Xplore with Tuhi

Xplore with Tuhi Photography, Videography, Travel, Shopping, Food, Fun, Nature, Green, Gardening, Fruits, Cooking etc.

17/05/2025

Tea time is always a good time.

মেয়েদের চোখে তাহসান একজন আদর্শ মানুষ। আমার দেখা বাংলাদেশে আর কোনো সেলিব্রেটির এতটা ফিমেল ফ্যানবেজ নাই, যতোটা এই ভদ্রলোকে...
16/08/2023

মেয়েদের চোখে তাহসান একজন আদর্শ মানুষ। আমার দেখা বাংলাদেশে আর কোনো সেলিব্রেটির এতটা ফিমেল ফ্যানবেজ নাই, যতোটা এই ভদ্রলোকের আছে।

তারপরও উনার লাইফে কোনো নারী কেলে'ঙ্কারির ছিটে ফোঁটা নেই। এক তো মিডিয়ার লোক,এতবড় স্টার, ইউনিভার্সিটির প্রফেসর। সব জায়গায় মেয়েদের আনাগোনা। এত সুযোগ থাকার পরও উনার লাইফে প্রেমিকাকে ও বিয়ে পরবর্তী বউকে কোনোদিনও ঠকায় নি।

প্রেম বলুন বা বিয়ে পরবর্তী সম্পর্কে তিনি ছিলেন অনড়। সম্পর্ককে কতটা সম্মান করলে? এত সুযোগ সুবিধা থাকার পরও একটা মানুষ এত ক্লিন ক্যারেক্টারের হতে পারে ভাবুন তো একবার!
প্রতিকূল পরিস্থিতিতে নিজের কাছের মানুষের বিশ্বাস বাজি রাখাটা শিখুন উনার কাছ থেকে।

চাইলেই যেকোনো ধরণের বাজে পরিস্থিতিতে নিজেকে লয়াল রাখা যায়। সেটা ও আমাদের উনার কাছ থেকে শেখা উচিত!

এতটা ভালোবাসার পরও উনার সংসার টেকে নি। বিচ্ছেদে মোড় নেয়।
বিচ্ছেদের পরও উনি উনার ওয়াইফকে কটাক্ষ করে কথা বলেনি। খুঁত ধরা, দোষ খোঁজা নিয়ে পড়ে থাকেনি।

অথচ হলুদ সাংবাদিক এর দল মুখোরুচক শিরোনামের জন্য হাজারো প্রেশার করেও মুখ দিয়ে উনার প্রাক্তন স্ত্রীর নামে কিছুই বলাতে পারেনি। প্রতিটা বার তিনি হয়তো ভেবেছে তার সাথে সংসার করা মানুষটার কথা। কখনোই অসম্মান করেন নি। বরঞ্চ উনিই সবার আগে বলেছে;

"সবচে বড় পরিচয় সে আমার বাচ্চার মা, আমি কোনো ভাবেই তাকে নিয়ে কিছু বলতে পারিনা। সে যেমনই হোক!"

কি দারুণ কথা একবার ভাবুন তো। এমন সুন্দর করে ক'জনই বা বলতে পারে!

এরপর উনার এক্স ওয়াইফের একের অধিক আপ'ত্তি-কর ছবি ইন্টারনেটে ভা'ইরাল হলো। ভি-ন্ন ধ'র্মী একজনের সাথে বিয়ে ও হলো। উনি চাইলেই তখন কত কিছু বলতে পারত, যেহেতু বিচ্ছেদ অলরেডি হয়ে গেছে।

কিন্তু তখন ও তিনি কিছুই বলেনি তার সম্পর্কে। সবার উত্তর তিনি একদিনে দিয়েছেন "একদিন এই বেইলী রোডে কত ভিজেছি রিক্সায়, আজ তুমি নেই and I don't care"

উনার কিন্তু সুযোগ ছিল উনি বিচ্ছেদের সময় যতটা অ-পমানিত হয়েছে দেশের মানুষের সামনে, সেটার প্রতি'শোধ নেওয়া। কিন্তু তা করলো না! এমন ভাব করলো, ডাজন্ট কেয়ার!

একজন তাহসান মানে বিশ্বাস, সম্মান, ও আত্মসম্মানের ফুল প্যাকেজ।

Respect for🙏
Tahsan Khan 💝

ডিয়ার মা,বোন,খালা,মামী,চাচী সবাইকে বলছিএকটু নিজেকে সময় দিন। এক কাপ চা হাতে নিয়ে বাহিরের প্রকৃতি দেখুন। হারিয়ে যানআনমনা হ...
09/08/2023

ডিয়ার মা,বোন,খালা,মামী,চাচী সবাইকে বলছি
একটু নিজেকে সময় দিন।

এক কাপ চা হাতে নিয়ে বাহিরের প্রকৃতি দেখুন। হারিয়ে যান
আনমনা হয়ে।এতোটুকু সময় আপনার কর্ম স্পৃহা আরও বাড়িয়ে দিবে।
আমাদের সমাজে এমন ভাগ্যবতী হয়তো কমই আছে,যে তার নিজের সন্তান কিংবা শাশুড়ীর সন্তান বলবে আজক রেঁধোনা চলো সবাই মিলে
বৃষ্টি বিলাস করি। তোমার রেস্ট!
আজকে রান্নার দায়িত্ব আমাদের। শুধু খিচুড়ি রান্নার প্রসেস টা বলে দিও।
একটু বেশি রান্না করে ফ্রিজে সুন্দর ভাবে বক্স করে রেখে দিন।
যাতে সপ্তাহে অন্তত একটা দিন রান্নার ঝামেলা কম থাকে। এতে করে
প্রতিদিন রান্না করার একঘেয়ামি ভাব কমবে।নিজের ও একটু রিলাক্স লাগবে।

আর অন্তত পনের দিন না হয় মাসে নয়তো বা দেড় মাসে একবার সংসার থেকে ছুটি নিন। প্লিজ নিন।
পরিবারের জন্য রান্না করে,প্রয়োজনীয় সমস্ত কিছু গুছিয়ে রেখে
প্রয়োজনে বিকেলে বেরিয়ে পড়ুন একদিনের জন্য।

হোক মা,বোন, খালা,ফুপু কোন নিকটআত্মিয়র বাড়ি। যেখানে একটা দিন অন্তত তৈরি এক চা পাওয়া যাবে। ডাল, ভাত ডিম ভাজা হোক
তৈরি দু'বেলা খাবার পাওয়া যাবে। যেখানে শুধু ধর্ম কর্ম ছাড়া আর কিছুই করা লাগবে না।

শুধু খাওয়া ঘুম আর বিশ্রাম!!
বিশ্বাস করেন আর এই একদিনের ছুটি আপনাকে দেড়মাসের কর্ম চান্ঞল্য এনে দিবে ইনশাআল্লাহ্।

লেখা - নাজিয়া সাবরীন

Happiness is fresh flowers
05/08/2023

Happiness is fresh flowers

খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন!...
15/04/2023

খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন! একটু থামুন। পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন।"

খলিফা বললেন, "বলো কি জানতে চাও?"

বহলুল (রহঃ) বললেন, "মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই। পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন?"

খলিফা বললেন, "যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, "ঠিক আছে এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন।"

খলিফা পানি পান করলেন। এবার হযরত বহলুল (রহঃ) বললেন, "আমার আর একটি প্রশ্ন আছে।"

খলিফা বললেন, "বলো।"

বহলুল (রহঃ) বললেন, "এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটেই জমা থাকে। প্রসাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন?"

-প্রসাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না। মারা যাবো। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দিবো। আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্বও দিয়ে দিতে চান। তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটু ভাবেন আর এই নেয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন।"

শরীর থেকে পানি বের করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে অঙ্গ তাহলো কিডনি। করাচির এক ডাক্তারকে (কিডনি বিশেষজ্ঞ) একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, "বিজ্ঞান এখন এতো উন্নত, আপনারা একজনের কিডনি অন্যের শরীরে প্রতিস্থাপন করেন তাহলে কৃত্রিম কিডনি তৈরি করতে পারছেন না কেন?"

ডাক্তারের উত্তরটি ছিলো খুবই আশ্চর্যজনক।

তিনি বলেছিলেন, "সায়েন্সের এই উন্নতি সত্ত্বেও কৃত্রিম কিডনি তৈরি করা খুব কঠিন। কারণ আল্লাহ তায়ালা কিডনির ভেতরে যে চালনি যুক্ত করেছেন তা খুব সুক্ষ্ম এবং পাতলা। এখনো পর্যন্ত এমন যন্ত্র আবিষ্কার হয়নি যা এমন সুক্ষ্ম ও পাতলা চালনি তৈরি করতে পারে। আর যদি কোটি কোটি টাকা ব্যয় করে চালনি তৈরি করাও হয় তবুও কিডনির ভেতর এমন একটি জিনিস আছে যা তৈরি করা আমাদের ক্ষমতার বাইরে। জিনিসটি হলো একটি মস্তিষ্ক (sensor)। এই মস্তিষ্ক ফায়সালা করে যে, এই মানুষের শরীরে কতটুকু পানি রাখা চাই আর কতটুকু ফেলে দেওয়া চাই। তার ফায়সালা শতভাগ সঠিক হয়।
ফলে আমরা যদি কোটি কোটি টাকা ব্যয় করে কৃত্রিম কিডনি তৈরি করেও ফেলি, তবুও আমরা এতে মস্তিষ্ক তৈরি করতে পারবো না, যা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের কিডনিতে সৃষ্টি করেছেন।"

পানি পান এবং নিষ্কাশনের প্রক্রিয়াটি খুব করে মনে পড়ে যখন সূরা যারিয়াতের ২১ নং আয়াত পড়ি। সেখানে মহান রব বলেছেন-

"তোমরা কী নিজেদের সত্ত্বা নিয়ে কখনো চিন্তা করে দেখেছো?"
----- ©

Win Argentina 🎉🎊Win Leo Messi  👑💝
18/12/2022

Win Argentina 🎉🎊

Win Leo Messi 👑💝

Address

Dhaka

Telephone

+8801922646454

Website

Alerts

Be the first to know and let us send you an email when Xplore with Tuhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share