Noor Teaching Online

Noor Teaching Online Assalamu Alaikum. Arabic & English Classes for All Ages — Learn with Joy! ✨
Contact: 01968753805
(1)

17/10/2025
13/10/2025

📚 Noor Teaching Online 🌙
✨ Learn Arabic & English from Home ✨

আপনার সন্তানকে শুদ্ধভাবে কুরআন ও ইংরেজি শিখাতে চায়?
তাহলে এখনই যুক্ত হও Noor Teaching Online ক্লাসে —
যেখানে অনলাইনে সহজ ও সুন্দরভাবে শেখানো হয়:
🌿 আরবি ভাষা ও কুরআন তিলাওয়াত
📘 ইংরেজি ব্যাকরণ, রিডিং ও স্পোকেন ইংলিশ

🎯 অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকের তত্ত্বাবধানে
💻 অনলাইন ক্লাস — ঘরে বসেই শেখা
🕒 সুবিধামতো সময় নির্ধারণ
📞 যোগাযোগ: 01968753805

👉 আজই ভর্তি হয়ে শুরু করো জ্ঞানের সুন্দর যাত্রা!

13/10/2025

🧒 Kids Learning Tip

“শিশুদের শেখানোর সবচেয়ে সুন্দর উপায় হলো—
প্রশংসা ও ভালোবাসা।” 💕

👉 প্রতিদিন সন্তান কিছু শেখলে
৷৷ “মাশাআল্লাহ” বলুন 🌸

এই এক শব্দই তাদের শেখার আগ্রহ ১০ গুণ বাড়িয়ে দেয়!

🌿 ইস্তেগফারের ফজিলত 📖 হাদীসের অনুবাদ:“যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি কষ্ট থেকে মুক্তির প...
11/10/2025

🌿 ইস্তেগফারের ফজিলত

📖 হাদীসের অনুবাদ:

“যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি কষ্ট থেকে মুক্তির পথ, প্রতিটি দুশ্চিন্তা থেকে পরিত্রাণ এবং অজানা দিক থেকে রিযিক দান করেন।”
📚 (সুনান আবু দাউদ – ১৫১৮)

---

📜 আরবি হাদীস:

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
"مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ، جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا، وَمِنْ كُلِّ هَمٍّ فَرَجًا، وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ"
📚 رواه أبو داود (1518)

---

✍️

ইস্তেগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটি শুধু পাপ মাফের মাধ্যমই নয়, বরং রহমত, রিযিক, শান্তি ও সাফল্যের চাবিকাঠি।

যে ব্যক্তি নিয়মিত "আস্তাগফিরুল্লাহ" পড়ে, আল্লাহ তার জীবন থেকে বিপদ দূর করে দেন, অন্তরে প্রশান্তি দেন, আর রিযিক এমন স্থান থেকে দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না।

ইস্তেগফার কেবল পাপের পর নয়—বরং সুখে-দুঃখে, সর্বাবস্থায় ইস্তেগফার করা উচিত।

---

🔖 আসুন, প্রতিদিন অন্তত ১০০ বার ইস্তেগফার করি – যেন আল্লাহ আমাদের দুনিয়া ও আখেরাত সুন্দর করে দেন।

--

13/09/2025

আপনি জীবনে কত টাকা ইনকাম করতে পারলেন তার উপর সফলতা নির্ভর করে না। আসল সফলতা হচ্ছে বৃদ্ধ বয়সে নিঃসঙ্গ না থাকা। অসুস্ত হলে টাকার অভাবে চিকিৎসা না পেলেও পরিবার কে অন্তত পাশে পাওয়া। যারা তাদের শেষ টুকু দিয়ে হলেও আপনার সেবা-শুশ্রুষা করতে পিছপা হবে না।

12/09/2025

মজার ব্যাপার হলোঃ আল্লাহ জানেন আপনার মন কি চায়। আপনি যা প্রার্থনা করবেন, আল্লাহ্ তা সবচেয়ে সুন্দরতম উপায়ে আপনাকে দিবেন ইনশাআল্লাহ !

12/09/2025

সত্যিটা হচ্ছে যে আপনাকে অপছন্দ করে সে কোনোদিন আপনার সন্তানকে পছন্দ করবেনা বা ভালোবাসবে না যদি বাসে সেটা হবে লোক দেখানো ভালোবাসা

11/09/2025

অহংকারী মানুষের দুইটি বৈশিষ্ট্য
নিজের কোন ভূল দেখতে পায় না।
অন্যের কোন গুন তার চোখে পড়ে না। 🫤🫤

10/09/2025

জিভে হাড় না থাকা সত্ত্বেও, মানুষের মন ভেঙে দেয়ার শক্তি রাখে!

“আলহামদুলিল্লাহ”আল্লাহর রহমত ছাড়া আমি এক পলকও চলতে পারি না,তাঁরই মেহেরবানীতে প্রতিটি নিঃশ্বাস চলছে,এই অসীম নিয়ামতের জন্য...
06/09/2025

“আলহামদুলিল্লাহ”
আল্লাহর রহমত ছাড়া আমি এক পলকও চলতে পারি না,তাঁরই মেহেরবানীতে প্রতিটি নিঃশ্বাস চলছে,এই অসীম নিয়ামতের জন্য লাখো শুকরিয়া। 🤲💫”

Address

Dhaka

Telephone

+8801830907402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noor Teaching Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share