ইচ্ছে ঘুড়ি ツ

ইচ্ছে ঘুড়ি ツ ফুল সাদা কাপরের অপেক্ষায় 🙂
fact -মৃত্যু...!!

16/07/2025

সারা জীবন রবের অবাধ্যতায় কাটিয়ে দিলে, একদিন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। দুনিয়ার মায়ায় ডুবে থাকলেও— মৃ*ত্যু এসে থামিয়ে দিবে সবকিছু!

লেখা : মাহমুদুল হাছান

06/07/2025

আল্লাহ সাথে থাকলে তুচ্ছ হয়ে যায় সব কষ্ট; সহজ হয়ে যায় সব জটিলতা; দূরের বিষয়গুলো চলে আসে নিকটে। আল্লাহর সাথে থাকলে, নেই কোনো দুশ্চিন্তা; নেই কোনো দুর্ভাবনা, নেই কোনো কষ্ট।

— ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)
[সূত্র : আদ-দা ওয়াদ-দাওয়া, পৃষ্ঠা - ৪৩৬]

#সীরাহ

06/07/2025

🌎✍️আল্লাহর রহমত ছাড়া
দুনিয়ায়র সবকিছুই মূল্যহীন🌷🌷

06/07/2025

With Md Rony Talukdar – I just got recognized as one of their top fans!

06/07/2025

Big shout out to my newest top fans! আজ আছি কাল নেই, Md Rony Talukdar

26/06/2025

Assalamu alaikum

26/06/2025
এই সেই পৃথিবী কাঁপানো ছবি যা তোলার পর ফটোগ্রাফার নিজেই নিজেকে শে'ষ করেছিলেন!ছবিতে একটি শকুন বসে আছে ক'ঙ্কা'লসার এক শিশুর...
07/05/2025

এই সেই পৃথিবী কাঁপানো ছবি যা তোলার পর ফটোগ্রাফার নিজেই নিজেকে শে'ষ করেছিলেন!
ছবিতে একটি শকুন বসে আছে ক'ঙ্কা'লসার এক শিশুর মৃ' ত্যুর অপেক্ষায়, যেন মা' রা গেলেই সে ঝাঁপিয়ে পড়বে লক্ষ্যবস্তুর উপর! ছবিটি তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার ফটোগ্রাফার কেভিন কার্টার।

১৯৯৩ সালের মার্চ মাস। দুর্ভিক্ষ পীড়িত সুদান। কোথাও একফোঁটা দানা নেই। ক্ষুধার যন্ত্রণায় কাতর শিশুটি এক মুঠো খাবারের সন্ধানে আয়োদ শহর থেকে আধা মাইল দূরে জাতিসংঘের খাদ্য গুদামের দিকে অগ্রসর হচ্ছিল।
এক পর্যায়ে সে তার মৃ' তপ্রা' য় নিথর দে'হটি নিয়ে উবু হয়ে মাটিতে মাথা রেখে বসে পড়ে।
ঠিক তখনই একটা শকুন এসে লোলুপ দৃষ্টি হেনে শি'শুটির মাং' স ভ'ক্ষ' ণ করার জন্য প্রতীক্ষা করতে থাকে।

এই ছবি The New York Times এ প্রকাশিত হলে বিশ্বজুড়ে তো'ল'পা'ড় সৃষ্টি হয়। ১৯৯৪ সালে সেরা ফিচার ফটোগ্রাফির জন্য পুলিৎজার পুরস্কার জিতে নেয় ছবিটি।
কিন্তু ফটোগ্রাফার কেভিন কার্টার পুরস্কার জেতার ৪ মাসের মাথায় মাত্র ৩৩ বছর বয়সে নিজেই নিজেকে শে'ষ করে বসেন। পরে জানা যায় ছবিটি তোলার পর থেকেই তিনি মা'ন সিকভাবে ভে'ঙে পড়েছিলেন! মৃ'ত্যু'র আগে ছবিটির বিষয়ে কেভিন কার্টার তার ডায়রিতে লিখেছিলেন :

"হে পরম করুণাময়, আমি প্রতিশ্রুতি দিচ্ছি কোনও খাবার, তা সে যত খারাপ স্বাদেরই হোক না কেন আমি সেটা নষ্ট করব না, এমনকি আমার পেটে ক্ষুধা না থাকলেও না!
আমি প্রার্থনা করি, আমরা চারপাশের পৃথিবীর প্রতি আরো সংবেদনশীল হব এবং আমরা আমাদের ভেতরের স্বার্থপরতা এবং সংকীর্ণতা দ্বারা অন্ধ হয়ে যাব না।
আমি আরো প্রার্থনা করি, তুমি ওই ছোট্ট ছেলেটিকে রক্ষা করবে, পথ দেখাবে আর ওকে ওর দুঃখ থেকে মুক্তি দেবে। এই ছবি যেন মানুষকে মনে করিয়ে দেয় ওই শিশুটির তুলনায় তারা কতটা ভাগ্যবান, কারণ তোমার করুণা ছাড়া কারো ভাগ্যে একটি দানাও জোটে না। বিদায়!"

07/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Turjo Rubel, Sb Shadin, रमज़ान शराब इसलाम

Power👉 of Lightninged!!বজ্রপাতের শক্তি!! মানুষ যদি মুক্তির চিন্তা করে তাহলে তার সামনে পথ প্রশস্ত হয়। সে নতুন পথের সন্ধান...
06/05/2025

Power👉 of Lightninged!!
বজ্রপাতের শক্তি!!
মানুষ যদি মুক্তির চিন্তা করে তাহলে তার সামনে পথ প্রশস্ত হয়। সে নতুন পথের সন্ধান পায়। চেষ্টা মানুষকে মুক্তির পথ দেখায়। অনেক নিদর্শন আছে যা আমাদের প্রভুর কাছাকাছি নিয়ে যায়।🙂
ঘটনা:-
বজ্রপাতে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে মেহগনিগাছ। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনে।
সময়:-৬ মে ২০২৫, পাবনা।
ছবি: আজকের পত্রিকা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইচ্ছে ঘুড়ি ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share