09/08/2025
2023M3W1B9
.
লেখক Scientific Information এর সাথে সাথে প্রাচীন জ্ঞানের উপর বইটি লিখেছেন। যেখানে রহস্যময় জীবনের অভিজ্ঞতা গুলো কাজে ব্যবহার করে, আপনার ভিতরে থাকা সুপার ন্যাচারালকে উপলব্ধি এবং এর সঠিক ব্যবহার করতে পারেন, যা Healthy Bosy, Unlimited Mind এবং Great Success পাওয়ার জন্য সাহায্য করবে।
Chapter-01:
Opening The Door To The Supernatural:
লেখক ড. জো ডিস্পেঞ্জা বলেন - আমাদের Emotion আর কিছু নয়, আমাদের অতীত অনুভূতির শুধুমাত্র একটা Chemical Reaction মাত্র। আর এই কেমিক্যালের কারণেই আমাদের মেমোরি বা অতীতের কথা মনে পড়ে। যখন আমাদের মেমোরিতে সেই কথা গুলো ঘর বাধে, কেবলমাত্র তখনই সেই কথা গুলো মেমোরিতে স্টোর থাকে। কিছু কিছু সৃতিচারণ থাকে যা, কখনও ভোলা যায় না, পুরানো সৃতি ভোলার জন্য সবসময় ব্যাস্ততার মধ্যে নিজেকে হাসিখুশিতে রাখুন এবং ভালোবাসার ইমোশন নিয়ে ভাবুন, সম্পুর্ণ ধ্যান আকর্ষণ প্রেজেন্ট মোমেন্টে বাঁচুন।
Chapter-02:
The Present Moment:
ড. বলেন - যদি আপনি নিজেকে সুপার ন্যাচারাল বানাতে চান, তাহলে সবার আগে প্রেজেন্ট মোমেন্ট কিভাবে চিনতে পারবেন, আগে সেটি কনফার্ম করুন, আর কিভাবে প্রেজেন্ট মোমেন্টে বাঁচতে পারি সেটি আইডেন্টিফাই করুন এবং প্রেজেন্ট মোমেন্টে বাঁচুন। বেসিক্যালি আমরা সবাই এটাই মনে করি যে আমাদের একটি মন আছে, কিন্তু বিজ্ঞানের মতে, মূলত আমাদের অনেক ধরনের মন আছে। প্রত্যেকটি কাজের জন্য আমাদের আলাদা আলাদা মন আছে, যেমন কুকিং মাইন্ড, ড্রাইভিং মাইন্ড, ওয়ার্কিং মাইন্ড ইত্যাদি। আমাদের প্রত্যেক দিনের কাজের রুটিনই একটা সময়ে অভ্যাসে পরিণত হয়ে যায়, যে কাজগুলো আমরা প্রতিদিন করি। Love, Happiness, Joy হচ্ছে High Frequency Energy অন্যদিকে রাগ, ক্ষোভ, ভয় Low Frequency Energy. লেখক বলেন, আমরা যেন প্রতিনিয়ত High Frequency Energy উৎপন্ন করি, যাতে আমরা অতীতের কথা কথা ভুলে থাকতে পারি।
Chapter-03:
Tuning In The New Potentials In The Quantum: মুলত Quantum Field কে invisible হিসেবে মান্ন্য করা যায়, যাকে দেখা যায় না এবং এখানে যা যা তথ্য মজুত থাকে, তা মুলত সময় এবং স্পেস এর অন্তর্ভুক্ত, এটা কোন ফিজিক্যাল এরিয়া নয়, যাকে আমরা দেখতে বা স্পর্শ করতে পারি না। যদি কল্পনা করেন যে, আমাদের শরীরে থাকা ইলেক্ট্রোম্যাগনেটিক এনার্জির সঠিক ব্যবহার করা যায়, তাহলে আপনি যা ইচ্ছে তা-ই করতে পারবেন। বিজ্ঞানের মতে - আমাদের শরীরে আনলিমিটেড সোর্স অফ এনার্জিতে ভরপুর থাকে। যদি আপনি সেই এনার্জিকে ব্যবহার করতে চান, বা জাগাতে চান তাহলে আপনার Consciousness কে জাগাতে হবে, আপনার মাইন্ডকে একসাথ করতে হবে। যখন আপনি Consciousness এবং Mind এক করে দেন, কেবল তখনই কোন একটি কাজে Full Concentration দিতে পারেন।
Chapter-04:
Blessing Of The Energy Centers: লেখক বলেন - আমাদের শরীরে ৭টি এনার্জি সেন্টার আছে এবং প্রত্যেক এনার্জি সেন্টারের নিজস্ব মাইন্ড আছে, যাকে মিনিব্রেইনও বলা যায়, যার বদৌলতে আমরা কোয়ান্টাম ফিল্ড বা কন্সিয়াস মাইন্ডের মধ্যে জুড়ে থাকি। এই এনার্জির সাথে জোড়ার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে মেডিটেশন।
Chapter-05:
Reconditioning The Body To A New Mind: আমাদের শরীর ম্যাগনেটের মতো কাজ করে, যখন আমরা মেডিটেশন করি, তখন আমাদের ব্রেদিং দীর্ঘ শ্বাস নেওয়া কারণে উৎপন্ন হয়। কিছু সময়ের জন্য শ্বাস ধরে রাখুন আর ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন, এভাবেই আমাদের এনার্জি পায়ের গোড়া থেকে মাথার ব্রেইন পযর্ন্ত ছড়িয়ে পড়ে এবং আমাদের ইমোশন কে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের শরীর সেই ইমোশন অনুযায়ী কাজ করে, সেজন্য আমরা নেগেটিভ ইমোশন কে ছেড়ে দিয়ে, পজিটিভ ইমোশনকে কন্ট্রোল করা চাই, যাতে আমাদের শরীরের এনার্জি ভালো ভাবে ব্যবহার করতে পারি।
Chapter-06:
Living Examples Of Truth:
ড্যানিয়েল নামের একজন ব্যাক্তি প্রতিদিন খুব কঠোর পরিশ্রম করতেন, হঠাৎ একদিন তার মাথা প্রচন্ড ব্যাথা অনুভব করলেন, আর কিছুক্ষণ পরে বেহুশ হয়ে মেঝেতে পড়ে গেলেন। এরপর থেকে সেই ব্যাথা প্রায় প্রায় বেড়ে যেতো, মাঝে মাঝেই এমন ব্যাথা অনুভব করতেন যে, কোন কাজই করতে পারতেন না, যার কারণে অফিস বন্ধ করতে হয়েছিল। ডাক্তারের কাছে ডাইগ্নোসিস করার মাধ্যমে জানা যায় যে, ইলেক্ট্রোম্যাগনেটিক সেনসিটিভিটি আছে। যেমন যেকোনো প্রকার ইলেকট্রনিক্স গেজেট মোবাইল, রেডিও বা টিভির আশেপাশে গেলেই তার মাথা ব্যাথা বহুগুণ বেড়ে যায়। এই ধরনের অসুখ খুব কমসংখ্যক মানুষেরই হয়েছে, যা মেডিক্যাল সাইন্সল্যাবে কোন ধরনের ঊষধ এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। ড্যানিয়েল অনেকটা হতাশ হয়ে ড. ডিসপ্নেজার সন্ধান পান, আর তার পরামর্শ অনুযায়ী সেই মেডিটেশন টেকনিক ব্যবহার করতে শুরু করেন, এবং ধীরে ধীরে তার ব্যাথা কম অনুভব করতে লাগলেন আর একটা সময় সে সম্পুর্ন সুস্থ হয়ে গেলেন।
Chapter-07:
Heart Intelligence:
ড. ডিসপ্নেঞ্জা বলেন - আমাদের ইমোশন হার্ট থেকেই উৎপন্ন হয়ে থাকে। হার্টই আমাদেরকে ইমোশনাল, ইস্প্রিটুয়াল এবং ফিজিক্যালি কন্ট্রোল করে থাকে। প্রাচীন কালে উপরোক্ত কথাকেই সত্য হিসেবে মানা হইতো, কিন্তু ১৭ শতাব্দীর পরে সাইন্টিফিক রেভুলোশনারের কারণে, হার্টকে শুধুমাত্র একটি অর্গান বা শরীরের একটি অংশ হিসেবে মানা হতে থাকে আর হার্ট এর কাজ আমাদের ব্রেইনের সাথে জুড়ে দেওয়া হয়েছে। হার্ট আমাদের চতুর্থ এনার্জি সেন্টার, যা আমাদের শরীরের নিচের ৩টি এনার্জি সেন্টার এবং উপরের ৩টি এনার্জি সেন্টারকে জুড়ে দিতে সাপোর্ট দিয়ে থাকে। সেজন্য হতাশা, ভয় বা রাগ কে দূরে সরে, Joy, Love & Gratitude এর ইমোশনকে ভাবাটা জরুরী। লেখক প্রথম দিকে শুধুমাত্র ১০ মিনিটের জন্য মেডিটেশন করার জন্য পরামর্শ দিয়েছেন, যার সম্পুর্ন ধ্যান আপনার হার্ট এবং ব্রিদিং এর দিকে ফোকাস দিতে হবে, সাথে আপনার হাইফ্রিকুয়েন্সি ইমোশন যেমন খুশি, আদর - ভালোবাসা, কৃতজ্ঞতার দিকে ফোকাস দেওয়া চাই।
Chapter-08:
Mind Movies / Kaleidoscope:
লেখক আমাদেরকে মেডিটেশন করার পাশাপাশি দুটি ভিজুয়েলাইজেশন প্রাকটিস করার জন্য পরামর্শ দিয়েছেন, যা আমাদের বিশ্বাস অর্জন করার জন্য সাহায্য করবে এবং অন্যটি হচ্ছে, আমাদের মনের মধ্যে, আমরা আমাদের মন মতো ইনফরমেশন দিতে সাহায্য করবে যাতে আমরা ভালো অনুভব করতে পারি। মাইন্ড মুভি টেকনিক ব্যবহার করে, আপনার মনকে আরও ভালো রাখতে পারেন, যেখানে আপনি আপনার জীবনের মুভি দেখার চেষ্টা করবেন।
Chapter -09:
Walking Meditation:
Walking Meditation হচ্ছে সেই সেই টেকনিক, যাতে আপনি নতুন ভাবে পদক্ষেপ নিতে পারেন বা আপনি যা হতে চান। লেখক আরও বলেন - আমরা কি কি পেতে পারি সেটা আমাদের চাওয়ার উপর নির্ভর করছে। যখন আমরা অন্যের কাছে কিছু আশা করি, তারমানে আমাদের নিজের ভিতর কোন কিছুর ঘাড়তি আছে। মেডিটেশন করার সময় চোখ বন্ধ করে আপনার শ্বাসের দিকে ফোকাস দিন, আর আপনার হার্টের বিট শোনার জন্য অবশ্যই চেষ্টা করুন।
Chapter-10:
Making It Real:
সারা নামের একজন বোর্ট এক্সিডেন্ট করেছিলেন, যার কারণে তার কোমরে ভীষণ রকমের চোট অনুভব করেছিলেন, যা দীর্ঘদিন যাবত স্থায়ি ছিয়, যার লাস্ট ট্রিটমেন্ট ছিল সার্জারী, কিন্তু সারা সার্জারী করতে নারাজ তাই সে ডা. ডিসপেঞ্জার ওয়ার্কশপে এটেন করেন, আর সেই সেশনে মাইন্ড মুভি টেকনিক এমন ভাবে আয়ত্ত করার কথা বলা হয়েছিল, যাতে সে অনুভব করতেছিলেন যে, সে তার বাচ্চাদের সাথে খেলাধুলা করছেন আর, এরিয়্যাল ইয়োগা করছিলেন, যা তাকে আরও হেলদি এবং এক্টিভ বানাতে সাহায্য করেছিল আর এভাবেই সে সম্পুর্ন সুস্থ হয়ে উঠেছিল।
ত্রুটি মার্জনীয় 🙏🙏
সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদান্তে,
আলী জামান🏆🇧🇩