MD.Milon Choudhary. Vlog

MD.Milon Choudhary. Vlog আসসালামালাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আমার এই পেজে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন

18/08/2025

সব মানুষ শখের হয় না

আর শখের মানুষ আপন হয় না

17/08/2025

নিজের মতো করে বাঁচো !! কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! একটা কথা মনে রেখো, গাঁধার নাম ঘোড়া রাখলেও সেটা গাঁধা থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না।

কারণ আলুর ব্যাপারী তো আর সোনা চিনবে না! তুমি নেকা তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী। আসলে এর কোনটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে।

দিন শেষে তুমি তুমিই! একটু একটু ভালো একটু একটু মন্দ! সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালোই আছে, শুধু তুমি ছাড়া!







15/08/2025

ওরে মন ভাঙ্গা তোর মনের স্বভাব জানতাম যদি আগে এমন করে পড়তাম না তোর মিথ্যা প্রেমের দাগে

গল্পটা থাকনা"অপ্রকাশিত....!মন তো জানে কে এই গল্পের প্রধান চরিত্র....!😌❤‍🩹
09/08/2025

গল্পটা থাকনা"অপ্রকাশিত....!
মন তো জানে কে এই গল্পের প্রধান চরিত্র....!😌❤‍🩹

ভালোবাসার রং বদলায় কারণে-অকারণে।  ゚
09/08/2025

ভালোবাসার রং বদলায় কারণে-অকারণে।

09/08/2025

খুলনা বড়ো বাজারে পচুর বৃষ্টি হচ্ছে এখন

09/08/2025

হাল ছেড়ে দিলে তো হাল ছেড়েই দিলেন..!!

হেরে গেলে তো হেরে-ই গেলেন! ব্যর্থ হলে তো ব্যর্থ, ব্যর্থতা তো সাহস, স্রোতের সাগরে ভাইসা যাওয়া! এটা তো সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে, বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা একটু কঠিন! যদি কেউ হিকমোেত করে দাড়াইতে চায়! একদিন বিজয় তারই পথে চুম্বন করবে! সে জিতে'ই যায় কষ্ট হয় হয়তো একটু সময় লাগে......!!!

08/08/2025

Good night

08/08/2025

সর্ব প্রথম একটা মেয়েকে ভালো লাগার কারণ.. মেয়েদের হাসি"ই ছেলেদের দূর্বলতা🔥💯

06/08/2025

লাগবে না কারো মিথ্যে ভালোবাসা আমি একাই ভালো আছি আলহামদুলিল্

ভুলতে পারলে তো কবেই ভুলে যেতাম, আর তুমি তো ভুলার মানুষ,,,,

ওহে আমার না হওয়া মহারাজা এখনো তোমায় মনে পড়ে,,

না পাওয়া সব কিছু সুন্দর যেমন তুমি,,,,,

ভালোবাসার শেষ পরিনাম ব্লক লিস্ট..

28/07/2025

জীবনটা

কোথায় গিয়ে থামবে সেটা আমি জানি না.!!

তবে

সফল তো আমাকে হতেই হবে ইনশাআল্লাহ.!!

27/07/2025

তানজিম তো পিছনে ফিরে অবাক,,,,

কারন পাত্র টা আর কেও নয় বরং তানভীর।

তানভীর কে দেখে তো জরিয়ে ধরে কেঁদে দেয় তানজিম। আর বলতে থাকে,

তুমি খুব খারাপ তুমি আমাকে মিথ্যা বলেছো কেনো জানো আমি কতো কেদেছি ওনেক কষ্ট পেয়েছি। আর তুমি কি করলে এটা এইসব বলে কাঁদতে থাকে।

পরে তানভীর তানজিম কে শান্ত করে আর বলে জান শোনো এটা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য করেছি জান প্লিজ কান্না থামাও।

আর আমিও তো তোমাকে ভালোবাসি সেই জন্য মা আর বাবা কে নিয়ে চলে এলাম আর তোমার বাবা মাও রাজি হয়ে গেলো আর তোমাকে দেখতে আসলাম। তারপর তানজিম কে জরিয়ে ধরে আর চুমু দিতে থাকে কপালে গালে।

তারপর তারা নিচে যায় আর সবাই বলতে থাকে মাশাআল্লাহ কতো সুন্দর মানিয়েছে।

তারপর বিয়ের ডেট ঠিক করা হয়েছে ৩ দিন পর
কারন

তানভীর এর বাব আবার বিদেশ চলে যাবে কাজের জন্য আর আসতে দেরি হবে সেই জন্য।

তারপর আর কি তারা চলে যায় আর বিয়ের ব্যাবস্থা শুরু হয়। তানজিমের বান্ধবী সবাই আসে আর সবাই হাসা হাসি করে জগরা করতে করতে ভালোবাসা আর বিয়ে বাবারে বাবা তানজিম।

তানজিমের সঙ্গীত আজকে সাবাই নাচ গান করছে আর তানভীর তো বার বার কল করছে কিন্তু তানজিম ধরবে কি করে তার সাথে ত তার বান্ধবী রা আছে গুরুজন রা আছে তাই পারছে না ধরতে।।

তারপর মেসেজ করে দেয় যে আমি আসছি দেখা করতে বারির পিছনে চলে আসো ওকে।

এই মেসেজ পরে তো তার মাথায় বাজ পরে।

তারপর আর কি সেও চলে যায় কিন্তু ওনেক কষ্টে ওয়াশরুমের নাম দিয়ে আসে। তারপর গিয়ে ডাকতে থাকে তানভীর তানভীর

তানভীর : এইদিকে
তানজিম ঘুরার আগেই তানভীর তাকে জরিয়ে ধরে পিছন থেকে আর তানজিমের ঘারে নাক ঘষতে থাকে।

প্রতিটা স্পর্শ এ যেনো কেপে উঠে তানজিম। তারপর তানজিমকে তানভীর এর দিকে ঘুরায় তাকে জরিয়ে ধরে তানজিম ত লজ্জায় যায় যায় অবস্থা তারপর তানভীর তানজিম কে বলে কিছু লজ্জা তো ফুলসজ্জার জন্য জমিয়ে রাখো।

তানজিম তো আরো লজ্জা পেলো বেচারা। তারপর তানভীর এর ঠোঁট তানজিম এর ঠোঁটের উপর ডুব দিলো আর তানজিমের ঠোঁটের স্বাদ নিতে থাকো অনেকখন পর ছেড়ে দেয় বেচারি আরো লজ্জা পেলো।

তারপর তানভীর কে বলে এখন তো যাও কেউ দেখে ফেলবে।

তারপর তানভীর চলে যায়। তারপর মেহেদী দেওয়া শুরু হয়। অনুষ্ঠান শেষ হবার পরে সবাই ঘুমিয়ে পরে। আবার কালকে ত গায়ে হলুদ।

সকাল......
সবাই হলুদের ব্যাবস্থা করছে।

হলুদের সময় তানভীর কল দিতাছে কিন্তু ধরতে পারতাছে না সবাই আছে।

তানভীর বেচারা আর কি করবে সেও এসে পরে হলুদে কিন্তু মজার বেপার হচ্ছে তানভীর কে যেনো কেও চিনতে না পারে সেই জন্য তানভীর বোখরা পরে চলে আসে নিজের বউকে প্রথম হলুদ লাগাবে বলে

হলুদ অনুষ্ঠান শুরু হলে সবার আগে তানভীর গিয়ে হলুদ লাগালো আর নিকাপ টা হালকা খুলে তানজিমকে চোখ টিপ দিলো

চলবে,,,,?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when MD.Milon Choudhary. Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD.Milon Choudhary. Vlog:

Share