Al Amin Chowdhury

Al Amin Chowdhury "Welcome to my official page!! "People for people, life for life."

স্পটিফাই ক্যাম্প ন্যু" (Spotify Camp Nou)। এটি আগে "ক্যাম্প ন্যু" নামে পরিচিত ছিল। সম্প্রতি, ক্লাবটি একটি স্পনসরশিপ চুক্...
25/07/2025

স্পটিফাই ক্যাম্প ন্যু" (Spotify Camp Nou)। এটি আগে "ক্যাম্প ন্যু" নামে পরিচিত ছিল। সম্প্রতি, ক্লাবটি একটি স্পনসরশিপ চুক্তির অংশ হিসাবে স্টেডিয়ামের নামের স্বত্ব স্পটিফাইকে দিয়েছে, যার ফলে স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে স্পটিফাই ক্যাম্প ন্যু.
এফসি বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে ১০ আগস্ট, ২০২৫ তারিখে তার স্টেডিয়াম, স্পটিফাই ক্যাম্প ন্যুতে ফিরে আসার ঘোষণা দিয়েছে - এটি একটি মাইলফলক যা বৃহত্তর এস্পাই বার্সা রূপান্তর প্রকল্পের অংশ হিসাবে ক্লাবের নতুন বাড়ির আংশিক পুনরায় খোলার চিহ্ন হিসাবে চিহ্নিত করবে।

মাঠের উদ্ভাবনী অনুষ্ঠানে মেসির সাথে আমি থাকছি।।আপনি আসছেন তো??

25/07/2025

বিমানের পাইলট যারা আছেন...
নেক্সট টাইম যখন দেখবেন বিমানের কোনো বাটন কাজ করছে না, একদম সোজা সচিবালয়ের দিকে ছেড়ে দিবেন! ✈️🫣

25/07/2025

বিমান চাপায় শিশু মরে,
হৃদয় শোকে ফাঁকা।
শান্তি কাকুর তহবিলে,
পাঠাও সবাই টাকা।

আপনি লিটন দাসকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ১টা ফিফটি আর ২টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে।আপনি সৌম্য সরকারকে ১০ ম্যাচ...
24/07/2025

আপনি লিটন দাসকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ১টা ফিফটি আর ২টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে।

আপনি সৌম্য সরকারকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ১টা ফিফটি আর ৪টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে।

আপনি তানজিদ তামিমকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ৩টা ফিফটি আর ৩টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে।

আপনি পারভেজ হোসেন ইমনকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ১টা সেঞ্চুরি, ৩টা ফিফটি আর ৩টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে।

আর আপনি যদি নাঈম শেখকে ১০ ম্যাচ খেলান, তাহলে আপনি নিজেই ক্রিকেট দেখা ছেড়ে দিবেন।।।

অভিনন্দন বাংলাদেশ ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জয়।💖জাকের আলী অনিক বর্তমানে বাংলাদেশ দলের দারুণ একজন ফিনিশিয়ার।বাংলাদেশ বিপদে ...
22/07/2025

অভিনন্দন বাংলাদেশ ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জয়।💖

জাকের আলী অনিক বর্তমানে বাংলাদেশ দলের দারুণ একজন ফিনিশিয়ার।বাংলাদেশ বিপদে পড়লেই জেগে উঠেন তিনি।পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের স্কোর যখন ২৮ রানে ৪ উইকেট।তখন অনেকেই ভেবেছিলেন ৮০-৯০ রানের মধ্যে অলআউট হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের।

মিরপুরের মতো কঠিন কন্ডিশনে দলের ব্যাটিং বিপর্যয় সময়ে শেখ মাহাদীকে সঙ্গে নিয়ে ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলকে ১৩৩ রানের পুজি তৈরি করে দেন জাকের আলী অনিক।এই মহামূল্য ইনিংস খেলে দলের জয়ের অবদান রাখার জন্য ম্যাচ সেরা পুরস্কারটি নিজের হাতে তুলে নিয়েছেন জাকের আলী অনিক।

২০ জন শিশুকে বাঁচানো সেই শিক্ষিকা মাহেরিন মিস আর নেই!
22/07/2025

২০ জন শিশুকে বাঁচানো সেই শিক্ষিকা মাহেরিন মিস আর নেই!

22/07/2025

কোনো রিক্সা,সিএনজিওয়ালা'কে আজ থেকে তার ন্যার্য ভাড়া হতে এক টাকাও বেশি ভাড়া দিবেন না!গরীব বলে এদের আমরা সহাভূতি দেখাই কিন্ত একটু সুযোগ পেলেই তারা রাক্ষস হয়ে যায়,একটু বৃষ্টি নামলেই তারা দাম বেরে যায়,তখন তারা মানুষ থেকে অমানুষ হয়ে যায়,মাইলস্টোন কলেজের কালকে দৃশ্য ছিলো ভয়াবহ,পানি বিক্রেতা,সিএনজি ও রিক্সাচালকরা ছিলেন জানোয়ার।

১০০টাকার ভাড়া ৫০০টাকা ৫০০ টাকার ভাড়া ৫০০০টাকা পযন্ত দাবী করছে সিএনজি চালকরা ১০টাকার ভাড়া ১০০টাকা নিছে রিক্সা চালক রা ২০টাকার পানির বোতল ১০০টাকা পযন্ত নিয়েছে।

তাই সবাই কে বলতে চাই গরীব বলে তাদের সহানুভূতি দেখাবেন না কেউ,তবে সব রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা এক নয়।

আমাদের আগে মানুষ হওয়া উচিৎ তবে শুধু মানুষ নয় মনুষ্যত্বওয়ালা মানুষ।

যারা ব্লাড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান- ১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট২. কুর্মিটোলা জেনারেল হাস...
21/07/2025

যারা ব্লাড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান-

১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪. কুয়েত মৈত্রী হাসপাতাল
৫. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
৭. মনসুরআলী মেডিকেল কলেজ
৮. উত্তরা বাংলাদেশ মেডিক্যাল
৯. ক্রিসেন্ট হাসপাতাল

🚨 ছক্কা হাঁকানোয় শীর্ষে এবছর বাংলাদেশ!টি টোয়েন্টিতে এবছর ১০ ম্যাচে সর্বোচ্চ (৮৮) ছক্কা মেরেছে বাংলাদেশ। গড়ে প্রতি ম্য...
21/07/2025

🚨 ছক্কা হাঁকানোয় শীর্ষে এবছর বাংলাদেশ!

টি টোয়েন্টিতে এবছর ১০ ম্যাচে সর্বোচ্চ (৮৮) ছক্কা মেরেছে বাংলাদেশ। গড়ে প্রতি ম্যাচে প্রায় ৯টি করে ছক্কা মেরেছে। 💥💥💥

অভিনন্দন বাংলাদেশ।পাকিস্তানের বিপক্ষে ১ম টি-টুয়ান্টি ৭ উইকেটে জয় লাভ করছে।আলহামদুলিল্লাহ 💖        Mustafizur RahmanMusta...
20/07/2025

অভিনন্দন বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে ১ম টি-টুয়ান্টি ৭ উইকেটে জয় লাভ করছে।

আলহামদুলিল্লাহ 💖




Mustafizur RahmanMustafizur Rahman

20/07/2025

বিসিবির দারুণ উদ্যোগ! পছন্দের খাবার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন দর্শকরা!! বেশি দামে আর কিনতে হবে না...

আশা করি ম্যাচ শেষে স্টেডিয়ামকে পরিস্কার পরিচ্ছন্ন করে রেখে আসবেন যারা খাবার নিয়ে প্রবেশ করবেন!!

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Al Amin Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share