Fatima's Cake

Fatima's Cake Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fatima's Cake, Digital creator, Fulbaria.

“সৎ শ্রম ও ন্যায্য বাণিজ্যের মাধ্যমে অর্জিত সম্পদ আশীর্বাদপ্রাপ্ত, অন্যদিকে প্রতারণা ও শোষণের মাধ্যমে অর্জিত সম্পদ ক্ষতি ও দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নিয়ে আসে না।”
মহান আল্লাহ তায়ালা ব্যবসা কে করছেন হালাল🤍
এবং সুদ কে করেছেন হারাম

💙🤍💕💖🖤💚💛ভালোবাসায় পরিপূর্ণ ছিলো আমাদের এবারের ঈদ।আলহামদুলিল্লাহ 💝
10/06/2025

💙🤍💕💖🖤💚💛
ভালোবাসায় পরিপূর্ণ ছিলো আমাদের এবারের ঈদ।
আলহামদুলিল্লাহ 💝

হতে পারে আপনার চেহারা অনেক সুন্দর। চেহারার মধ্যে অধিক মায়া। এক পলক দেখার পরে যে কেউ চাইবে আরেকবার চেহারাটা মন ভরে দেখতে।...
20/12/2024

হতে পারে আপনার চেহারা অনেক সুন্দর। চেহারার মধ্যে অধিক মায়া। এক পলক দেখার পরে যে কেউ চাইবে আরেকবার চেহারাটা মন ভরে দেখতে। কিন্তু আপনার মৃত্যুর পর কেউ কেউ আপনার ওই অপরূপ সুন্দর চেহারাটা আর দেখতে চাইবে না এ কারণে যে, পরক্ষণে হয়তো তারা ভয় পাবে। এখানে চেহারার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন শুধু এতোটুকু, যে আপনার ভেতরে রূহ নামক বস্তুটি আর নেই। মানুষের যতো ক্ষমতা, প্রাচুর্য, রূপ-লাবণ্য সবকিছুই একসময় আত্মসমর্পণ করে তার নিঃশ্বাসের কাছে।


এতোদিনের অভিজ্ঞতায় একটা জিনিস ভালো করেই উপলব্ধি করেছি,তা হলো- কারো সাথে বেশি কথা বলতে নেই! সবার  সাথে ইন্টার‍্যক্ট ও বেশ...
18/12/2024

এতোদিনের অভিজ্ঞতায় একটা জিনিস ভালো করেই উপলব্ধি করেছি,তা হলো- কারো সাথে বেশি কথা বলতে নেই! সবার সাথে ইন্টার‍্যক্ট ও বেশি করতে নেই!
কারন আমরা বাঙালি!
প্রশ্রয় পেলে মাথায় উঠি!

ডিজাইন ক্রেডিট: Niya Jan

মহান আল্লাহর ইচ্ছায় বাঙালী বিজয় লাভ করেছিলো,,লক্ষ লক্ষ শহীদদের বিনিময়ে💚❤️এই বিজয় ধরে রাখতে ২৪ এর সকল আন্দোলনকারী দের অবদ...
16/12/2024

মহান আল্লাহর ইচ্ছায় বাঙালী বিজয় লাভ করেছিলো,,লক্ষ লক্ষ শহীদদের বিনিময়ে💚❤️
এই বিজয় ধরে রাখতে ২৪ এর সকল আন্দোলনকারী দের অবদানের শেষ নেই।
সকল শহীদদের জন্য দোয়া রইলো💚❤️

কারো ক্ষতি করার আগে একশো বার এই হাদিসটার কথা মনে করবেন।"যে ব্যক্তি অন্য কারো ক্ষতিসাধন করে, আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্...
08/12/2024

কারো ক্ষতি করার আগে একশো বার এই হাদিসটার কথা মনে করবেন।

"যে ব্যক্তি অন্য কারো ক্ষতিসাধন করে, আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতিসাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন।"

(তিরমিজি, ১৯৪০)

সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছে তারা যারা মানুষের সুরুত নিয়ে নিন্দা করে। চেহারা দেখতে কেমন , নাকটা এমন কেন, আরেকটু ফরসা হলে স...
05/12/2024

সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছে তারা যারা মানুষের সুরুত নিয়ে নিন্দা করে। চেহারা দেখতে কেমন , নাকটা এমন কেন, আরেকটু ফরসা হলে সুন্দর হতো। কারো চেহারা নিয়ে নিন্দা করার আগে একবার ভাবা উচিত আমি নিজে দেখতে কেমন। ইংরেজিতে একটা কথা আছে, "The beauty you see in anything, is actually just a reflection of the beauty in you."

স্রষ্টার সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না, হতেই পারে না। যত সমস্যা আপনাদের চোখের দেখায়। আপনাদের কুৎসিত হৃদয়,চোখ দিয়ে সুন্দর মানুষকেও কুৎসিত লাগবে এটাই স্বাভাবিক। 💕

আমি কারো উপকার ভুলিনা,কখনোই না। ছোট হোক কিংবা বড় হোক। যত্ন করে মনের মধ্যে রেখে দেই।❤
04/12/2024

আমি কারো উপকার ভুলিনা,কখনোই না। ছোট হোক কিংবা বড় হোক। যত্ন করে মনের মধ্যে রেখে দেই।❤

হৃদয়ের সব কিছু মানুষের মাঝে শব্দে প্রকাশ করা যায় না, এ জন্যই তো সৃষ্টিকর্তা দীর্ঘশ্বাস, অশ্রু, শীতল হাসি, নিরব চোখ আর কম...
28/11/2024

হৃদয়ের সব কিছু মানুষের মাঝে শব্দে প্রকাশ করা যায় না, এ জন্যই তো সৃষ্টিকর্তা দীর্ঘশ্বাস, অশ্রু, শীতল হাসি, নিরব চোখ আর কম্পিত হাত সৃষ্টি করেছেন....!❤️‍🩹🫀

যদি দেখেন যে কোন বিবাহিত দম্পতি বছরের পর বছর ধরে একসাথে আছেন এবং একে অপরকে খুব ভালোবাসেন, তখন হয়তো  ভাবতে পারেন তারা কত...
27/11/2024

যদি দেখেন যে কোন বিবাহিত দম্পতি বছরের পর বছর ধরে একসাথে আছেন এবং একে অপরকে খুব ভালোবাসেন, তখন হয়তো ভাবতে পারেন তারা কতটা সৌভাগ্যবান। কিন্তু বাস্তবতা হচ্ছে ,তারা তাদের সংসার জীবনে অনেক আপোষ করেছে, তারা একে অপরের ভুলকে উপেক্ষা করেছে।
তারা একে অপরের অনেক ভুল ক্ষমা করে দিয়েছে ,এবং তারা হাজারো সমস্যা সহ্য করেছে। এবং একে অপরকে বুঝতে শিখতে বছরের পর ব্যয় করেছে ।❤️‍🔥
ভালোবাসা কখনো ভাগ্যের ব্যাপার ছিল না। এটি ছিলো পারস্পরিক প্রতিদান, আপোষ , ভাগ করা স্বপ্ন, যত্ন, সম্মান, দয়া ভালোবাসা এবং অনেক বেশি ধৈর্য। ❤️‍🩹💫

ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে আর ফিরে না তাকানোটাই হচ্ছে শ্রেষ্ঠ প্রতিশোধ!
24/11/2024

ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে আর ফিরে না তাকানোটাই হচ্ছে শ্রেষ্ঠ প্রতিশোধ!

এই দিনটার অপেক্ষায় বহু মানুষ পড়ালেখা করছে।কেউ কেউ মাঝপথে ইতি টানে,,আবার কেউ শত বাঁধা পেরিয়ে চলে আসে এই দিনটায়। Postgradu...
15/11/2024

এই দিনটার অপেক্ষায় বহু মানুষ পড়ালেখা করছে।
কেউ কেউ মাঝপথে ইতি টানে,,আবার কেউ শত বাঁধা পেরিয়ে চলে আসে এই দিনটায়।
Postgraduate 🤍💖
প্রতিটা শিক্ষার্থী জীবনে এই দিনটা আসুক💝💛

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Fatima's Cake posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share