Let's Make SALE Quickly

Let's Make SALE Quickly "Let's Make SALE Quickly" is a social media agency. Our agency focuses on generating sales quickly.

স্পেশাল ক্যাটাগরির অ্যাড, প্রোমোশন বা বুস্ট করি না। রিয়েল ডলারের কাজ তাই অপ্রয়োজনীয় প্রশ্ন অবান্তর, রেট ১৪০/- পার ডলার। ...
23/09/2023

স্পেশাল ক্যাটাগরির অ্যাড, প্রোমোশন বা বুস্ট করি না। রিয়েল ডলারের কাজ তাই অপ্রয়োজনীয় প্রশ্ন অবান্তর, রেট ১৪০/- পার ডলার। ইনবক্সে দামাদামি করবেন না, এটা গজ কাপড়ের পেজ না। আমরা কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটে বিশ্বাসী।

07/02/2023

একটি সচেতনতামূলক পোস্ট, জনস্বার্থে শেয়ার করুন। আপনার একটি শেয়ারে হয়তো অন্তত একজন মানুষও প্রতারণার হাত থেকে বেঁচে যেতে পারেন।

+8801823606127
+8801875285097
+8801996065119
এদের কাস্টোমাইজ নাম্বার 👉 +16247

এই তিনটা (আরো থাকতে পারে) নাম্বারে কল আসলে কেও রিসিভ করবেন না অথবা রিসিভ করলেও এদের হুমকি ধামকিতে নার্ভাস না হয় মাথা ঠান্ডা রাখুন ।

এরা বিকাশে টাকা গিয়েছে কি না বলে প্রথম আপনার কাছে জানতে চাইবে এবং কথার মার প্যাচে ফেলে আপ্নাকে অনেকটা হিপ্নোটাইজের মতো করে ফেলবে। আমার কাছের একজন এই প্রতারনার শিকার হয়েছে এবং ঠিক তার একদিন পরেই আমাকেও একই নাম্বার থেকে কল দিয়ে সাত হাজার টাকা এসেছে কি না জিজ্ঞেস করেছে৷
এরা আপনাকে বিকাশ ব্লক হবে, পিন কোড দিন, আপনার নামে মামলা হবে, টাকা গেছে আপনার নাম্বারে থানায় অভিযোগ করবে সহ নানান ভাবে ভয়ভীতি দেখাবে। নার্ভাস হবেন না, বিকাশ থেকে কারো পিন কোড জানতে চাওয়া হয় না। এমন কল এলে তাকে উলটো ঝাড়ি দিন এবং সে যা করতে পারে করুক বলে ফোন কেটে দিন। বিরক্ত করলে ৯৯৯ এ কল দিন। যদি আপনার একাউন্টে টাকা না আসে তাহলে ভয় কিসের।
আর একটা কথা, এরা অতি চালাক তাই আপনাকে হয়তো মোবাইলে ম্যাসেজের মাধ্যমে টাকা আসছে এরকম এস এম এয়া দিবে, তখন বিকাশ ব্যালেন্স চেক করুন এবং তাদেরকে এরিয়ে চলুন।
আপনি সতর্ক হোন এবং আরো সবাইকে সতর্ক করুন।
ধন্যবাদ।

ফেসবুক পেজ রিচ  বা ইম্প্রেশন বৃদ্ধি পেলে পেজের হেলথ ভালো থাকে। কিন্তু আপনি ব্যাবসা সামলাবেন না কি রিচ বাড়াবেন এটা নিয়ে অ...
18/01/2023

ফেসবুক পেজ রিচ বা ইম্প্রেশন বৃদ্ধি পেলে পেজের হেলথ ভালো থাকে। কিন্তু আপনি ব্যাবসা সামলাবেন না কি রিচ বাড়াবেন এটা নিয়ে অনেক সময় দোটানায় পরে যান? তাই আমাদের LMSQ টিম এই কাজটি খুব সহজে করে দিবে মাত্র তিন দিনেই।
আমরা দুই ধরনের মেথডে কাজ করি
1. পেইড মেথড
2. ফ্রি মেথড।

পেইড মেথড আমরা জানি, তা হলো বুস্ট, এড ক্যাম্পেইন, প্রোমোশন করে পেজে ভিউ নিয়ে আসা। যেখানে কিছু ডলার খরচ হবে, যা সর্বনিম্ন 5 ডলার বা তার আসেপাশে।

এবং ফ্রি মেথডে কাজ করা একটু কঠিন, এখানে কোন ডলার খরচ হবে না। আমরা শুধুমাত্র আমাদের স্কিল ব্যাবহার করে পেজ ম্যানেজ করবো এবং আপনার রিচ বাড়িয়ে দিবো। সর্বনিম্ন তিন দিন এবং খরচও খুব কমের মধ্যে।
তাই আর দেরি না করে এখনি যোগাযোগ করুন আপনার সাধ্য ও চাহিদার সাথে আমাদের মজুরির সামঞ্জস্য করে বেস্ট একটি স্বল্পমেয়াদী সেবা নিতে।

মেটা ২০২৩ প্রতিনিয়ত ফেসবুকের এলগরিদম পরিবর্তনের ফলে ২০২৩ সালের মেটা হয়ে উঠেছে আরো স্মার্ট এবং নিরাপদ একটি সোশ্যাল মিডিয়া...
17/01/2023

মেটা ২০২৩
প্রতিনিয়ত ফেসবুকের এলগরিদম পরিবর্তনের ফলে ২০২৩ সালের মেটা হয়ে উঠেছে আরো স্মার্ট এবং নিরাপদ একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে খুব সফল ভাবে ব্যাবসা পরিচালনা ও ব্যাবসার প্রসার করা সম্ভব।

তবে মেটা যতই নিরাপদ ও স্মার্ট হয়েছে তার চেয়ে বেশি জটিল হয়েছে। এখন ইচ্ছা করলেই যেকোনো শব্দ, যেকোনো ছবি প্রচার করা যায় না। আর এসকল বিষয় মাথায় রেখে পেজ চালানো এবং সে সাথে ব্যাবসায়ীক কৌশল প্রয়োগ প্রায় অসম্ভব না হলেও বেয়াহ কষ্ট সাধ্য।

তাই আমরা সুদক্ষ মার্কেটিং টিম দিয়ে আপনাদেরকে দুই ধরনের সেবা দিতে সক্ষম। আপনি চাইলে মার্কেটিং সেবা নিতে পারেন অথবা পেজ পরিচালনা সেবা।
বিস্তারিত জানতে পেজে যোগাযোগ করুন।
ধন্যবাদ।

বুস্টের পর বুস্ট করেই যাচ্ছেন কিন্তু সেল তো দূরের কথা রিচও পাচ্ছেন না? এসব কিছুর কারণে আপনার সাথে এড ক্রিয়েটরের ঝামেলা স...
03/09/2022

বুস্টের পর বুস্ট করেই যাচ্ছেন কিন্তু সেল তো দূরের কথা রিচও পাচ্ছেন না?

এসব কিছুর কারণে আপনার সাথে এড ক্রিয়েটরের ঝামেলা সৃষ্টি হচ্ছে কারণ ওই বেচারার আসলেই কিছু করার নেই।

যদি ব্যাবসার মূলেই সমস্যা থাকে তাহলে বুস্ট করে টার্গেটেড কাস্টোমারের কাছে এড পৌঁছে কোনই লাভ নেই। আপনাকে যা করতে হবে, তা হলো কম্পিটিটর রিসার্চ, পন্যের সঠিক মূল্য নির্ধারণ, চাহিদা সম্পন্ন পন্য নিয়ে কাজ করা সহ আরো গুরুত্বপূর্ণ কাজ। বিস্তারিত জানতে চাইলে পেজ ইনবক্সে অথবা আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

আগে দর্শন ধারী পরে গুন বিচারি!আসলে সত্যি এটাই, আপনি যতই পেজে এড দেন বা বুস্ট করেন দিন শেষে কাস্টোমার আপনার পেজের ইন্টারফ...
13/08/2022

আগে দর্শন ধারী
পরে গুন বিচারি!
আসলে সত্যি এটাই, আপনি যতই পেজে এড দেন বা বুস্ট করেন দিন শেষে কাস্টোমার আপনার পেজের ইন্টারফেস দেখেই প্রোডাক্টের গুনগত মান বিচার করবে। আপ্নিই ভাবুন বর্তমানে সুপার শপে কিছু কিনতে গেলে যে পণ্য কিনে আনছেন, আপনার বাসার পাশের মুদি দোকান থেকে কি সেই দামে কিনবেন? অবশ্যই না! তাহলে একই জিনিস আমরা দুই স্থান থেকে দুই দামে কেনো কিনি? কারণ, এক্টাই ইন্টোরিয়ার বা পশ ফিলিংস।
দোকানের পশ ফিলিংস দিতে কাজ করবে ইন্টোরিয়ার ডিজাইনার, আর আপনার পেজের পশ ভাব আনতে কাজ করবো আমরা গ্রাফিকস ডিজাইনার!
লাইফটাইম সার্ভিস
আনলিমিটেড রিভাইস
রুচিসম্মত কন্টেন্ট এবং
একটি স্যাটিসফাইং গ্রফিক্স সাপোর্ট পেতে এখনি নক করুন আমাদেরকে।
আপনার পেজের লোগো, পেজ কভার, পোস্ট ডিজাইন, প্রোডাক্ট লিস্টিং ডিজাইন, ব্যানার, থাম্বনেইল,ফেসবুক, ই
ইউটিউব, ইন্সটাগ্রাম, ওয়েবসাইট সহ বিভিন্ন ইমেজ ডিজাইন সার্ভিস দিচ্ছি।
আমাদের কাছে পোস্ট ডিজাইন ১৫০ টাকা থেকে শুরু।

আপনার পেজের ফলোয়ার কি সবাই আপনার কাস্টোমার? আপনি জানেন কি এমন অনেক পেজ আছে যারা অনেকসময় এড না দিয়েই কাস্টোমার পেয়ে যায় অ...
12/08/2022

আপনার পেজের ফলোয়ার কি সবাই আপনার কাস্টোমার?
আপনি জানেন কি এমন অনেক পেজ আছে যারা অনেকসময় এড না দিয়েই কাস্টোমার পেয়ে যায় অথবা কাস্টোমার ঘুরে ঘুরে তাদের কাছ থেকে কেনাকাটা করে? ভাবছেন কিভাবে সম্ভব?
প্রথমত তাদের পেজগুলোতে অনেক রিচ এবং এক্টিভিটি। এবং তারা কাস্টোমার কে ঘুরে ঘুরেই তাদের এড দেখায় ফলে এক সময় কোল্ড কাস্টোমার তার ইচ্ছার অগ্রগতি ঘটিয়ে কিছু কেনাকাটা করে ফেলে।
আর এই সিক্রেট জানতে চাইলে আমাদেরকে এখনি ইনবক্স করুন।

একটি মজার ব্যাপার কি জানেন? ম্যাসেজিং যদি সঠিক টার্গেটিং করা না হতো তাহলে ক্লায়েন্ট এতক্ষণে এড টা অফ করে দিতে বলতেন। যেহ...
07/08/2022

একটি মজার ব্যাপার কি জানেন?
ম্যাসেজিং যদি সঠিক টার্গেটিং করা না হতো তাহলে ক্লায়েন্ট এতক্ষণে এড টা অফ করে দিতে বলতেন। যেহেতু চলছে তার মানে তিনি ভালো রেসপন্স পাচ্ছেন!
কস্ট পার ম্যাসেজিং ও বাজেট দেখুন।👇

07/08/2022

অনলাইন ব্যবসার ক্ষেত্রে ফেসবুক পেইজ এর গুরুত্ব -
♣ সম্ভাব্য গ্রাহকদের কাছে আপনার প্রোডাক্ট বা সেবা সহজেই পৌঁছাতে পারবেন।
♣ ব্র্যান্ড ইমেজ তৈরীর সুবিধা।
♣ বিজনেস এর পাবলিসিটি বৃদ্ধি।
♣ প্রোডাক্টসের বিজ্ঞাপন সুবিধা।
♣ কাস্টমারদের সাথে যোগাযোগ বৃদ্ধি করা।
♣ ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানো ।
♣ সেল জেনারেট করার সুবিধা।
আপনি যদি আপনার বিজনেসটা কে বড় করতে চান তাহলে আপনার একটা ফেসবুক পেইজ থাকা আবশ্যক। এখনো বসে থাকবেন নাকি অনলাইনে কিছু একটা করবেন ?

06/08/2022

আপনি কি জানেন মোবাইল দিয়ে টাকা কামানো যায়?
আপনি বৃহৎ একটি ব্যাবসাও চালাতে পারবেন তবে আপনাকে অবশ্যই সৎ থাকতে হবে।

06/08/2022

দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধিতে হতাশ না হয়ে আসুন দেশের প্রোডাক্টিভিটি বাড়াই
নিজেদের হাল নিজেরাই ধরি!

আপনার ব্যাবসায়ে এডস বা বুস্ট করেও যদি সেল না আসে তার মানে পেজটির এডস সঠিক অডিয়েন্সের কাছে পৌছাচ্ছে না। সঠিক অডিয়েন্স মান...
05/08/2022

আপনার ব্যাবসায়ে এডস বা বুস্ট করেও যদি সেল না আসে তার মানে পেজটির এডস সঠিক অডিয়েন্সের কাছে পৌছাচ্ছে না। সঠিক অডিয়েন্স মানে হলো যারা আঅনার টার্গেটেড কাস্টোমার। তাছাড়া রমরমে এড দেখে অস্থির না হয়ে একটু ভাবুন ২০০/৩০০ ম্যাসেজ আসা বড়ো কথা নাকি ২/৩ জন কাস্টোমার আসা?
ভেবে যদি মনে করেন আপনি ম্যাসেজ না কাস্টোমার চান তবেই আমাদেকে নক করুন৷ আমরাও চাই ক্লায়েন্টের জমপেশ ব্যাবসা হোক!

আমাদের নতুন ও পুরাতন সকল গ্রাহককে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা! ঈদ মোবারক!
10/07/2022

আমাদের নতুন ও পুরাতন সকল গ্রাহককে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা!
ঈদ মোবারক!

আসসালামু আলাইকুম, আমরা একটি ম্যাসেঞ্জার গ্রুপ করতে যাচ্ছি, যেখানে আমরা ফ্রি তে আপ্নাদের পেজকে অর্গ্যানিক রিচ করায় দিবো। ...
05/07/2022

আসসালামু আলাইকুম,
আমরা একটি ম্যাসেঞ্জার গ্রুপ করতে যাচ্ছি, যেখানে আমরা ফ্রি তে আপ্নাদের পেজকে অর্গ্যানিক রিচ করায় দিবো। এড হতে চাইলে কমেন্টে এগ্রি লিখে দেন এবং কাউকে চাইলে ইনভাইটও করতে পারেন। এই ম্যাসেঞ্জার গ্রুপে আমরা প্রথম শুধুমাত্র ৩০ জন মেম্বার নিবো যাদের পেজ প্রতিদিন রিয়েল কিছু লাইক বাড়বে।এতে আপ্নিও উপকৃত হবেন অন্যরাও হবে।
So what are you waiting for, Let's your page !

Welcome to our sales service online
05/07/2022

Welcome to our sales service online

05/07/2022
24/06/2022

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Let's Make SALE Quickly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share