25/06/2025
১৪ হাজার কোটি টাকার মালিক হয়েও, একটা মৌমাছির কাছে হেরে গেলেন তিনি...
নায়িকা কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী, শিল্পপতি সঞ্জয় কাপুর, মাত্র ৫৩ বছর বয়সে অকস্মাৎ চলে গেলেন। জীবনের শেষ মুহূর্তে তিনি পলো খেলছিলেন—একটি রাজকীয় খেলা, উচ্চবিত্তদের গর্ব। কিন্তু হঠাৎ একটি ছোট্ট মৌমাছি এসে তার গলায় ঢুকে যায়।
শেষ কথা ছিল, “আমার গলায় একটা পোকা ঢুকে গেছে…”
তারপর শুরু হয় শ্বাসকষ্ট, দম বন্ধ হয়ে আসে… এবং কিছুমিনিটের মধ্যেই নিথর হয়ে যান তিনি।
অবিশ্বাস্য হলেও সত্য—যিনি ছিলেন ১৪ হাজার কোটি টাকার মালিক, যিনি চাইলে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো হাসপাতালে যেতে পারতেন, যিনি ঘিরে ছিলেন নামি চিকিৎসক, নার্স ও সর্বোচ্চ প্রযুক্তির সুবিধা দ্বারা—সেই মানুষটিকে বাঁচানো গেল না। কারণ একটা মৌমাছি!
ভাবুন তো, যার অর্থে ঘর ভরে, যিনি বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত ছিলেন, সেই মানুষটি চাইলেও এক মুহূর্তের জন্য জীবনটা বাড়িয়ে নিতে পারলেন না।
জীবন কতটা অনিশ্চিত, কতটা ক্ষণস্থায়ী!
আমরা ভাবি টাকা থাকলে সব পাওয়া যাবে
শান্তি, সুস্থতা, সুখ, এমনকি জীবন।
কিন্তু বাস্তবতা হলো,জীবন টাকা দিয়ে কেনা যায় না।
একটা মৌমাছি দেখিয়ে দিল,আমরা কতটা অসহায়, ক্ষুদ্র আর পরনির্ভরশীল।