21/11/2025
এতটা অভাবী হোও না যে সামনে যা দেওয়া হয় তাই নিতে হয়।
অতিরিক্ত প্রয়োজন মানুষকে সবচেয়ে দুর্বল করে—আর তখনই অন্যরা তাকে সহজে ব্যবহার করে।
এটা শুধু খাবারের কথা নয়,
জীবনের প্রতিটা পছন্দের কথা।
একাকীত্বের ভয় তোমাকে ভুল মানুষের পাশে আটকে রাখে,
এতে তোমার আত্মসম্মান ক্ষয়ে যায়।
অতিরিক্ত সহনশীলতা মানুষকে শেখায়—
তোমাকে অবহেলা করলেও তুমি চুপ করে থাকবে।
মরিয়া মানুষকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ।
তাই নিজেকে এমন জায়গায় দাঁড় করাও—
যেখানে তোমার সিদ্ধান্ত, তোমার বিকল্প, তোমার স্বাধীনতা থাকবে।
শিখো, দক্ষতা বাড়াও, সঞ্চয় গড়ে তোলো, নিজের মূল্য বুঝো।
কারণ যার হাতে বিকল্প থাকে, তাকে কেউ সহজে ঠকাতে পারে না।
ক্ষুধা থাকুক—
কিন্তু মরিয়া হয়ে নয়, আত্মসম্মান নিয়ে বাঁচো।
নিজেকে শক্ত করো, স্বাবলম্বী হও।
dr Somaiya siddika