DMD 360

DMD 360 | Learn From Past |
| Improve For Next |
| Celebrate Failure |
| Maintain Success |
| Enjoy Life |
| Explorer |
| Traveler |
| Learner |
(2)

গবেষণা ও একাডেমিক কাজকে সহজ করতে Win + R কমান্ডগুলোর ব্যবহার শিখুন!যারা নিয়মিত রিসার্চ বা একাডেমিক কাজে কম্পিউটার ব্যবহা...
03/08/2025

গবেষণা ও একাডেমিক কাজকে সহজ করতে Win + R কমান্ডগুলোর ব্যবহার শিখুন!
যারা নিয়মিত রিসার্চ বা একাডেমিক কাজে কম্পিউটার ব্যবহার করেন, তাঁদের জন্য Windows-এর Win + R (Run command) একটি অত্যন্ত কার্যকর ফিচার। এই কমান্ডগুলো ব্যবহার করে খুব সহজে প্রয়োজনীয় সিস্টেম টুল, ফোল্ডার বা সেটিংস চালু করা যায়। এতে সময় বাঁচে, কাজের গতি বাড়ে এবং গবেষণা বা লেখালেখির কাজ আরও সহজ হয়। নিচে প্রয়োজনীয় কিছু Run কমান্ডের তালিকা তুলে ধরা হলো —
📂 ফাইল ও ইউজার ফোল্ডার
explorer – ফাইল এক্সপ্লোরার চালু করে
%userprofile% – ইউজার প্রোফাইল ফোল্ডার খুলে
%appdata% – ইনস্টল অ্যাপ্লিকেশনের সেটিংস ফোল্ডার – বর্তমান ইউজারের হোম ফোল্ডার. – Root ইউজার লিস্ট
recent – সম্প্রতি খোলা ফাইল ও ফোল্ডার
📚 ইউটিলিটি টুল
notepad – টেক্সট লেখার জন্য নোটপ্যাড খুলে
write – সাধারণ লেখার জন্য WordPad চালু করে
mspaint / pbrush – ছবি আঁকা বা এডিট করার Paint ওপেন করে
calc – ক্যালকুলেটর চালু করে
snippingtool – স্ক্রিনশট নেওয়ার টুল খুলে
osk – পর্দায় ভিজ্যুয়াল কীবোর্ড চালু করে
🔧 সিস্টেম চেক ও স্পেসিফিকেশন
dxdiag – গ্রাফিক্স, সাউন্ড ও RAM সম্পর্কিত তথ্য
msinfo32 – সিস্টেম কনফিগারেশন
winver – উইন্ডোজের বর্তমান ভার্সন ও বিল্ড নাম্বার
cmd – Command Prompt চালু করে
powershell – PowerShell টার্মিনাল চালু করে
🧹 ক্লিনআপ ও পারফরম্যান্স বুস্ট
cleanmgr – ডিস্ক থেকে অপ্রয়োজনীয় ফাইল মুছে
%temp% / temp – টেম্পোরারি ফোল্ডার খুলে temporary ফাইল ডিলিট করে
prefetch – পুরোনো অ্যাপ লোড ফাইল ক্লিয়ার করে সিস্টেম দ্রুত করে
msconfig – স্টার্টআপ ও বুট কনফিগারেশন
scandisk – হার্ডড্রাইভ স্ক্যান করে ত্রুটি খুঁজে সমাধান করে
defrag – হার্ডড্রাইভ Defragment করে স্পিড বাড়ায়
⚙️ সেটিংস ও ইউটিলিটি
control – ক্লাসিক কন্ট্রোল প্যানেল খুলে সব সেটিংস এক জায়গায় দেখায়
appwiz.cpl – সফটওয়্যার আনইনস্টল অপশন
services.msc – পিসিতে চালু থাকা সার্ভিসগুলো স্টার্ট/স্টপ ম্যানেজ
taskmgr – Task Manager চালু করে
regedit – সিস্টেমের রেজিস্ট্রি এডিট করার টুল
sysedit – বিভিন্ন সিস্টেম কনফিগারেশন ফাইল একসাথে এডিট করতে দেয়
cliconfg – SQL Server/ODBC নেটওয়ার্ক সেটিংস কনফিগার করার টুল
mobsync – ওয়েব কনটেন্ট অফলাইনে সিঙ্ক বা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়
sfc – সিস্টেম ফাইল স্ক্যান করে ক্ষতিগ্রস্ত ফাইল ঠিক করতে ব্যবহার হয়
hwinfo /ui – HWiNFO সফটওয়্যার থাকলে বিস্তারিত হার্ডওয়্যার তথ্য দেখায়
🌐 নেটওয়ার্ক ও ব্রাউজার
ncpa. cpl – নেটওয়ার্ক কানেকশন (Wi-Fi/LAN) সেটিংস খুলে
inetcpl. cpl – ব্রাউজার ও ইন্টারনেট অপশন কনফিগার
ping google. com – ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা তা যাচাই করে
ftp – FTP সার্ভারে ফাইল আপলোড/ডাউনলোডের জন্য কমান্ড লাইন টুল
chrome – Google Chrome ব্রাউজার চালু করে (ইনস্টল থাকলে)

কিন্তু বাসায় তো মানবে নাহ! 🥴
07/07/2025

কিন্তু বাসায় তো মানবে নাহ! 🥴

27/06/2025

এই দুনিয়ায় যা কিছুই করেন- 🤷‍♂️

সবকিছু কেউ না কেউ কপি করবে।
আপনার অফার?
আজ আপনি দারুণ একটা ডিসকাউন্ট দিলেন,
কাল আপনার কম্পিটটরও একই অফার দিয়ে বসবে।

আপনার কনটেন্ট?
আজ আপনি এক লাইন লিখলেন,
দুই দিন পর ফেসবুকে ঘুরে ঘুরে সেই কথাগুলোই দেখতে পাবেন,
শুধু একটু ঘুরিয়ে-পেঁচিয়ে।

আপনার মার্কেটিং?
আজ আপনি নতুন এক ক্যাম্পেইন চালালেন,
কাল দেখবেন আরেকজন সেই আইডিয়ায় নতুন মোড়ক লাগিয়ে বাজারে নামিয়ে দিয়েছে।

এটাই তো নিয়ম।
এই খেলাটা অনেকটা ঢাকা শহরের চায়ের দোকানের মতো।
এক দোকানে নতুন কিছু এলো,
দুই দিন পর পাশের দোকানেও সেই জিনিস।
সবাই কপি করে,
সবাই মিলেমিশে একরকম হয়ে যায়।

কিন্তু একটা জিনিস কেউ কোনোদিন কপি করতে পারবে না..
আপনার গল্প।
আপনার story।

একবার এক সন্ধ্যায়,
বৃষ্টির শব্দে জানালার পাশে বসে চা খাচ্ছিলাম।
হঠাৎ একজন পুরনো বন্ধু ফোন দিল,
বলল, “ভাই, আমার বিজনেস আইডিয়া কপি করে ফেলল!”

আমি একটু হেসে বললাম,
“তোমার গল্পটা কি কেউ কপি করতে পারবে?”
সে চুপ করে রইল।

এই গল্পটা শুধু আপনার না,
দুনিয়ার সব বড় ব্র্যান্ডেরও।
ভারতের Amul-এর কার্টুন,
বাংলাদেশের Aarong-এর গ্রামীণ নারীদের গল্প,
Nike-এর “Just Do It”
সবখানেই গল্প।

Steve Jobs-এর Apple,
Shah Rukh Khan-এর struggle,
এগুলো কেউ কপি করতে পারে না।
কারণ,
এগুলো তাদের নিজের গল্প,
নিজের যন্ত্রণা,
নিজের আনন্দ,
নিজের পথচলা।

Stanford University-র এক গবেষণায় দেখা গেছে,
মানুষ গল্প ২২ গুণ বেশি মনে রাখে তথ্যের চেয়ে।
Seth Godin-এর “All Marketers Are Liars” বইতে লেখা আছে,
বাজারে সবাই একই পণ্য বিক্রি করে,
কিন্তু যার গল্প আলাদা,
তার জায়গা হয় আলাদা।

আর সিনেমা?
The Greatest Showman-এ Hugh Jackman-এর চরিত্র বলে,
“Everyone’s got a story. And that’s what makes us different.”
আপনি যতই চেষ্টা করেন,
আপনার গল্পটা কেউ হুবহু কপি করতে পারবে না।
কারণ,
আপনার গল্পে আছে আপনার ব্যর্থতা,
আপনার হাসি-কান্না,
আপনার রাত জাগা,
আপনার ছোট ছোট জয়ের মুহূর্ত।

আপনি যদি চান,
মার্কেটে আলাদা হতে,
কনটেন্টের ভিড়ে নিজের জায়গা করতে,
তাহলে গল্প বলুন।
নিজের গল্প বলুন।
মানুষ গল্প শুনতে ভালোবাসে,
কারণ সবাই নিজের জীবনের ছায়া খোঁজে অন্যের গল্পে।

যেমন আপনারা আমার গল্প পড়তে ভালোবাসেন 😉

শেষে বলি,
অফার, কনটেন্ট, মার্কেটিং
সবই কেউ না কেউ কপি করবে।
কিন্তু আপনার গল্পটা শুধু আপনার।
এটাই আপনার আসল শক্তি।

তাই,
যদি সত্যি আলাদা হতে চান,
গল্পের ভেতরে ডুব দিন।
নিজের গল্প বলুন,
মানুষকে গল্পে টেনে আনুন
তাহলেই দেখবেন,
কেউ আপনাকে কপি করতে পারবে না।
এটাই গল্পের আসল ম্যাজিক।

If you want to separate yourself from the competition, lean into storytelling...

But wait, this is just the beginning! 😏
Want to go next-level?

17/06/2025

ফেসবুক মনিটাইজেশন থেকে Instream Ads তুলে নিলো Meta !!
এখন থেকে সব ধরনের ভিডিও Reels আকারে আপলোড হবে এবং এর মাধ্যমে অফিসিয়ালি ফেসবুকের InStream Ads এর যাত্রা এখানেই শেষ!!
এছাড়াও ৩১ আগষ্ট ২০২৫-থেকে Ads on reels, performance bonus সহ সব ধরনের মনিটাইজেশন টুলস বন্ধ হয়ে যাবে এবং শুধু চালু থাকবে Content Monetization Tools!

নিম্নলিখিত খাবারগুলো নিয়মিত খাওয়া থেকে বিরত থাকলে আপনি ক্যান্সার প্রতিরোধে এক বড় পদক্ষেপ নিতে পারেন। আমেরিকান ক্যান্সার ...
12/06/2025

নিম্নলিখিত খাবারগুলো নিয়মিত খাওয়া থেকে বিরত থাকলে আপনি ক্যান্সার প্রতিরোধে এক বড় পদক্ষেপ নিতে পারেন। আমেরিকান ক্যান্সার ইনস্টিটিউটের মতে, ৬০-৭০% ক্যান্সার জীবনযাত্রার সহজ পরিবর্তনের মাধ্যমে প্রতিরোধযোগ্য। নিচে কিছু সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী খাবার তুলে ধরা হলো যেগুলো থেকে দূরে থাকাই ভালো👇

🍽️ ক্যান্সার প্রতিরোধে যেসব খাবার এড়িয়ে চলা উচিত
1. 🥫 বিপিএ (BPA) যুক্ত টিনজাত খাবার
টিনের ক্যানে থাকা বিসফেনল-এ (BPA) প্লাস্টিকজাত পদার্থ শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে।

এটি ক্যান্সার, বন্ধ্যত্ব, ডায়াবেটিস এবং স্থূলতার ঝুঁকি বাড়াতে পারে।

চেষ্টা করুন BPA-মুক্ত লেবেলযুক্ত ক্যানজাত খাবার বেছে নিতে।

2. 🍖 প্রক্রিয়াজাত ও ধোঁয়া-চাপা মাংস
বেকন, হট ডগ, সসেজ, সালামি প্রভৃতিতে থাকা নাইট্রেট ও নাইট্রাইট গরমে রূপ নেয় নাইট্রোসামিনে, যা ক্যান্সার-সৃষ্টিকারী।

ক্যান্সারের ঝুঁকি কমাতে এই ধরনের প্রক্রিয়াজাত খাবার কম খান।

3. 🐟 খামারে চাষ করা মাছ
খামারজাত মাছে থাকে পেস্টিসাইড, অ্যান্টিবায়োটিক, PCBs ইত্যাদি বিষাক্ত উপাদান।

চেষ্টা করুন প্রাকৃতিকভাবে ধরা মাছ বেছে নিতে।

4. 🍗 গ্রিল করা মাংস
চর্বি আগুনে পড়ে PAH (Polycyclic Aromatic Hydrocarbons) উৎপন্ন করে, যা মাংসের সঙ্গে মিশে যায়।

এটি ক্যান্সার সৃষ্টিতে সহায়ক হতে পারে। মাঝেমধ্যে খাওয়াই উত্তম।

5. 🧈 হাইড্রোজেনেটেড তেল (ট্রান্স ফ্যাট)
এটি মানবসৃষ্ট চর্বি যা খাবারের সংরক্ষণ বাড়ায় কিন্তু শরীরে প্রদাহ ও হৃদরোগ বাড়ায়।

চিপস, বিস্কুট, ফাস্টফুডে প্রচুর থাকে।

6. 🍿 মাইক্রোওয়েভ পপকর্ন
প্যাকেটের আস্তরণে থাকে PFOA/PFOS, যা তাপে রক্তে বিষাক্ত রাসায়নিক হিসেবে মেশে।

দীর্ঘমেয়াদে অঙ্গপ্রত্যঙ্গে টিউমার সৃষ্টি করতে পারে।

7. 🍎 নন-অর্গানিক ফল ও সবজি
এগুলোতে থাকে পেস্টিসাইড ও হানিকর কেমিক্যাল, যা শরীরে জমে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

সম্ভব হলে অর্গানিক বা কম কীটনাশকযুক্ত খাবার বেছে নিন।

8. 🍕 প্রসেসড ফুড
সাদা ময়দা, চিনিসমৃদ্ধ সিরিয়াল, রঙিন চিপস ও প্যাকেটজাত খাবারে থাকে কৃত্রিম উপাদান ও সংরক্ষক।

এগুলো দীর্ঘমেয়াদে জটিল রোগের ঝুঁকি বাড়ায়।

9. 🍬 পরিশোধিত চিনি
চিনি রক্তে চর্বি বাড়ায়, ওজন বাড়ায়, ইমিউন সিস্টেম দুর্বল করে।

ক্যান্সার কোষ চিনিকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে।

10. 🥤 সোডা ও স্পোর্টস ড্রিংক
এতে থাকে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, অ্যাসপারটেম, ডাই ও ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল (আগুন প্রতিরোধক)।

এসব উপাদান ক্যান্সার, ডায়াবেটিস ও লিভার সমস্যা বাড়াতে পারে।

✅ পরামর্শ:
প্রাকৃতিক, অপ্রক্রিয়াজাত খাবার বেছে নিন।

নিয়মিত শরীরচর্চা ও পর্যাপ্ত ঘুম বজায় রাখুন।

ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাসই হতে পারে সবচেয়ে বড় অস্ত্র।

নিজের ও পরিবারের সুস্থতার জন্য আজই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন। 🍀

জরুরী সতর্কতা: আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা  COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও...
11/06/2025

জরুরী সতর্কতা:
আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। এটি সহজে শনাক্তও হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি।

১. COVID-Omicron XBB এর নতুন উপসর্গগুলো:

i) কাশি নেই।
ii) জ্বর নেই।
বেশিরভাগ উপসর্গ হলো—
iii) অস্থিসন্ধিতে ব্যথা।
iv) মাথাব্যথা।
v) গলাব্যথা।
vi) পিঠে ব্যথা।
vii) নিউমোনিয়া।
viii) ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া।

২. এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে ৫ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি।

৩. উপসর্গগুলো খুব অল্প সময়েই মারাত্মক আকার ধারণ করে এবং কখনও কখনও কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়েই অবস্থা খারাপ হতে শুরু করে।

৪. তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।

এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারেঞ্জিয়াল (নাকের গভীর অংশ) অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের “উইন্ডো” অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়।

৫. কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স-রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পলে (সোয়াব) পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্ট (ফলস নেগেটিভ) এর সংখ্যা বাড়াচ্ছে। এ কারণে এই ভাইরাসকে ‘ধূর্ত’ বলা হচ্ছে।

এর মানে হলো— এটি সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে COVID-Omicron XBB এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠেছে।

৬. যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন, খোলা জায়গাতেও অন্তত ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন—even যদি কাশি বা হাঁচি না থাকে।

এই COVID-Omicron XBB "ওয়েভ" প্রথম COVID-19 মহামারির চেয়েও ভয়াবহ।

সতর্কতা, সচেতনতা ও বৈচিত্র্যময় সুরক্ষা ব্যবস্থাই আমাদের রক্ষা করতে পারে।

✅ দয়া করে এই বার্তাটি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন।
✅ শুধুমাত্র নিজের কাছে রেখে দেবেন না।
✅ যত বেশি সম্ভব লোককে জানিয়ে দিন।

ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন।

07/06/2025

ওরে কেউ হাটা শিখাও 🤣

এই ভাল্লাগে না! 🥴
06/06/2025

এই ভাল্লাগে না! 🥴

common-sense বলে একটা শব্দ আছেসবাই মুখে মুখে বলি এ দেশ সবার আমরা সবাই ভাই ভাই ইসলাম আমাদের শিক্ষা দেয় অন্য ধর্মকে সন্মান...
04/06/2025

common-sense বলে একটা শব্দ আছে
সবাই মুখে মুখে বলি এ দেশ সবার আমরা সবাই ভাই ভাই ইসলাম আমাদের শিক্ষা দেয় অন্য ধর্মকে সন্মান করা???

কই ভাই এই বয়ান গুলো....

সকাল থেকে দেখছি একটা গোষ্ঠী ২০ টাকার নোটে মন্ধিরের ছবি এই ছবি নাকি মসজিদে দেয়া যাবে না নামাজ হবে না অনেক কথা...
আগে জানে হারাম কি কি যে কোন ব্যেক্তির ছবি পশু পাখির ছবি হারাম

১০০০ টাকা ৫০০ টাকার নোটে বংগবন্ধুর ছবি দেয়া আছে কই ইমাম সাহেব কি বেতন নেন নাই।
১০৳ ২৳ নোটে দোয়েল পাখির ছবি বা টাইগারের ছবি কই দান বক্সে দান করেন নাই।

সৃষ্টি কর্তা বাস করে দিলে নামাজ কবুলের মালিক আল্লাহ

মসজিদের ছবি যদি মন্ধিরে থাকতে পারে হিন্দু ভাই যদি পকেটে রাখতে পারে তাহলে আমাদের মুসলিমদের সেই ভাইয়ের মর্যাদা দিয়ে বৈষম্য কাটিয়ে নতুনের চিন্তা থাকা উচিত

Hey MAN, Is this correct?
04/06/2025

Hey MAN, Is this correct?

29/05/2025

Dhaka city has 2 Sides. 🤙✅

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMD 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DMD 360:

Share