The Smart Shop

The Smart Shop ���

21/06/2025

আমার এক রিলেটিভ থাকেন ইরানে। ২৮/৩০ বছর ধরে উনি ইরানে বসবাস করছেন। ব্যাবসা বানিজ্য ছেলে মেয়ে বউ সংসার সবই ইরানে। গত পরশু উনি বাড়িঘর ছেড়ে পাশের একটা স্থানীয় আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছেন। উনি বলতেন দুনিয়াতে কোন শান্তির জায়গা যদি থাকে, সেটা ইরান। ইরানে না বসবাস করলে কেউ বুঝবে না এই দেশটা কতটা চমৎকার আর সুন্দর।

উনি প্রায়ই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্ত্রী সন্তানদের নিয়ে ঘুরতে যেতেন। উনার কথা অনুযায়ী ইরান, পাকিস্তান, কাতার, আফগানিস্তান, মিশর এসব দেশ হচ্ছে আনফোল্ড বিউটি। ইউরোপীয়রা এসব অঞ্চলে ঝামেলা দেখতে পছন্দ করে কারণ একবার যদি এসব অঞ্চল শান্ত হয়ে যায় পর্যটকদের ঢল নামবে মধ্যপ্রাচ্যে। তখন ইউরোপে মানুষ ঘুরাঘুরি কমিয়ে দিবে। মধ্যপ্রাচ্যের কিছু দেশ বিশেষ করে ইরান, ইরাক, আফগানিস্তানে অনেক জায়গা আছে, যেগুলো দেখলে মনে হবে স্বর্গের মতো। এত সুন্দর।

মধ্যপ্রাচ্যের এই স্বর্গগুলোই আমেরিকা ইউরোপ ধ্বং/শ করে দিতে চায়। পর্যটন ব্যাবসায় ইউরোপ আমেরিকা বছরে কত আয় করে কারো কল্পনাতেও নাই। তারা এই ব্যাবসার প্রতিপক্ষ মনে করে মধ্যপ্রাচ্যে কে। ইরানকে আমেরিকা ধ্বং ' শ করবেই, আজ না হোক কাল।

আমার সেই রেলেটিভ গত কাল শেষ ফেসবুক পোস্ট দিয়ে বলেছে, ইরানে ইন্টারনেট পুরো পুরি শাটডাউন করে দেয়া হচ্ছে। ইরানের অনেক মানুষ যে যেভাবে পারছে সীমান্তবর্তী প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়ার জন্য ছুটছে। আবার কেউ কেউ নিজের বাড়িতেই বন্দুক ছুরি চাপাতি নিয়ে বসে আছে। এরা পাগলাটে, ক্ষ্যাপাটে। যাবে না কোথাও। এরাই ইরানের শক্তি। আয়ত্তে পেলে শত্রুকে একটা ঢিল হলেও তারা দিবে।

কলমে Nadim vai

11/05/2025

Happy Mother's Day Amma🥹🥹

কি খবর তোমাদের, কেমন আছো সবাই?
14/04/2025

কি খবর তোমাদের, কেমন আছো সবাই?

🙂
13/04/2025

🙂

12/04/2025


আমি তো এসব বুঝি নারে বাবা,আমার পোলায় জানে এসব,একটু অপেক্ষা করো বাবা।
11/03/2025

আমি তো এসব বুঝি নারে বাবা,আমার পোলায় জানে এসব,একটু অপেক্ষা করো বাবা।

⚠️ শাহবাগী চেনার উপায়-!!১। গায়ে গন্ধ২। ল্যাংটা থাকার স্বাধীনতা চায়৩। কপালে বিশাল বড় একটা টিপ, নাক ফুটানো ৪। আবারও গায়ে ...
04/03/2025

⚠️ শাহবাগী চেনার উপায়-!!

১। গায়ে গন্ধ
২। ল্যাংটা থাকার স্বাধীনতা চায়
৩। কপালে বিশাল বড় একটা টিপ, নাক ফুটানো
৪। আবারও গায়ে গন্ধ
৫। হাতকাটা ব্লাউজ
৬। চালের বস্তার মত একটা ব্যাগ থাকবে কাঁধে।
৭। বিড়ি খাওয়ার স্বাধীনতা চায়
৮। দেখলেই মনে হবে মাসের পর মাস গোসল করে না।
৯। পরিশেষে আবারও গায়ে গন্ধ।
১০. মুখ ধোয় না, আধোয়া মুখে চোখের নিচে লেপটায়
কাজল দেয়
১১. আবারও গায়ে গন্ধ
১২. সুতির ময়লা শাড়ী পিন্দা ঘুরবে
১৩. চোখে কেতর
১৪. আবারও গায়ে গন্ধ
১৫. দাঁত ওচা বিশ্রী
১৬. আবারওওওওও গায়ে গন্ধ
১৭. ছেলে না মেয়ে চেনা কষ্ট সাথে গায়ে গন্ধ ।
১৮.ঠোটে বিশ্রী বিশ্রী কালারের লিপস্টিক
১৯.বিশ্রি সুরে গান গাবে সাথে গায়ে গন্ধ।
২০.কোন ভালো পরিবারের মানুষ হতে পারে না
২১পরিশেষে আবারো গায়ের গন্ধ।🤧🤧

04/03/2025

গতকাল দেখলাম অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার ছেলের জন্মদিন নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, তার ছেলে নিষাদ হুমায়ূন এর জন্মদিন ছিল ৭ ফেব্রুয়ারি। ছেলের ১৮ বছরের জন্মদিন নিয়ে মা ছেলের উচ্ছ্বাস ছিল কিন্তু জন্মদিনের আগ মুহূর্তে ৬ ফেব্রুয়ারি রাতে তাকে ডিবি পুলিশ তাদের অফিসে ডেকে নিয়ে যান।

পরদিন মানে ৭ ফেব্রুয়ারি বিকালে বাড়ি ফিরে আসেন শাওন। কয়েক ঘণ্টা তাকে সেখানে থাকতে হয়। ছেলের জন্মদিনের শুরুতে তিনি ছেলের সাথে থাকতে পারেন নাই এবং ছেলের জন্য তা মানসিক ভাবে আঘাত ছিল।

তিনি লিখেছেন সত্য কে সত্য বলাতে তাকে এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছে। সত্যিই দুঃখজনক।

দুঃখজনক এই জন্য যে , হঠাৎ এক সন্ধ্যায় শাওন আপনার মনে হলো সত্যি কথা বলা প্রয়োজন ।
আপনি লাগাতার মিথ্যা আর অত্যাচারের পক্ষে সাফাই গাইতে গাইতে সত্যি মিথ্যার ভেদাভেদ ভুলে গিয়ে সত্যি খুঁজে পেলেন হঠাৎ একদিন?

আপনার ছেলের ১৮ বছরের জন্মদিনের কয়েক ঘণ্টা আপনি তার সঙ্গে ছিলেন না অনেক কষ্ট হয়েছে আপনার!

কিন্তু চিন্তা করে দেখবেন কখনো শহীদ ফাইয়াজ ও আপনার ছেলের বয়সী ছিল , যে ১৮ বছর বয়সে পদার্পণই করতে পারল না।

সে তার মায়ের একমাত্র ছেলে ছিল তার মা আর কখনো ছেলের জন্মদিন পালন করতে পারবে না। ছেলের মৃত্যু বার্ষিকী পালন করতে হবে ফাইয়াজের মায়ের। আপনার হাসিনা আপা কিংবা খালা যাই ডাকেন তার পুলিশ ফাইয়াজের মাকে ১৭ বছরের ছেলের লাশ উপহার দিয়েছে এই জুলাই মাসেই।

রিয়া গোপ এর বয়স ছিল ছয় আপনার নিশাদের বয়স তো ১৮ হয়েছে এবং সে বেঁচে আছে , আপনার বুকে আছে। রিয়ার আর কখনো কোনো জন্মদিন হবে না। সে কিন্তু কোনো মিছিলে যায় নাই সে তার বাড়ির ছাদে ছিল যখন আপনার হাসিনা আপা/খালার পুলিশ হেলিকপ্টার থেকে গুলি করে।

শিশু আহাদের বয়স ছিল পাঁচ কিংবা ছয়। সে-ও বাসার বারান্দায় ছিল তার ও কোনো জন্মদিন করবে না তার মা করবে মৃত্যুবার্ষিকী।

একটি পরিবারের সব জন্মদিন আপনার আপার পুলিশের গুলিতে শেষ।

কয়েক ঘণ্টা আপনাকে ছাড়া আপনার ছেলের অনেক কষ্ট হয়েছে জন্মদিনে ! তাহলে একবার চিন্তা করে দেখবেন কি, ব্যারিস্টার আরমানকে আয়নাঘরে যখন আটকে রেখেছিল আপনার মহান নেত্রী শেখ হাসিনা আটটি বছর, তখন ব্যারিস্টার আরমানের মেয়েদের জন্মদিন গুলো কেমন ছিল?

আপনি তো জীবিত অবস্থায় ছিলেন কয়েক ঘণ্টা ডিবি অফিসে, আপনার পরিবারের সঙ্গে সঙ্গে পুরো দেশ জানত আপনি কোথায় আছেন। আপনার ছেলেদের কাছে সেই কয়েক ঘণ্টাই অনেক কষ্টের ছিল মানছি, কিন্তু আরমানের মেয়েরা জানত না তাদের বাবা আটটি বছর জীবিত আছে না মারা গেছে। মারা গেলেও বাবার লাশটা কোথায়, কবরটাই বা কোথায় আছে?

আপনি একাকীত্বের কথা বলছেন, আরমানের স্ত্রী সন্তানরাও একা বছরের পর বছর অনিশ্চয়তা, আতংক , হুমকি ধমকি নিয়ে জীবন পার করেছে। ক‌ই সেই ঘটনা জানার পর আপনি তো একবারও সত্যি কথা বলে একটি স্ট্যাটাস দেন নাই?

সত্যি বলতে চাইলে আপনার কাছে অনেক সত্য দেখানো যাবে কখনো কি এই সত্যি গুলো শুনতে ইচ্ছা হবে আপনার?

জুলাই মাসে আপনার বাচ্চার বয়সী বাচ্চাদের উপর যখন নির্বিচারে গুলি চালাচ্ছিল ফ্যাসিস্ট হাসিনা তখন কি একবারও মনে হয়নি অন্যায় হচ্ছে? তখন একবারও সত্যি কথা বলতে ইচ্ছা হলো না আপনার!
একটি বার বলতেন যা হচ্ছে খুব অন্যায় হচ্ছে! গুলি না চালিয়েও সমাধানের পথ বের করা হোক!

আপনার বুকের ভেতর কি শুধু ইট পাথরের মুর্তি ভাঙচুর হলেই রক্তক্ষরণ হয় ? কোনো মায়ের সন্তান কে হত্যা করা হলে কোনো অনুভূতি হয় না?

বাচ্চাগুলো তো আওয়ামী লীগ বুঝত না, বিএনপি, জামাত শিবির বুঝত না তবুও আপনার মনে হয়নি ওদেরকে গুলি করা চরম অন্যায় হচ্ছে?

একজন বাবা মায়ের কাছে সন্তানের মৃত্যু যে কতটা কষ্টের জিজ্ঞেস করে দেখবেন কখনো কোনো সন্তান হারা বাবা-মা কে। পৃথিবীর গভীরতম শোক কাকে বলে!

যে ব্যক্তির স্ত্রী হিসেবে নিজেকে গর্বিত ভাবেন, সেই হুমায়ূন আহমেদের প্রতি দায়বদ্ধতা থেকে অন্তত জুলাই আগস্ট মাসে আপনার স্ট্যাটাস হতে পারত, এই বাচ্চা বাচ্চা ছাত্রদের প্রতি অন্যায় করা হচ্ছে।

হুমায়ূন আহমেদ ছিলেন একমাত্র সুশীল ব্যক্তি যিনি শাসকের ভুল গুলো চোখে চোখ রেখে বলতেন ভুল হচ্ছে। তিনি কখনো সত্য বলতে দ্বিধা করেন নাই। তাঁর সত্য কখনো দলীয় পক্ষ বিপক্ষ বিবেচনা করে হত না।
হুমায়ূন আহমেদের প্রতি যদি সন্মান রাখতে পারেন তাহলে সব সত্য নিয়ে কথা বলবেন। পক্ষপাতদুষ্ট সত্য নিয়ে কথা বলতে হলে কখনো হুমায়ূন আহমেদকে টানবেন না।

তখন আপনি শুধু মেহের আফরোজ শাওন। একজন ফ্যাসিবাদী সরকারের দোসর।

লেখক: MD Iqbal Ansary

19/01/2025
10/10/2024

কুকুলুকুউউউউউউউউউউ.....

শাড়ি দেখেই চোখ জুড়িয়ে যায়☺️অপূর্ব সুন্দর এই শাড়িটি, মাশা-আল্লাহ! নিতে চাইলে ইনবক্স করুন।
05/09/2024

শাড়ি দেখেই চোখ জুড়িয়ে যায়☺️

অপূর্ব সুন্দর এই শাড়িটি, মাশা-আল্লাহ!

নিতে চাইলে ইনবক্স করুন।

08/08/2024

Again Cooked.

Address

Dhaka

Telephone

+8801907360065

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Smart Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share