04/08/2024
প্লিজ,
শান্তিপুর্ণভাবে দায়িত্ব ছেড়ে দিন।
এখন যাবার পালা।
দিনে দিনে ঋণ অনেক বেড়েছে।
জনগণ সিদ্ধান্ত নিক তাদের রাষ্ট্র কারা পরিচালনা করবেন।
এতে করে আমরা সবাই বেঁচে যাবো।
যত কালক্ষেপণ হবে,
ততই দেশের জন্যে অকল্যাণকর হবে।
তরুনদের সম্মান করুন।
এরাই বাংলাদেশ।