Fariya Islam

Fariya Islam "বিপ্লবীরা বিপ্লবে
স্বপ্ন দেখে ময়দানে"
(1)

18/08/2024

i'm crying man😭
~Aesthetic story

18/08/2024

সালমান এফ রহমান নিয়ে ১৩ বছর আগের সংসদে পার্থের বক্তব্য!

26/07/2024

আচ্ছা ঠিকাছে':)

25/07/2024

গানটা শেষ পর্যন্ত শুনুন, তাহলে বুঝতে পারবেন!

কি করেছে তোমার বাবা,কি করেছে স্বামী?
গল্প সেসব তোমার চেয়ে,কম জানিনা আমি।
তোমার যত কীর্তিকলাপ,সেও তো আছে জানা।
ইচ্ছে করেই মুখ খুলি না,বলতে সেসব মানা!
স্বামী বাবার নাম ভাঙিয়ে,আর কত কাল খাবে?
এবার ওদের ঘুমোতে দাও,আত্মা শান্তি পাবে!
তাদের প্রতি আমার সকল,শ্রদ্ধা রেখে বলি।
খুব বেশিদিন আমার চোখে,যায় না দেয়া ধুলি!
আমার মাথায় কাঠাল ভেঙে,খাওয়ার দিনতো শেষ।
নাম আমার জনগণ,আমিই বাংলাদেশ!

বৃক্ষের নাম দিয়েছি,ফলে পরিচয়।
রাজারা মিছেই কেবল,কথার খৈ ফোটায়।
কেবলই নিজের গীতে,বিভোর হয়ে রয়।
দেবতা ফেরেস্তা সব,ভুল কি তাদের হয়!
অপরের নিন্দা করে,ভাঙলে কেবল গলা।
নির্বাচনের আগে তোমার,সব কি ছলা কলা?
কখনও শান্তি প্রীতি,কখনও বিক্ষোভ।
আসলেতো জানি,সবই সিংহাসনের লোভ!
আমায় দেখে ভাবছো বুঝি,বুদ্ধু বোকা শোকা।
সময়ে টের পাবে ঠিক,আসলে কে রাজা!
আমার মাথায় কাঠাল ভেঙে,খাওয়ার দিনতো শেষ।
নাম আমার জনগণ,আমিই বাংলাদেশ!

তোমার ঐ মনটা বড়,বড্ড বেশী ভুলো।
তোমার ঐ ইশতেহারে,কি কি যেন ছিলো?
যদি দেখি হাতের আঙুল,খুলে তাদের কাজ।
দিনেদিনে ফুলেফেঁপে,হচ্ছে কলাগাছ।
যদিও তোমার চোখের,চশমাটা রঙিন।
চোরেদের দশদিন,আর গেরস্তের একদিন।
আমাকে ডাকলে সেতো,মাথায় তুলে রাখি।
নরম নরম গদির পরে,বসতে তোমায় ডাকি!
ধাপ্পাবাজি টের পেলে,ঠিকই পাল্টে দেব মন।
সোনা দিয়ে মুড়োলেও,লাভ হবেনা তখন।
আমার মাথায় কাঠাল ভেঙে,খাওয়ার দিনতো শেষ।
নাম আমার জনগণ,আমিই বাংলাদেশ!

24/07/2024

আহ গায়িকা
সময়ের নষ্ট স্রোতে হারিয়ে না যাওয়া একজন ❤️

06/07/2024

কোটা না মেধা?

06/07/2024

" কোটা প্রথা নিপাত যাক
মেধাবীরা মুক্তি পাক "

18/04/2024

"ছাইড়া দে মা কাইন্দা বাঁচি,বুয়েটে পড়বো না"

Chamok Hasan - চমক হাসান

16/04/2024

ফরিদপুরে বাস-পিকআপের সংঘ*র্ষে নিহ*ত ১০

বিস্তারিত কমেন্টে...

10/04/2024

ঈদ মোবারক

17/09/2023

নিঃসন্দেহে নারীদের ছলনা খুবই মারাত্নক!

সূরা ইউসুফ (আয়াত-২৮)

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Fariya Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fariya Islam:

Share