Al Amin Chowdhury

Al Amin Chowdhury "Welcome to my official page!! "People for people, life for life."

22/11/2025

হে মানুষ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, কিয়ামাতের কম্পন এক ভয়ানক জিনিস। (সূরা হজ্জ — আয়াত ১)

সেদিন তুমি দেখবে প্রতিটি দুগ্ধদায়িনী ভুলে যাবে তার দুগ্ধপোষ্য শিশুকে, আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে ফেলবে, আর মানুষকে দেখবে মাতাল, যদিও তারা প্রকৃতপক্ষে মাতাল নয়, কিন্তু আল্লাহর শাস্তি বড়ই কঠিন। (সূরা হজ্জ - আয়াত ২)

ঢাকায় আবারো ভূমিকম্প।।

21/11/2025

একদিন এমন এক জুম্মা বারে, এরকম একটা ঝাঁকুনি দিয়ে ধ্বংস হয়ে যাবে সব। সুরা যিলযালে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দৃশ্যের ভয়াবহতা বলেই রেখেছেন।

যারা উঁচু দালানকোঠা থেকে এই ভূমিকম্প অনুভব করেছেন, তারা ভালো টের পেয়েছেন এই কম্পন।

সেই দিন আসন্ন। অবশ্যই আসবে। ঠিক এমনই কোনো এক জুম্মার দিনে।।

11/11/2025
07/11/2025

জীবনে প্রথম বার রোবট দেখলাম চায়না গিয়ে।

Taman Tasik Titiwangsa.Titiwangsa Lake Garden.
06/11/2025

Taman Tasik Titiwangsa.
Titiwangsa Lake Garden.

আপনি ফজরে উঠতে পারেন না, কিন্তু একটা জব ইন্টারভিউ থাকলে ঠিকই ঘুম ভেঙ্গে যায়। এলার্ম ছাড়া কিংবা এলার্ম দেয়া থাকলেও ফজরে আ...
03/11/2025

আপনি ফজরে উঠতে পারেন না, কিন্তু একটা জব ইন্টারভিউ থাকলে ঠিকই ঘুম ভেঙ্গে যায়। এলার্ম ছাড়া কিংবা এলার্ম দেয়া থাকলেও ফজরে আপনার ঘুম ভাঙ্গে না। অথচ সকালে ফ্লাইট থাকলে ঠিকই জেগে ওঠেন। প্রিয় দলের ফুটবল ম্যাচ থাকলেও ঘুম ভেঙ্গে যায় একা একাই ।

সমস্যাটা ঠিক কোথায় বুঝতে পেরেছেন? সমস্যা হলো আপনার প্রায়োরিটি লিস্টে আল্লাহর পজিশন এখনো নাম্বার ওয়ানে আনতে পারেন নাই! যদি পারতেন, তাহলে এলার্ম ছাড়াই উঠতে পারতেন!

আসেন আজ একটা ছোট্ট লিস্ট বানাই। কীসের লিস্ট? ফজর না পড়লে আপনি যা যা হারাচ্ছেন সেটার লিস্ট।

⚠️১. দিনের সবচেয়ে প্রোডাক্টিভ সময়টা হারাচ্ছেন। সায়েন্স বলে - ভোরবেলা ব্রেইন থাকে সবচেয়ে ফ্রেশ। উইলপাওয়ার থাকে সর্বোচ্চ। ডিপ ওয়ার্ক করার জন্য এটা বেস্ট টাইম। অথচ আপনি সেই সময়টা কাটাচ্ছেন বিছানায়!

⚠️২. বরকত পাওয়ার শ্রেষ্ঠ সময়টা মিস করছেন। আপনি যতই পরিশ্রম করুন, যতই স্মার্ট ওয়ার্ক করুন - বরকত ছাড়া লাইফে কক্ষনো প্রশান্তি আসবে না! সারাদিন ব্যস্ত থাকবেন কিন্তু কিছুতেই আত্মতৃপ্তির ঢেকুর উঠবে না!

⚠️৩. আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার সুযোগ হারাচ্ছেন। আপনি যখন ঘুমের মজা ছেড়ে কেবল তাঁরই জন্য উঠবেন, তখন তাঁর সাথে সম্পর্কও হবে আরো গভীর। আরো আপন। আরো মধুর ।

নিশ্চয়ই মনে মনে ভাবছেন, ভাই এসব তো সবই জানি, কিন্তু উঠতে পারি না! ঠিক আছে এবার বলছি কীভাবে উঠবেন।

▪️স্ট্র্যাটেজি ১: ভোরে ওঠার চেষ্টা বাদ দিন। রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন।
সাহাবীরা ইশার পর খুব কম কথা বলতেন। কারণ তারা জানতেন ফজরে উঠতে হবে। আর আমরা? রাত ১২টা পর্যন্ত ফোন স্ক্রল করি! তারপর বলি ফজরে উঠতে পারি না! তাই আজ রাত থেকে ট্রাই করুন: ১০টার মধ্যে ফোন রেখে দিতে। ১১টার মধ্যে ঘুমিয়ে যেতে।

▪️স্ট্র্যাটেজি ২: এলার্মের স্মার্ট ইউজ করুন।
একটা এলার্ম না। ৩টা এলার্ম দিন: প্রথমটা ফজরের ৩০ মিনিট আগে। দ্বিতীয়টা ফজরের ১৫ মিনিট আগে। তৃতীয়টা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে। আর এলার্মটা বেশ দূরে রাখুন। হাতের কাছে থাকলে অফ করে আবার ঘুমিয়ে যাবেন!

▪️স্ট্র্যাটেজি ৩: একাউন্টাবিলিটি পার্টনার
একা পারছেন না? একজন ফ্রেন্ড কে বলুন। একে অপরকে কল দিয়ে তুলবেন। গ্রুপ ক্রিয়েট করুন নাম Fajr Warriors। ট্রাস্ট মি, এই স্ট্র্যাটেজি খুব ভালো কাজ করে।

▪️স্ট্র্যাটেজি ৪: প্রথম তিনদিন বেশি কষ্ট হবে আগে থেকেই মেনে নিন
মাথায় রাখুন: ফার্স্ট ডে = Hardest. সেকেন্ড ডে = Harder। থার্ড ডে = Hard. ৪র্থ দিন থেকে Moderate. ৭ম দিন থেকে Normal. আর ২১তম দিনে একদম Habit!

স্ট্র্যাটেজি ৫: ভিজুয়াল রিমাইন্ডার ইউজ করুন।
ফোন এর ওয়ালপেপারে লিখে রাখুন: ফজর মিস = দিন মিস। স্টিকি নোট লাগান আয়নায়। ঘুমের আগে বারবার এই কথাগুলো নিজেকে মনে করিয়ে দিন।

এই পোস্ট পড়ার পর ১ জনও যদি আগামীকাল ফজর পড়ে, তবেই এই পোস্ট সার্থক! আর আপনি যদি সেই ১ জন হন, তাহলে আপনার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে এই একটা অভ্যাসের কারণে ইনশাআল্লাহ!

ফজর মানে ডিসিপ্লিন। ফজর মানে উইলপাওয়ার। ফজর মানে কানেকশন উইথ আল্লাহ। ফজর মানে বারাকাহ। ফজর মানে সাক্সেস। সবচেয়ে বড় কথা: ফজরে ওঠাই আপনার জন্য হতে পারে লাইফ চেঞ্জিং হ্যাবিট!

বাই দা ওয়ে, আমরা একটা প্রাইভেট কমিউনিটি তৈরি করার চেষ্টা করছি। আমাদের ৬ মাসের সিগনেচার কোর্স, Prophetic Productivity Masterclass-এ যারা ইনরোল করেছেন, তাদের লাইফ আরো প্রশান্তিময়, বারাকাহময় বানাতে নানান রকমের লার্নিংস শেখানোর পাশাপাশি হ্যাবিট বিল্ডআপ নিয়েও তাদের সাথে কাজ করা হচ্ছে।

আমাদের এই যাত্রায় যুক্ত হতে পারেন আপনিও! বিস্তারিত কমেন্টে।
দেখা হবে আগামীকাল ফজরে! ইনশাআল্লাহ!

29/10/2025

আশা ছেড়ে দিও না,ভরসা রাখো একজনের উপর, তিনি আমাদের রব আল্লাহ।

22.10.2k25. Dhaka To China
28/10/2025

22.10.2k25.
Dhaka To China

🚨রিশাদ হোসেনের অলরাউন্ডার পারফরমেন্স কেমন লাগলো আজকে? ১০ থেকে কত দিবেন ? ব্যাটিংয়ে ১৩ বলে ২৬ রান! বোলিংয়ে নিয়েছেন একা...
18/10/2025

🚨রিশাদ হোসেনের অলরাউন্ডার পারফরমেন্স কেমন লাগলো আজকে? ১০ থেকে কত দিবেন ? ব্যাটিংয়ে ১৩ বলে ২৬ রান! বোলিংয়ে নিয়েছেন একাই ৬ উইকেট - ৯ ওভার বল করে।🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ!!

16/10/2025

কিছু মানুষ আপনার বার্থতা দেখার জন্য অপেক্ষা করছে!!
তাদের কে সারাজীবন অপেক্ষা করানোই আপনার সফলতা!!!

Full time 🕛Hong kong 1-1 Bangladesh          #
14/10/2025

Full time 🕛

Hong kong 1-1 Bangladesh

#

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Al Amin Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share