30/07/2025
কেউ একটি টাইটেল লিখে দেন প্লিজ। আমি মর্মা'হত হয়ে গেছি।
★ জানি না কি তাঁর অপ'রাধ
তৃতীয় তলা থেকে নিচতলায় নামতে ইদ্রিস শেখের সময় লেগেছে পাঁচ থেকে সাত মিনিট। ইদ্রিস শেখকে যখন নিচতলার সিঁড়ি দিয়ে হাজত-খানার সামনে আনা হয়, তখন তাঁর ছেলে বাবুল শেখ কেঁদে ফেলেন।
বাবুল শেখ তখন হাউমাউ করে চিৎকার দিয়ে বলে ওঠেন, ‘আমার বাবার বয়স এখন ১২০ বছর। এই বয়সেও আমার বাবাকে জেলের ঘানি টানতে হবে।’