
06/07/2025
১৪৪৭ হিজরি পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ (রবিবার, ৬ জুলাই ২০২৫) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি যোহরের নামাজের পর দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হয়।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. মুজির উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মো. হারুনূর রশীদ।
এসময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সাধারণ মুসল্লিগণ মাহফিলে উপস্থিত ছিলেন।