Harun Ur Rashid

Harun Ur Rashid পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরন একদিন মু

22/01/2022
জ্ঞানর্জন করা প্রতিটি মুসলিম ব্যক্তির ওপর ফরজ- হজরত মুহাম্মদ সা. (বায়হাকী : ১৬১৪)
22/01/2022

জ্ঞানর্জন করা প্রতিটি মুসলিম ব্যক্তির ওপর ফরজ
- হজরত মুহাম্মদ সা. (বায়হাকী : ১৬১৪)

14/04/2021

ধরুন— আপনি রাস্তায় হাঁটছেন এবং আপনার চারপাশে অসংখ্য ডায়মণ্ডের ছড়াছড়ি। আকাশ পানে তাকিয়ে দেখছেন যে, ঝুম বৃষ্টির মতো ঝরে পড়ছে মহামূল্যবান মণি-মুক্তো!

কিন্তু, এই ডায়মণ্ড একটিবারের জন্য আপনি ধরেও দেখলেন না। চারপাশে সবাই কুড়িয়ে নিচ্ছে সেগুলো দু'হাত ভরে৷ কিন্তু আপনি বিরক্ত হয়ে ঘরে এসে দরোজা লাগিয়ে দিয়ে বসে রইলেন।

পরেরদিন যখন আপনি মানুষের কাছে বলতে যাবেন, 'জানো, কাল না আকাশ থেকে ডায়মণ্ড-বৃষ্টি হয়েছে। ওমা, সে কী এক ব্যাপার! পথের যেদিকে তাকাচ্ছি কেবল ডায়মণ্ড আর ডায়মণ্ড! মানুষগুলো হুড়োহুড়ি করে কুঁড়িয়ে নিচ্ছিলো সব। কিন্তু ডায়মণ্ডও বাপু ফুরোবার নয়। যে যেভাবে পারছে ঘরে তুলছে। আমার এতো বিরক্তি লাগলো, জানো? আমি সোজা ঘরে এসে দরোজা লাগিয়ে বসে রইলাম'।

আপনার মুখে এই গল্প শোনার পর আপনার গল্প-শ্রোতা আপনাকে সর্বপ্রথম যে কথাটা বলবে তা হচ্ছে— 'তুমি তো আস্ত বেকুব দেখছি! আকাশ থেকে ডায়মণ্ড ঝরে পড়ছে, আর তা কুড়িয়ে না নিয়ে তুমি ঘরের কপাট লাগিয়ে বসে রইলে?'

রামাদান নিয়ে নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ভয়ানক একটা হাদিস আছে।

একবার মসজিদের মিম্বারে দাঁড়িয়ে তিনি বললেন, 'আ-মীন'।

তিনি সেদিন মোট তিনবার আ-মীন বলেছিলেন। কিন্তু সাহাবারা বুঝতে পারলেন না নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রেক্ষিতে আ-মীন বললেন। তারা জিগ্যেশ করলেন, 'ইয়া রাসুলাল্লাহ, আপনাকে তিনবার আ-মীন বলতে শুনলাম। আপনি কি বলবেন কেনো আপনি মিম্বারে দাঁড়িয়ে তিনবার আ-মীন বলেছেন?'

তিনবার আ-মীন বলার নেপথ্য কারণ সেদিন নবিজী সাহাবাদের জানিয়েছিলেন। সেই তিন কারণের একটা কারণ ছিলো এমন—

নবিজী বললেন, 'জিবরাঈল এসে বললো, যে ব্যক্তি রামাদান পেলো কিন্তু নিজের গুনাহসমূহ ক্ষমা করিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হোক'।

জিবরাঈল আলাইহিস সালামের এমন ভীতিপ্রদ দুয়াতে নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন— আ-মীন।

দুয়াটা অবিশ্বাস্যরকম ভয়ানক এইজন্যে যে— এই দুয়াটা করেছেন ফেরেশতাকূলের সরদার জিবরাঈল, এবং তাতে 'আ-মীন' বলেছেন নবি-কূলের সরদার মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুয়া যে অতি-অবশ্যই কবুল হওয়ার— তা নিঃসন্দেহ।

রামাদান পেলো, কিন্তু আল্লাহর কাছ থেকে নিজের গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারলো না, এমন ব্যক্তিকে এতো অভাগা হিশেবে এই হাদিসে উল্লেখের কারণ কী?

কারণ হলো— রামাদান এমন একটা মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা জান্নাতের দরোজাগুলো খুলে দেন আর বন্ধ করে দেন জাহান্নামের দ্বার। এই মাসে প্রতিটা ভালো কাজ, ভালো আমল, ভালো নিয়্যাতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা ইচ্ছেমতো বাড়িয়ে দেন বান্দার জন্যে। এতোকিছুর পরেও, এই মাসে এমন একটা রাত তিনি বরাদ্দ রেখেছেন, যে রাতটা হাজার মাসের চাইতে উত্তম! এই সুযোগ বছরে কেবল একবার-ই আসে।

রামাদান মাস আকাশ থেকে ডায়মণ্ড-বৃষ্টির দৃশ্যটার মতোই। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা তাঁর রহমত দ্বারা পুরো পৃথিবীকে ঢেকে দেন। এমন একটা মাসে, এতো এতো সুযোগ সামনে পেয়েও যে লোক তা খেলাচ্ছলে হারায় কিংবা পাত্তা দেয় না, অথবা গল্পের লোকটার মতো ঘরের দরোজা লাগিয়ে বসে থাকে, সে দূর্ভাগা নয়তো কী?
©আরিফ আজাদ

13/04/2021

"আহলান সাহলান
শাহরু রামাদান"
শুরু হলো আত্মশুদ্ধির মাধ্যমে কুরআনের পথে পরিচালনার প্রশিক্ষণ গ্রহণের মাস মাহে রামাদান।

30/03/2021

বিশিষ্ট গিতীকার মাহফুজ বিল্লাহ শাহী ভাইয়ের কথা ও সুরে শিল্পী মুনায়েম বিল্লাহ ভাইয়ের জনপ্রিয় কালিমা গানটি কভার করার চেষ্টা করলাম !
মুল গানের লিঙ্ক https://youtu.be/YSJ6O-1YcJY


*

04/03/2021

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর থিমসং
এদেশ আমার বাংলাদেশ....

19/02/2021

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আমাদের যৌথ কন্ঠে রিলিজ হলো "মাগো ভাবনা কেন" শিরোনামের কালজয়ী দেশের গানটি !
ইউটিউব লিঙ্ক https://youtu.be/eUSwpWssTo4

আর কিছুক্ষন পরই সকাল ১০টায় রিলিজ হচ্ছে "মাগো ভাবনা কেন"  শিরোনামের  কালজয়ী দেশের গান টি ! নাশীদ ফিল্মের ইউটিউব চ্যানেলে ...
19/02/2021

আর কিছুক্ষন পরই সকাল ১০টায় রিলিজ হচ্ছে "মাগো ভাবনা কেন" শিরোনামের কালজয়ী দেশের গান টি !
নাশীদ ফিল্মের ইউটিউব চ্যানেলে ৷ নতুন ফ্লেবার পাবেন ইনশায়াল্লাহ !
https://youtube.com/c/NasheedFilm

30/01/2021

বর্তমানে এক ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হারাম কাজে জড়িয়ে আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করে, এবং সাহায্য কামনা করে।
যেমনঃ-
1⃣আলহামদুলিল্লাহ আমার মেয়ে বাংলাদেশী আইডলে চান্স পেয়েছে। "ইনশাআল্লাহ এবার ব্যাংকের জব হয়ে যাবে।"

2⃣ভাই দুয়া করবেন ব্যাংক থেকে এবার লোনটা যেন হয়ে যায়।

3⃣মাশাআল্লাহ আন্টি আপনার "মেয়ে তো দারুণ নাচতে জানে"

4⃣ হ্যাঁ আলহামদুলিল্লাহ "স্কুলের ডান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে"।

5⃣ এক ছেলে কলিকের স্ত্রীকে ইঙ্গিত করে ভাবী,
আর বইলেন না আপনি যে সুন্দর মাশাআল্লাহ।

6⃣ ইনশাআল্লাহ এইবার যদি আর্জেন্টিনা ওয়াল্ড কাপ জিতে আমি নামাজ পড়া শুরু করব।

7⃣ মাশাআল্লাহ আপনার ছেলের গায়ে হলুদ অনুষ্ঠান দারুণ হয়েছিল - যা ডান্স করেছি জোয়ান বুড়ো সবাই। হ্যা দোয়া করবেন যেন দ্বিতীয় ছেলের বিয়েটাও এমন করে পালন করতে পারি,

9⃣ ছেলে-মেয়ে মিক্স ফ্রেন্ড সার্কেলকে উদ্দেশ্য করে,
আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ডসরা খুব হেল্প ফুল।

9⃣ মাশাআল্লাহ তোমাকে তো এমনিতেই সুন্দর দেখায়, দাড়ি রাখবে কেন?

🔟 মাশাআল্লাহ আমার মেয়েটা এত সুন্দরী যে সব মানুষ ওর দিকে তাকিয়ে থাকে।

1⃣1⃣আমাদের রিলেশনের ৬ বছর কেটে গেলো আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমার বফ/গফ যেন এভাবেই সবসময় পাশে থাকে।

1⃣2⃣এক আঙ্কেল আমাকে বললেন, "শুনেছ অমুক ভাইয়ের ছেলের তো আল্লাহর রহমতে খ্রিস্টান মিশনারিতে চাকুরি হয়ে গেল, গাড়ি এসে তাকে নিয়ে যায়!

দাজ্জালের এক পাশে থাকবে জান্নাত আরেক পাশে জাহান্নাম। আমরা দাজ্জালের জান্নাতেকেই আল্লাহর নেয়ামত মনে করতেছি। এখনই আমাদের এই অবস্থা, না জানি তার আগমন হলে কি হবে আমাদের😭

➡আল্লাহ আমাদের হেফাজত করুন🤲
সংগৃহিত!

17/01/2021

আপনি মানুষকে অনুপ্রাণিত করতে চান?

একটি সুস্থ সুন্দর জীবন ধারা বাতলে দিতে চান?

তাহলে প্রথমেই যা করতে হবে সেটা হল আপনার প্রচারণাকে নিজের মধ্যেই রূপান্তর করুন যাতে করে মানুষ আপনাকে দেখে অনুপ্রাণিত হয়। আপনি হয়তো অনেক ধার্মিক বাবার সন্তান। কিন্তু শুধুমাত্র এই পরিচয়ে মানুষ আপনার আহবানে সাড়া দিবে এমনটা কিন্তু নয়। তারা আপনার ভেতরে আপনার কথাগুলোর বাস্তব প্রয়োগ দেখতে চায়, আপনার জীবনের গল্প শুনতে চায়। এরপর ধীরে ধীরে অনুপ্রাণিত হয়ে আপনার দেওয়া শিক্ষাগুলো নিজেদের মধ্যে রূপান্তর করে নেয়। তাই জ্ঞান অর্জন করে সেটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াই যথেষ্ট নয় বরং নিজে তার অনুশীলন প্রয়োজন।

কারণ আপনি মুখে যা বলছেন তা যদি আপনার কাজে কর্মে প্রকাশ না পায় তাহলে তো আপনি সবাইকে মিথ্যা বলছেন। এর আক্ষরিক অর্থ হলো আপনি যা বলছেন তা মেনে চলার প্রতি আপনি নিজেই বিরোধী। সুরা বাকারার ৪৪ থেকে ৪৬ নম্বর আয়াতের ব্যাখ্যায় হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন,'বনি ইসরাইলরা মানুষকে আল্লাহর আনুগত্য, তাকওয়া ও কল্যাণের কাজের আদেশ করতো; অথচ নিজেরা এর উল্টো চলতো। এ আয়াতে আল্লাহ তা'আলা তাদের এমন কাজকে মারাত্মক ভর্ৎসনা করেছেন।

তাই সৎ কাজের আদেশ দেবার সাথে সাথে অবশ্যই আমাদের নিজেদের মাঝেও সেই কাজের প্রতিফলন ঘটানো উচিত। তবে মনে রাখবেন নিজের আমলে ত্রুটি থাকলেও দাওয়াতের কাজ বন্ধ করবেন না। আমলসহ দাওয়াতের ফল সুদূরপ্রসারী!!

সাদাকা টিপসঃ১. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্...
13/01/2021

সাদাকা টিপসঃ

১. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন।

২. একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য, এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন।

৩. আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন।

৪. আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোন অন্যায় করেছেন, তখনি তাতে সাধ্যমতো পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা।

৫. বাড়িতে ঢুকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, ইনশাআল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন৷ একইভাবে ঘরের এমন কোন স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে।

৬. আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো।

৭. আপনার বাড়ির আশপাশে যদি কোন নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠাণ্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন।

৮. কোন মসজিদে কোরআন শরীফ দিন, যে কোন ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে সেটার জন্য ১০ গুন সওয়াব লিখিত হবে আপনার আমলে।

৯. আপনি পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না।

১০. আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হোন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন।

১১. অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন। একটু হাসুন, কথা বলুন। এটাও সাদকা। মৃদু হাসি বিনিময় করাও সদকা।

১২. ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন।

১৩. কাউকে এক অক্ষর হলেও দীন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানসন্ততি, বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দীন অর্জন করবে, সে সকল সওয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে।

১৪. সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরেও মদজিদ মাদ্রাসা দীন শিক্ষা দিতে থাকবে, হাসপাতালে রোগী সেবা পেতে থাকবে, গাছ থেকে মানুষ অক্সিজেন এবং খাবার পাবে, পান করার পানি পান করতে পারবে আপনার ব্যবস্থা করে দেয়া পানির উৎস থেকে। এসকল কিছু সদকায়ে জারিয়া। এগুলো মৃত্যুর পরেও আপনাকে পরকালের জন্য ধনী করতে থাকবে।

১৫. সন্তানদের উত্তম সন্তান হিসেবে গড়ে তুলুন। দীন এবং মানবতা শিক্ষা দিন। এদের দোয়া কবর পর্যন্ত পৌঁছাবে, আপনার থেকে প্রাপ্ত শিক্ষা এদের সঠিক মানুষ হতে সাহায্য করবে।

১৬. এই সদকার পন্থা গুলো মানুষের সাথে শেয়ার করুন, তাদের শিক্ষা দিন। এটিও সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত।

(সংগৃহীত)

19/12/2020

তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না।
[সূরা বাকারা ২:৪২]

21/11/2020

হাজারো যুবকের দ্বীনের পথে ফেরানোর এই প্রিয় রাহবারের আর এমন সুন্দর মোটিভেশন আর দেখতে পাবোনা ! প্রিয় শায়খ আল্লাহ আপনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন !

॥ আসুন ভালো কিছু করার পরিকল্পনা করি ॥আব্দুল্লাহ ইবনে ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ‬) বলেছেনঃ আল্লা...
21/11/2020

॥ আসুন ভালো কিছু করার পরিকল্পনা করি ॥

আব্দুল্লাহ ইবনে ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ‬) বলেছেনঃ আল্লাহ তায়ালা ভালো কাজ ও মন্দ কাজগুলোকে লিপিবদ্ধ করে রাখেন। অত:পর, যে ব্যক্তি কোন ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে, কিন্তু তা করেনি তখন আল্লাহ তায়ালা তার আমলনামায় একটি পূর্ণ ভালো কাজের সাওয়াব বা প্রতিদান লেখার আদেশ দেন। আর যদি ভালো কাজের ইচ্ছা পোষণ করার পর সে তা বাস্তবায়ন করে, তখন আল্লাহ তায়ালা তাকে এই একটি ভালো কাজের জন্য দশ গুণ হতে সাতশ’ গুণ, বরং বহুগুণ বেশি সাওয়াব দান করেন। পক্ষান্তরে, যদি কোন ব্যক্তি কোন পাপ কাজ করার ইচ্ছা পোষণ করে, কিন্তু বাস্তবে তা না করে, তখন সঙ্গে সঙ্গে তার আমলনামায় কোন গোনাহ লেখা হয় না বরং আল্লাহ তায়ালা তার জন্য এটাকে একটি পূর্ণ নেক কাজ হিসেবে লিখে নেন (যেহেতু পাপ কাজ করার ইচ্ছা পোষণ করেও সেটা সে করেনি)। আর কেউ যদি কোন পাপ কাজের ইচ্ছা পোষণ করার পর তা বাস্তবে করে ফেলে, তখন আল্লাহ তায়ালা এর জন্য শুধুমাত্র একটি গুনাহ লিখে রাখেন।

[মুসলিম]

19/11/2020
28/10/2020

অক্টোবরের ২৮ তারিখ রক্ত ঝরার দিন !

27/10/2020

we_love_mohammad_ﷺ_challenge

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Harun Ur Rashid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Harun Ur Rashid:

Share

Category