Bangladeshi Band Music Fans Community

Bangladeshi Band Music Fans Community We asserted ourselves as a music community and showed legislators that music is positive.
(223)

"বাংলাদেশী ব্যান্ড মিউজিক ফ্যান্স কমিনিউটি" নামে একটা গ্রুপ আমরা শুরু করি ১৭অক্টোবর ২০১৪ সালে। হাটি হাটি পা পা করে, আমরা আজ ৩ লক্ষ ছাড়িয়ে বিশাল একটা পরিবার।

আমাদের অনেক কোয়ালিটি পোস্ট হারিয়ে যায় গ্রুপের ওয়ালে অন্যান্য অনেক পোস্টের ভীড়ে। সে সকল পোস্ট বাঁচিয়ে রাখতেই আমাদের এই উদ্যোগ ❤️

যেকোন ধরনের সমস্যা আমাদের কে জানাতে পারেন পেজ এর ইনবক্সে অথবা আমাদের অফিসিয়াল মেইলে।

নতুন ব্যান্ড এর প্রোমোশন ক

িংবা অন্যান্য যেকোন ধরনের সহায়তা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

BBMFC discord server ⤵️
https://discord.gg/3gxdAHtG5W


12/08/2025

"MUSIC makes
life rich and
meaningful"
Quote of the day

12/08/2025

Your daughter has no clue how cool her mom is 🔥

Via-

11/08/2025

Memory lane ✍

বাংলা রকের তেজি ঘোড়া জেমস কেন বলেছিলেন, 'আমাকে আজ ক্ষমা করে দে। তোদের ক্ষমা আমি বাকি জীবন মনে রাখবো।’১৯৯৩ থেকে ১৯৯৫ সালে...
11/08/2025

বাংলা রকের তেজি ঘোড়া জেমস কেন বলেছিলেন, 'আমাকে আজ ক্ষমা করে দে। তোদের ক্ষমা আমি বাকি জীবন মনে রাখবো।’

১৯৯৩ থেকে ১৯৯৫ সালের মাঝামাঝি কোনো এক দিনের কথা। জেমসের ব্যান্ড ফিংলিসের 'জেল থেকে বলছি' অ্যালবাম ততদিনে বের হয়েছে। ওমর শরীফ নামের একজন সাংবাদিক জেমসের ইন্টারভিউ নিলেন। জেমস সাধারণত সাক্ষাৎকারে খুব বেশি কথাবার্তা বলেন না। আবার এটাও বলা যায়, তাকে দিয়ে বোধহয় কথাবার্তা বলানো যায়না কিংবা তাঁর স্মৃতি ও মনকে উস্কে দেওয়া যায় না।

যাইহোক, সেদিনও তিনি সোজাসাপ্টা উত্তর দিয়েছিলেন। প্রসঙ্গের বাইরে যাননি।

প্রথমেই ওমর শরীফ জেমসকে মনে করিয়ে দিয়েছিলেন কয়েকদিন আগের শেরাটনের ব্লাড এইড কনসার্টের ঘটনা। সেদিন মঞ্চে দাঁড়িয়ে মাতাল অবস্থায় জেমস বলেছিলেন, ‘আমাকে আজ ক্ষমা করে দে। তোদের ক্ষমা আমি বাকি জীবন মনে রাখবো।’
তারপর আর নাকি গান করেননি।

রাখঢাক না রেখে রকস্টার (তখন অবশ্য রকস্টার হননি) জেমসের উত্তর দিয়েছিলেন,
'হ্যাঁ, বলেছি। আমি তখন মাতাল ছিলাম। গানও গেয়েছি এক লাইন। দর্শকরা মিউজিকের তালে তালে বাকি লাইনগুলো গেয়েছে। এটাই তো কনসার্টের নিয়ম। দর্শকদের সঙ্গে কমিউনিকেট করেই তো লাইভ পারফরমেন্স হয়।’

এরপর কথা গড়িয়ে গেল অন্যদিকে। জেমসকে প্রশ্ন করা হলো,‘জেল থেকে বলছি’ অ্যালবামের পর হঠাৎ করেই তো গান বদলে গেল। গানগুলো অন্যরকম হচ্ছে। এর পেছনে কারণ কী?

জেমসে জানিয়েছিলেন, এর কোনো কারণ নেই। একটা সময় পর্যন্ত এক ধাঁচের গান করতেন। তারপর আরেক সময়ে আরেক রকম গান করা শুরু করলেন। তবে দুটো সময়ই তাঁর জন্য এক, কারণ দুটোতেই তিনি, মানে জেমস।

এরপর জেমসের কাছে ব্যাখা চাওয়া হলো, তিনি এখন যে গান করছেন, সেটা কোন ধারার?

জেমসের উত্তর ছিল, এগুলো কোন ধারার গান সেটার কোনো ব্যাখ্যা নেই। কি ধারা তাও জানেন না। যা ভালো লেগেছে সেটাই করছেন।

আগেই বলেছি জেমসের লম্বা সাক্ষাৎকার পাওয়া যায় না। তো, এবারে সাংবাদিক শেষ প্রশ্ন করলেন তাঁর ব্যান্ড ফিলিংস নিয়ে। জিজ্ঞাসা করলেন, ফিলিংসের জনপ্রিয়তা কি কমে গেছে?

এইবারে জেমস যা উত্তর দিলেন সেটা খুব ইন্টারেস্টিং।
‘মনে হচ্ছে না। বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে।’

সাক্ষাতকার এখানেই শেষ হয়েছিল।

‘মনে হচ্ছে না। বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে' নিয়ে কিছু কথা বলি।

এই ধরনের উত্তর জেমস এখনো দেন। এটা আসলে তাঁর স্বভাবের অংশ আর মিডিয়ায় কথা বলার পুরোনো ধরণ। তিনি সাধারণত বিস্তারিত ব্যাখ্যায় যান না। বরং ছোট, স্পষ্ট আর জোরালোভাবে বলেন। যেমন, ‘এর কোনো ব্যাখ্যা নেই’, ‘কি ধারা জানি না’, বা ‘দুটি সময়ই আমি’। এটা শ্রোতাদের তাঁর প্রতি কৌতূহল ধরে রাখে।

এই প্যাটার্নে তিনি প্রশ্নকে নিজের পক্ষে রি-ফ্রেম করেন। যেমন জনপ্রিয়তা কমেছে কি না, এই নেগেটিভ আলোচনার বদলে তিনি পজিটিভ আবহ তৈরি করেন। আমার মনে হয়, এটা জেমসের ব্র্যান্ড-স্টাইল। আর মিডিয়ায় নিজের কথার নিয়ন্ত্রণ রাখার ভালো কৌশল।

লেখা: গৌতম কে শুভ

টিম ভৌতিস্ট ইজ ব্যাক গাইজজ!
11/08/2025

টিম ভৌতিস্ট ইজ ব্যাক গাইজজ!

We miss you, brother!
11/08/2025

We miss you, brother!

এমন আদরে মাখা ইনস্ট্রুমেন্টাল এদেশে খুব বেশি আসে না সেটা আমরা এতদিনে জানি। কিন্তু যেগুলো আসে, সেগুলোর খোঁজ রেখে ব্যান্ডগ...
09/08/2025

এমন আদরে মাখা ইনস্ট্রুমেন্টাল এদেশে খুব বেশি আসে না সেটা আমরা এতদিনে জানি। কিন্তু যেগুলো আসে, সেগুলোর খোঁজ রেখে ব্যান্ডগুলোকে টিকিয়ে রাখা বা আর কতটাই করতে পারছি আমরা?

তেমন কয়েকটি ইনস্ট্রুমেন্টাল আর গান দিয়ে খোঁজ খবরের হাওয়া থেকে হারিয়ে যাওয়া ব্যান্ড Drunk On Tea। কি সুন্দর করে সাজানো চারটে মিনিটের জীবন কিন্তু ছয় বছরে আঠারো কোটির দেশে মন ভরতে পেরেছে সাকুল্যে সাড়ে পাঁচ হাজার মানুষের...

ভালো কথা, তারা কিন্তু নতুন ইন্সট্রুমেন্টাল এনেছে এক মাস আগে। নিচের চ্যানেলেই পাবেন।

শুনতে চাইলে নস্টালজিয়া শুনুন এখানে -

Official Audio of our single "Nostalgia"Listen to the track on other international platforms:https://melabel.lnk.to/DrunkOnTeaSoundCloud: https://soundcloud....

08/08/2025

Can't get enough of this song!! Totally stuck in head.

NINE-Nil Aloy(live)

Happy Birthday Mik-l Gomez Bassist, ShunnoWish you many many happy returns of the day. Best wishes from Team BBMFC ❤️
08/08/2025

Happy Birthday Mik-l Gomez
Bassist, Shunno

Wish you many many happy returns of the day. Best wishes from Team BBMFC ❤️

দেশের অন্যতম সেরা গিটারিস্টদের একজন। অনেক রকম জনরা, অনেক জনপ্রিয় ব্যান্ডে তার সরব উপস্থিতি। লিষ্টে আছে, নেমেসিস, মিনার্ভ...
08/08/2025

দেশের অন্যতম সেরা গিটারিস্টদের একজন। অনেক রকম জনরা, অনেক জনপ্রিয় ব্যান্ডে তার সরব উপস্থিতি। লিষ্টে আছে, নেমেসিস, মিনার্ভা, অ্যাশেজ, ডেফাই এর মতো ব্যান্ড।

শুভ জন্মদিন সুলতান রাফসান খান। ❤️

নতুন প্রতিভার খোঁজে শুরু হয়েছে ‘ম্যাজিক বাউলিয়ানা’র পঞ্চম আসর—যেখানে অডিশন, গ্রুমিং, স্টুডিও রাউন্ড ও গ্র্যান্ড ফিনালে...
08/08/2025

নতুন প্রতিভার খোঁজে শুরু হয়েছে ‘ম্যাজিক বাউলিয়ানা’র পঞ্চম আসর—যেখানে অডিশন, গ্রুমিং, স্টুডিও রাউন্ড ও গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে নির্বাচিত শিল্পীরা পাবেন নিজেকে প্রতিষ্ঠিত করার এক বিশাল সুযোগ।

আপনি যদি লোকসঙ্গীতে আগ্রহী হন, তাহলে এখনই রেজিস্ট্রেশন করুন www.magicbauliana.com/register লিংকে অথবা বিস্তারিত জানতে কল করুন ০১৭০০-০০০০০০।

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi Band Music Fans Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladeshi Band Music Fans Community:

Share