
27/06/2025
তার সাথে তো রিলেশনও ছিল না, তবুও কেন “Move on” করতে পারছি না..!
কেন জানি, তাকে ছাড়া কিছুই ভালো লাগে না।
সবসময় তার কথাই মাথায় ঘোরে—যেন কিছুতেই বের হতে চায় না।
আর বের হলেও কি হবে?
আমি তো তার কথা ভুলতেই পারি না।
তার সঙ্গে আমার আজকের মতো কোনো কথা হয় না।
“তুমি কেমন আছো?” এই সাধারণ কথাটাও আর বলা হয় না।
তোমার শরীর কেমন আছে?
কারও কাছে এসব জিজ্ঞেস করাও হয় না, কারণ তুমি তো নেই।
তবুও, তুমি থাকো বা না থাকো,
তোমাকে আমি প্রতিদিন খুঁজি আমার কল্পনার জগতে।
হ্যাঁ, আমাদের মধ্যে কোনো রিলেশন ছিল না।
শুধু মাঝে মাঝে কথা বলতাম, তবু কেন জানি তোমার প্রতি এই টান?
আমার এত টান এত মায়া…?
এর নাম কি ভালোবাসা?
নাকি এর নামই মায়া?
আমি আগে কখনো এই অনুভূতি বুঝিনি,
কিন্তু যেদিন থেকে তোমার সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেছে,
সেদিন থেকেই বুকের একপাশে একটা শূন্যতা অনুভব করি।
তুমি বলো মায়াবতী—
এর নামই কি ভালোবাসা?
এর নামই কি মায়া..?
_মোঃ সাইদ (কবি মশাই)