
24/07/2025
অস্ট্রেলিয়ার বিখ্যাত Monash University নিয়ে বিস্তারিত
Monash University অস্ট্রেলিয়ার একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৯৫৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এর মেইন ক্যাম্পাস অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত। বর্তমানে Monash University-র মোট ৫টি ক্যাম্পাস রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে অনার্স, মাস্টার্স ও পিএইচডিসহ মোট ৩৭০টি প্রোগ্রাম চালু আছে। QS Ranking অনুযায়ী বর্তমানে বিশ্ববিদ্যালয়টি গ্লোবালি ৩৭তম অবস্থানে আছে।
নন-স্টেমের প্রোগ্রামসমূহ-
Accounting
Advanced Finance
Applied Econometrics
Applied Linguistics
Applied Marketing
Arts
Fine Arts- Theory and Curatorial
Banking and Finance
Business
Business Analytics
Business Information Systems
Business and Economics
Clinical Psychology
Commerce
Communications and Media Studies
Counselling
Cultural and Creative Industries
Design
Education
Economics
Educational and Developmental Psychology
Educational Leadership
Global Business
International Relations
International Development Practice
International Sustainable Tourism Management
Journalism
Law
Legal Studies
Management
Public Policy
Regulation and Compliance
Social Work
Teaching
TESOL
আবেদনের যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র-
১। মাস্টার্স প্রোগ্রামের জন্য চার বছরের ব্যাচেলর ডিগ্রি এবং পিএইচডি প্রোগ্রামের জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
২। মিনিমাম সিজিপিএ ৩.০০।
৩। ইংরেজি দক্ষতা প্রমাণে নিচের যেকোন একটি টেস্ট স্কোর-
IELTS- 6.5
TOEFL- 79
PTE- 58
৪। CV/Resume
৫। Two Letters of Recommendation.
৬। Statement of Purpose.
(প্রোগ্রাম অনুযায়ী উল্লিখিত বিষয়গুলো আলাদা আলাদা হতে পারে)
ফান্ডিংয়ের সুযোগ-
অস্ট্রেলিয়াতে যেসব বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি ফান্ডিং দিয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে Monash University। বাংলাদেশীদের জন্য তাই এই ইউনিভার্সিটি খুব ভালো একটা সুযোগ। ফান্ডিংয়ের ক্ষেত্রে Monash University গ্র্যাজুয়েট স্টুডেন্টদের অনেকগুলো ফুল ফান্ডিং দিয়ে থাকে। কিছু ফান্ডিংয়ে ফুল টিউশন কাভার করা যায়। আবার কিছু ফান্ডিং টিউশন ও লিভিং কস্ট দুটোই কাভার করে থাকে। রিসার্চ বেসড প্রোগ্রামগুলোতে বিশেষ করে এই ধরনের ফান্ডিং সুবিধা বেশি পাওয়া যায়। এখানে বেশ কিছু ডিপার্টমেন্টাল স্কলারশিপও দেয়া হয়। এছাড়া এক্সটার্নাল স্কলারশিপের মধ্যে অস্ট্রেলিয়ার বিখ্যাত Australia Awards Scholarship এবং Australian Government Research Training Program এই দুই স্কলারশিপও Monash University-তে চালু আছে।
বিশ্ববিদ্যালয়টি নিয়ে আরও জানতে পারবেন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।অ্যাপ্লিকেশনের যেকোনো সাপোর্টের জন্য আমাদের সাপোর্ট ফর্মটি পূরণ করুন।