Dr. Tasme Rahman Khan

Dr. Tasme Rahman Khan MBBS (RU)
Transfusion Medicine (DMC)
CCD (BIRDEM)
Transfusion Medicine Specialist
Labaid Cancer Hospital & Super Speciality center

22/07/2025

ডাক্তারদের ইন্টার্নশিপ চলাকালীন বার্ণ ইউনিটে কিছুদিনের জন্য প্লেসমেন্ট থাকে। সেখানে আ*গুনে পোড়া, বৈদ্যুতিক শ*ক এধরণের রোগীদের প্রাথমিক চিকিৎসা শেখানো হয়।

পোড়া রোগীদের কি যে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয় তা আমরা কাছ থেকে দেখেছি।

সুপারফিশিয়াল বার্ণের চেয়ে ডিপ বার্ণে রোগীদের যন্ত্রণা কম হয়, কারণ নার্ভ পুরে যাওয়ার কারণে তারা তীব্র ব্যথা বুঝতেই পারেনা! দেখে মনে হয় একদম স্বাভাবিক, কিন্তু ভেতরে তীব্র ক্ষত!

আমাদের দেশে যথেষ্ট দক্ষ চিকিৎসকগণ রয়েছেন। কিন্তু সব জায়গায় সকল রকম চিকিৎসা সুবিধা না থাকার কারণে জনগণকে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়।
এ ব্যাপারে সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ জরুরি যাতে জনগণ নির্বিঘ্নে চিকিৎসা সুযোগ দ্রুত গ্রহণ করতে পারে।

21/07/2025

আ*গুনে পোড়া রোগীদের প্রয়োজন হয় প্লাজমা অর্থাৎ রক্তের সাদা অংশ।
ব্লাড ডোনাররা তৈরি থাকুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্লাজমা দান করুন।

গর্ভবতী বা পূর্বে সন্তান জন্ম দিয়েছেন এমন মহিলারা প্লাজমা দান করা থেকে বিরত থাকুন। এই বিষয়ে পরবর্তীতে বিষদ আলোচনা করা হবে।

আপাতত প্রয়োজন না হলে হাসপাতাল যাওয়া থেকে বিরত থাকুন। এতে রোগীদের ইনফেকশন অনেক গুণ বেড়ে যায় যা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।

25/06/2025

অনেকেই মনে করেন ডোনার এবং পেশেন্টের রক্তের গ্রুপ এক থাকলেই সেই ব্লাড ম্যাচিং হবেই! আসলে বিষয়টি এমন নয়। অনেক কারণেই রক্তের গ্রুপ এক থাকা সত্বেও রক্তদাতা এবং গ্রহীতার রক্ত ম্যাচিং নাও হতে পারে। এমনটি বেশি ঘটে সে সব রোগীর শরীরে যাদের বার বার রক্ত নিতে হয়। এদের শরীরে বার বার রক্ত ট্রান্সফিউশনের ফলে অনেক অপ্রত্যাশিত এন্টিবডি তৈরি হয় যা পরবর্তীতে তে ক্রস ম্যাচিং এ সমস্যা তৈরি করে। এসকল রোগীদের অবশ্যই ICT (বিশেষ তাপমাত্রা এবং ক্রস ম্যাচিং প্রক্রিয়া) ক্রস ম্যাচিং করে রক্ত গ্রহণ করার পরামর্শ দেয়া হয়। এছাড়া নানা রকম ওষুধ পত্র গ্রহণের ফলেও ম্যাচিংয়ে সমস্যা তৈরি হতে পারে। সে বিষয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করা হবে।

আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস।রক্তের বিনিময়ে নতুন প্রাণের সঞ্চার করি
14/06/2025

আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস।
রক্তের বিনিময়ে নতুন প্রাণের সঞ্চার করি

09/05/2025

জ্বরের কারণ যেমন শুধুমাত্র প্যারাসিটামলের অভাব নয়, তেমনি রক্তশূন্যতার একমাত্র সমাধান রক্ত গ্রহণ নয়। রক্তগ্রহণের পূর্বে অবশ্যই রক্তশূন্যতার কারণ অনুসন্ধান করা জরুরি এবং সে অনুযায়ী রেজিষ্ট্রারড ডাক্তারের পরামর্শ মোতাবেক ব্যবস্থাপত্র গ্রহণ করুন।

থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। নারী/ পুরুষ যে কেউ এ রোগে আক্রান্ত হতে পারে। এটা কোন ক্যান্সার/ টিউমার নয়। এর কোন ভ্যাক্সিন...
08/05/2025

থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। নারী/ পুরুষ যে কেউ এ রোগে আক্রান্ত হতে পারে। এটা কোন ক্যান্সার/ টিউমার নয়। এর কোন ভ্যাক্সিনও আবিষ্কার হয়নি। প্রয়োজনীয় সচেতনতাই পারে থ্যালাসেমিয়া রোগ নির্মূল করতে।
মা ও বাবা যদি উভয়েই থ্যালাসেমিয়া রোগের বাহক হয়ে থাকেন তাহলে পরবর্তী প্রজন্ম থ্যালাসেমিয়ায় আক্রান্ত হতে পারে। তাই বিয়ের আগেই পুরুষ/ নারী উভয়েরই থ্যালাসেমিয়া স্ক্রিনিং জরুরি৷
আসুন নিজে সচেতন হই, অপরকে সচেতন করি।

07/05/2025
Respect to all the workers
01/05/2025

Respect to all the workers

বাংলা নববর্ষের শুভেচ্ছা ১৪৩২
14/04/2025

বাংলা নববর্ষের শুভেচ্ছা
১৪৩২

13/04/2025

অনেক সময় রোগীরা যে হাসপাতালে রক্ত নিতে ভর্তি হয়, সেখানে রক্তের পর্যাপ্ত যোগান না থাকার কারণে বাইরে থেকে রক্ত সংগ্রহ করতে হয়।
কিন্তু রক্তের নির্দিষ্ট তাপমাত্রা আছে (যেটা হোল ব্লাড এবং আরসিসির জন্য ২-৮ ডিগ্রি সে)।
নির্দিষ্ট তাপমাত্রা এবং সময়ের মধ্যে রক্ত গ্রহণ করা না হলে পরবর্তীতে সে রক্তের মধ্যে জীবাণু বংশ বিস্তার করতে থাকে যা রোগীর জন্য ক্ষতিকারক।
রেফ্রিজারেটর থেকে বের করার ৩০ মিনিটের মাঝে রক্ত গ্রহণ শুরু করা উচিত এবং সে রক্ত পুনরায় রেফ্রিজারেটরে সংরক্ষণ করার সুযোগ নেই।

“আজ ৭ এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। “Healthy beginnings, hopeful futures” “জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত”।
07/04/2025

“আজ ৭ এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস।
“Healthy beginnings, hopeful futures”
“জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত”।

30/03/2025

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
ঈদ মুবারক

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tasme Rahman Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share