ধা ফল বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন, "আপেলের দাম কত?"বৃদ্ধা উত্তর দিলেন, "৩০০ টাকা কেজি।"মহিলা বললেন, “আমি...
10/07/2025

এক মহিলা একজন বৃদ্ধা ফল বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন, "আপেলের দাম কত?"

বৃদ্ধা উত্তর দিলেন, "৩০০ টাকা কেজি।"

মহিলা বললেন, “আমি ২৫০ টাকা দেব, না দিলে আমি চলে যাব, কিছুই নেব না।”

বৃদ্ধা করুণ চোখে উত্তর দিলেন, "আপনি যে দামে চান, তাতেই কিনতে পারেন। এটা আমার জন্য বউনি, কারণ আজ আমি একটাও আপেল বিক্রি করতে পারিনি। বাড়িতে অসুস্থ স্বামী বিছানায় পড়ে আছে, আমার কোনো কর্মক্ষম ছেলেও নাই। পরিবারের জন্য খাবার জোগাড় করতে আমাকে তাই আপেল বিক্রি করতেই হবে।"

মহিলা তার পছন্দের দামে ৫ কজি আপেল কিনলেন এবং মনে মনে ভাবলেন তিনি জিতে গেছেন।

তিনি আপেল নিয়ে হাজবেন্ডের সাথে তাদের বিলাসবহুল গাড়িতে উঠলেন এবং এরপর একটি অভিজাত রেস্টুরেন্টে গিয়ে ঢুকলেন।

তারা রেস্টুরেন্টের সবচেয়ে দামি মেনু অর্ডার করলেন। যদিও তারা খেলেন সামান্যই, বেশিরভাগ খাবারই টেবিলে পড়ে থাকল।

তাদেরকে ৩৮০০ টাকা বিল দেওয়া হলো। মহিলা ৪০০০ টাকা দিয়ে এলেন এবং মুচকি হেসে মার্জিত রেস্টুরেন্টের ম্যানেজারকে বললেন, "বাকিটা টিপস।"

এই গল্পটি একটি বিলাসবহুল রেস্টুরেন্টের মালিকের জন্য স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু একজন হতদরিদ্র ফল বিক্রেতার জন্য বড়ই নির্মম।

প্রশ্ন হলো, আমরা যখন একজন দরিদ্র বিক্রেতার কাছ থেকে কোনো জিনিস কিনি, তখন কেন সবসময় তার উপর ক্ষমতা জাহির করি?

আর যারা আমাদের উদারতার যোগ্য নয় তাদের প্রতি কেন আমরা উদার হই?

কোনও এক মহৎ মানুষের আত্মজীবনীতে পড়েছিলাম :

আমার বাবা গরিবদের কাছ থেকে বেশি দামে জিনিস কিনতেন, যদিও তার ওইসব জিনিসের কোনো প্রয়োজন ছিল না।

তিনি কখনো কখনো তাদেরকে বেশি দাম দিতেন। আমি তখন অবাক হয়ে যেতাম। একদিন আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, "বাবা, তুমি কেন এটা করো?"

আমার বাবা উত্তর দিলেন, "ওরা ভিক্ষা না করে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছে। আমার তরফ এটা শুধুই দান নয়, সম্মান দিয়ে দান।"

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when R o d e l a posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R o d e l a:

Share