04/08/2025
শাকিব খানের বিষয় টা নিয়ে আমরা যতই হাসাহাসি করি, কিন্তু নিজের উপর নিয়ে ভাবলে অপুদির কষ্ট টা বুঝা যায়,
আসলে দিন শেষে পুরুষ মানুষ পুরুষ মানুষই, মেয়ে মানুষ পেলেই হল!!! সেটা যেকোনো অযুহাতে!!
কয়েক বছর আগে শাকিব খান নিজে ক্যামেরার সামনে বুবলি কে তার ওয়াইফ হিসেবে অস্বীকার করেছে।
শাকিব ভাইকে তার কাজের জন্য রেস্পেক্ট করি, তার যায়গায় সে সেরা, কিন্তু তার ব্যাক্তিগত ব্যাপার গুলো নিয়ে সোস্যাল মিডিয়াতে কি হয় তার বুঝা উচিত,
বিশেষ করে তাদের ফ্যানরা বিষয় গুলো নিয়ে অতিরিক্ত বারাবাড়ি করে নোংরামির পর্যায়ে নিয়ে যায়,
নিজেকে হাসির পাত্র নিজেই বানাচ্ছেন,
উনার উচিত ছিল ব্যাক্তিগত বিষয় গুলো ব্যক্তিগত রাখা,
যেহেতু দুই ঘরেই বাচ্চা আছে, এবং উনি দুটোই মেইনটেইন করেন, যদি পাবলিক করার হয় তাহলে দুইজনের বিষয়টাই ক্লিয়ারলি পাবলিক করা উচিত,
এছাড়াও আমি মনে করি Apu Biswas দিদির নিজের একটা পরিচয় আছে শাকিব খানের বাইরে যেয়ে, তিনি এখন শুধুমাত্র চিত্র নায়কা নন, একজন সফল উদ্যোক্তাও।
মানুষের জীবন বিচিত্রময় ভাল মন্দ সব কিছু মিলিয়ে, আমি সব সময় চাই সব কিছু পিছনে ফেলে দিদি আরো ভাল করুন, আমরা সবাই আপনার সাথে আছি ❤️