22/07/2025
ডাক্তারদের ইন্টার্নশিপ চলাকালীন বার্ণ ইউনিটে কিছুদিনের জন্য প্লেসমেন্ট থাকে। সেখানে আ*গুনে পোড়া, বৈদ্যুতিক শ*ক এধরণের রোগীদের প্রাথমিক চিকিৎসা শেখানো হয়।
পোড়া রোগীদের কি যে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয় তা আমরা কাছ থেকে দেখেছি।
সুপারফিশিয়াল বার্ণের চেয়ে ডিপ বার্ণে রোগীদের যন্ত্রণা কম হয়, কারণ নার্ভ পুরে যাওয়ার কারণে তারা তীব্র ব্যথা বুঝতেই পারেনা! দেখে মনে হয় একদম স্বাভাবিক, কিন্তু ভেতরে তীব্র ক্ষত!
আমাদের দেশে যথেষ্ট দক্ষ চিকিৎসকগণ রয়েছেন। কিন্তু সব জায়গায় সকল রকম চিকিৎসা সুবিধা না থাকার কারণে জনগণকে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়।
এ ব্যাপারে সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ জরুরি যাতে জনগণ নির্বিঘ্নে চিকিৎসা সুযোগ দ্রুত গ্রহণ করতে পারে।