Izu Inu Diary

Izu Inu Diary Izu & Inu— দুইটা ভালোবাসা...!!❤️
জীবনের প্রতিটা মুহূর্তে মিষ্টি করে বাঁচার গল্প।🦋❤️

কল্পনার জগৎ!! 😍😍😍Drawing by Inu😍😍😍
08/08/2025

কল্পনার জগৎ!! 😍😍😍
Drawing by Inu😍😍😍

❤️‍🔥 প্রেমে পড়ার সময় —মানুষের.. একজন আরেকজনকে হারিয়ে ফেলার এক অদ্ভুত ভয় কাজ করে...😟 হারানোর সেই ভয় থেকেই দু’জন দু’জ...
07/08/2025

❤️‍🔥 প্রেমে পড়ার সময় —মানুষের.. একজন আরেকজনকে হারিয়ে ফেলার এক অদ্ভুত ভয় কাজ করে...
😟 হারানোর সেই ভয় থেকেই দু’জন দু’জনকে নিয়ে থাকে খুব সচেতন...
📱প্রতিদিন খোঁজ, 📍প্রাধান্য, 🥺অসংখ্য যত্ন, 💌অগাধ ভালোবাসা...
😶‍🌫️ একটু কথা না হলেই মন খারাপ হয়ে যায়,
😔 একটু অভিমান মানেই যেন পুরো পৃথিবীটা এলোমেলো লাগে...
🧲 একটা মায়ার টান, একটা ঘনিষ্টতা— সবটাই থাকে,
শুধু একটা আশঙ্কা — "যেন হারিয়ে না যায়..." 💔

কিন্তু...
👰‍♀️🤵‍♂️ বিয়ের পরে সবকিছু কেমন যেন বদলে যায়।
🧠 মানুষ ভাবে — “আছে তো, কোথায় যাবে…”
😶 তাই আগের মত খোঁজ নেওয়া হয় না,
🥱 যত্নটা একটু একটু করে হালকা হয়ে যায়...
ভালোবাসা থেকে যায়, কিন্তু... 🔇

❓তবে কি সত্যিই আর কিছু হারানোর থাকে না?
🫥 একটা মানুষ যদি পাশে থেকেও মনের ভেতর থেকে হারিয়ে যায়,
😞 টান, মায়া, ভালোবাসা যদি নিঃশব্দে ফিকে হয়ে যায়...
🖤 মনের ভিতর যদি সে আর আগের মতো না থাকে —
তাহলে সেটা কি হারিয়ে যাওয়া না?!💔

゚viralシ ゚

"মন আর সম্পর্ক "এ এক এমন ‘উভয় সংকট’,🌀যার মধ্যে অনেকেই কাটিয়ে দেয় পুরোটা জীবন।আর অবাক হয়ে ভাবে—যে সম্পর্কগুলো গড়ে উঠ...
04/08/2025

"মন আর সম্পর্ক "এ এক এমন ‘উভয় সংকট’,🌀
যার মধ্যে অনেকেই কাটিয়ে দেয় পুরোটা জীবন।
আর অবাক হয়ে ভাবে—
যে সম্পর্কগুলো গড়ে উঠেছিল মন দিয়ে,
শেষ পর্যন্ত সেখানেই কেন মনটাই গুরুত্বহীন হয়ে গেল?

কিছু কিছু সময় আসে জীবনে...
যখন একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে🫶
নিজের মনটাকে চুপ করিয়ে ফেলতে হয়।
মনে যা জমানো কথা—তা আর বলা হয় না,
কারণ, বললেই হয়তো সম্পর্কটা আর আগের মতো থাকে না..

আবার, যদি মনটাকে বাঁচাতে চায়—
তাহলে সেই সম্পর্কটাই দূরে সরে যেতে শুরু করে।
তখন দাঁড়িয়ে থাকতে হয় এক অদ্ভুত দ্বন্দ্বে—
মন, না সম্পর্ক... কার দিকে ঝুকবে?🧠

আর দুটোকে একসাথে ধরে রাখতে গিয়ে—
নিজেকে একসময় রোবটের মতো মনে হয়,
যার হাসি-মুখ, কথা—সবই শুধু বেঁচে থেকে জীবন পাড় করে দেয়ার জন্য!! 🔗😶‍🌫️💬
ⓒBintu

゚viralシfypシ゚ ゚viralシ ゚

ভাই বোনেরা..  কেউ কিন্তু আজ রাত এ ঘুমাইয়েন না...😱😱 বলা যায় না কোন দিক দিয়ে আবার  কোনো সারপ্রাইজ(তামসা) মিস হয়ে যায় নাকি....
03/08/2025

ভাই বোনেরা.. কেউ কিন্তু আজ রাত এ ঘুমাইয়েন না...😱😱 বলা যায় না কোন দিক দিয়ে আবার কোনো সারপ্রাইজ(তামসা) মিস হয়ে যায় নাকি..🫣🤣😜

আমরা আসলে জাতি হিসেবে খুবই কিউট..🤩🤩

゚viralシfypシ゚ ゚viralシ ゚

Please...!!🙏
02/08/2025

Please...!!🙏

কোনো কারণ নেই, তবুও মনটা ভার হয়ে থাকে সারাক্ষণ।কোথায় গেলে একটু শান্তি পাবো,কার সঙ্গে কথা বললে হালকা লাগবে — তাও বুঝে উ...
31/07/2025

কোনো কারণ নেই, তবুও মনটা ভার হয়ে থাকে সারাক্ষণ।
কোথায় গেলে একটু শান্তি পাবো,
কার সঙ্গে কথা বললে হালকা লাগবে — তাও বুঝে উঠতে পারি না।
সবকিছু একঘেয়ে লাগে, ভালো লাগে না কিছুই…
আর সবচেয়ে কষ্টের কথা হচ্ছে — কেন ভালো লাগে না, সেটাও জানি না।
মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে হাসি-আনন্দগুলো মুছে যাচ্ছে একে একে…
দিন দিন বিষণ্নতাটা যেন পুরোটা জায়গা নিয়ে নিচ্ছে…
একটা চাপা কষ্ট,আর অজানা এক শূন্যতা…
ভীষণ খারাপ লাগে… সত্যি ভীষণ।😔

゚viralシfypシ゚ ゚viralシ ゚

বাচ্চারা তো বাইরে যাচ্ছে না... না বাজারে, না খেলতে, না বাইরের কারও সঙ্গে মিশছে... তাও কেন বারবার ভাইরাসে আক্রান্ত হচ্ছে?...
30/07/2025

বাচ্চারা তো বাইরে যাচ্ছে না... না বাজারে, না খেলতে, না বাইরের কারও সঙ্গে মিশছে... তাও কেন বারবার ভাইরাসে আক্রান্ত হচ্ছে? কেন অসুস্থ হয়ে পড়ছে, জ্বরে পুড়ছে, ঘুমহীন রাত কাটছে?

এই কষ্টের পেছনে দায়ী কে?

দায়ী আমরা বড়রা—যারা বাইরে গিয়ে নিজেদের অসতর্কতা, অবহেলা আর অসচেতনতার মাধ্যমে জীবাণু, ভাইরাস ঘরে টেনে আনি... এবং শেষ পর্যন্ত সেটা আমাদের সবচেয়ে নিরীহ, অসহায় সন্তানদের শরীরে আঘাত করে।

একবার ভাবুন—একটা ছোট্ট শিশুর অসুস্থ হলে কতোটা যুদ্ধ করতে হয়! ডাক্তারের কাছে দৌড়ানো, ঔষধ, স্যালাইন, পুষ্টিকর খাবার, রাত জেগে পাহারা দেওয়া... আর সেই অবর্ণনীয় যন্ত্রণা, যেটা শুধু মা-বাবার চোখেই দেখা যায়!

এই কষ্টগুলো প্রতিবার এড়ানো যেত, যদি আমরা একটু সচেতন হতাম...
বাইরে থেকে ফিরে ভালোভাবে হাত-মুখ ধোয়া, কাপড় পাল্টানো, পরিচ্ছন্ন থাকা... এতটুকু কি আমরা পারি না?

নিজের পরিবারের ছোট্ট শিশুটার কথা ভাবুন, বয়স্ক মা-বাবার কথা ভাবুন...
নিজেই নিজের পরিবারের জন্য বিপদ ডেকে আনবেন না।

সচেতন হই, ভালো থাকি—ভালো রাখি আমাদের আপনজনদের। 🙏🙂

゚viralシfypシ゚ ゚viralシ

বাচ্চাদের অসুখ হলে দুনিয়াদারি সব অন্ধকার লাগে!!😢ইজুর ভীষণ জ্বর, সর্দি, কাশি...!! ইনুর ও শরীর খারাপ হওয়ার পথে!! আল্লাহ বা...
27/07/2025

বাচ্চাদের অসুখ হলে দুনিয়াদারি সব অন্ধকার লাগে!!😢
ইজুর ভীষণ জ্বর, সর্দি, কাশি...!! ইনুর ও শরীর খারাপ হওয়ার পথে!! আল্লাহ বাচ্চাগুলোকে দ্রুত সুস্থ করে দিন!🤲
দোয়া করবেন সবাই.. আল্লাহর রহমতে ওরা যেন সুস্থ হয়ে যায়।!🙏

গোধূলি।।।
25/05/2023

গোধূলি।।।

চমৎকার আবহাওয়া।।।
23/05/2023

চমৎকার আবহাওয়া।।।

20/05/2023

Welcome to Izu Inu Diary...

Address

Dhaka

Telephone

+8801723124614

Website

Alerts

Be the first to know and let us send you an email when Izu Inu Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Izu Inu Diary:

Share