J-Rex

J-Rex

মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মাহিরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দু'র্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।কিন...
22/07/2025

মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মাহিরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দু'র্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।

কিন্তু আ'গুনের মধ্যে থেকে টেনে টেনে বাচ্চাদের বের করেন। অন্তত ২০ টা বাচ্চাকে সে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হন।

তাকে যখন উ'দ্ধার করা হয় তখন প্রায় মৃ'ত্যু। হাসপাতালে নেয়ার পর আজ সন্ধ্যায় ই'ন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।

দুই সন্তান হারিয়ে বা না খুঁজে পেয়ে – এক অসহায় বাবা আজ দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে।এখন তাঁর আর কিছুই করার নেই… শুধু কান্ন...
21/07/2025

দুই সন্তান হারিয়ে বা না খুঁজে পেয়ে – এক অসহায় বাবা আজ দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে।
এখন তাঁর আর কিছুই করার নেই… শুধু কান্নাভেজা চোখে প্রভুর দিকে তাকিয়ে থাকা ছাড়া।
হে আল্লাহ, তুমি ফিরে দাও তাঁর সান্ত্বনা, তুমি জানো সবকিছু.!'🤲😢

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে। একটা জেট যখন ক্র...
21/07/2025

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে।

একটা জেট যখন ক্র্যাশ করে, তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন?

প্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস...

কল্পনা করা যায়, এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে?

এরকম নির্মমভাবে পুড়ে যাওয়া বাচ্চাগুলো আমাদের ক্ষমা করবে না যদি এমন ঘটনা আবার ঘটার পথ বন্ধ না করেন।

দুর্ঘটনার সম্ভাব্য বিমান গুলো আলাদা করে, সেগুলো এলিমিনেট করুন।

আজই... এখনই...

উনি চেষ্টা করেছিলেন। সত্যি করেই করেছিলেন। জানতেন নিচে একটা স্কুল আছে, জানতেন চারপাশে শিশুরা রয়েছে। তাই তিনি ইজেক্ট করেনি...
21/07/2025

উনি চেষ্টা করেছিলেন। সত্যি করেই করেছিলেন। জানতেন নিচে একটা স্কুল আছে, জানতেন চারপাশে শিশুরা রয়েছে। তাই তিনি ইজেক্ট করেনি। শেষ মুহূর্ত পর্যন্ত উনি চেষ্টা করে গেছেন—জেটটি সরিয়ে নিতে, অন্য কোথাও নিয়ে যেতে। উনি নিজের সবটা দিয়ে চেষ্টা করেছেন। আর শেষ পর্যন্ত, উনি জেটের সঙ্গেই ধ্বংস হয়ে গেছেন।

কারও ওপর দোষ দিতে হলে, দাও তাদের ওপর—
যারা এই সিদ্ধান্ত নিয়েছিল যে, শহরের সবচেয়ে ব্যস্ত এলাকাগুলোর ওপর দিয়ে যুদ্ধবিমান ওড়ানো একটা বুদ্ধিমানের কাজ।

উনি বিদায় নিয়েছে একজন নায়ক হয়ে।
আপনাকে স্যালুট, ভাই। 🤍

"ছুটি"
21/07/2025

"ছুটি"

একদিন ছুটি হবে, অনেক দূরে যাব... 💔
21/07/2025

একদিন ছুটি হবে, অনেক দূরে যাব... 💔

10/07/2025

আল্লাহ তায়ালা মহান

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when J-Rex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share