Winner it center

Winner it center উইনার আইটি সেন্টারে আপনাকে স্বাগতম।
স্থানঃ কলেজ গেইট (উত্তর-পূর্ব পাশে), কলেজ রোড, গোসাইরহাট, শরীয়তপুর।
০১৭০১৯৯৭৫০৮

VoWiFi কী?VoWiFi বা WiFi Calling মূলত VoLTE-এর এক্সটেনশন, যেখানে আপনার মোবাইল সিম ব্যবহার করেই WiFi নেটওয়ার্কের মাধ্যমে ...
06/09/2025

VoWiFi কী?
VoWiFi বা WiFi Calling মূলত VoLTE-এর এক্সটেনশন, যেখানে আপনার মোবাইল সিম ব্যবহার করেই WiFi নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস/ভিডিও কল, SMS এবং ইন্টারনেট ব্যবহার করা যায়।
👉 বিশেষ করে ঘরের ভেতরে, বেসমেন্ট বা যেখানে মোবাইল সিগন্যাল দুর্বল কিন্তু WiFi আছে—সেখানে এই ফিচারটা অনেক কাজে আসে।
অর্থাৎ WiFi সিগনাল থাকলেই আপনি নরমাল কল, SMS, এমনকি ভ্যালু-অ্যাডেড সার্ভিসও ইউজ করতে পারবেন। শুধু শর্ত হলো আপনার ফোনে VoLTE আর VoWiFi দুটোই সাপোর্ট করতে হবে।
🟢 অতিরিক্ত চার্জ লাগবে?
না, আলাদা চার্জ নেই। তবে আমাদের বাংলাদেশের কাজই সবকিছুতে চার্জ বসানো তাই সবই সম্ভব, তাছাড়া ISP বা অপারেটর ভবিষ্যতে কিছু চার্জ ধরবে কিনা, সেটা সময়ই বলবে। 😉
🟢 কিভাবে চালু করবেন?
আপনার VoLTE-enabled হ্যান্ডসেটে Settings → SIM Settings-এ গিয়ে WiFi Calling অপশন অন করলেই হবে।
বর্তমানে Samsung, OPPO, VIVO আর Digit এর কয়েকটি মডেলে সফলভাবে টেস্ট হয়েছে।
👉 তবে আগে নিশ্চিত হতে হবে আপনার VoLTE প্রভিশন করা আছে।
🟢 আলাদা প্রভিশন লাগবে?
না। বিশ্বের বিভিন্ন অপারেটর এর অভিজ্ঞতা যাচাই করে যেমন দেখা গেছে—যদি ফোন VoWiFi সাপোর্ট করে এবং VoLTE চালু থাকে, তাহলে অটো VoWiFi চালু হয়ে যাবে।
🟢 WiFi দিয়ে কল করলে টাকা কাটবে?
জি হ্যাঁ। কলের চার্জ আপনার বর্তমান ট্যারিফ বা বান্ডেল হিসেবেই কাটা হবে। উদ্দেশ্য হলো ইনডোর কাভারেজ ঠিক রাখা, ফ্রি কল নয়। অপারেটর কলিং ফ্রি করে দিলে আলাদা হিসাব৷
🟢 যা যা লাগবে:
১. VoLTE সাপোর্টেড স্মার্টফোন (যার সেটিংসে WiFi Calling অপশন আছে)
২. 4G SIM
৩.ব্যালেন্স বা অ্যাক্টিভ ভয়েস/SMS প্যাক
🟢 অটোমেটিক পাবেন নাকি?
না।
প্রথমে ফার্মওয়্যার আপডেট চেক করুন, তারপর সেটিংসে গিয়ে দেখুন VoLTE আর VoWiFi আছে কিনা এবং অন করুন।
Samsung-এর জন্য ধাপ:
Phone অ্যাপ ওপেন করুন।
উপরের তিন ডট → Settings এ যান।
সেখান থেকে WiFi Calling অন করুন।
🟢 চালু হলে কিভাবে বুঝবেন?
WiFi সিগনাল বারের পাশে একটা ছোট VoWiFi আইকন আসবে। পোস্টের পিকচারের নিচের দিকে কিছু আইকন দেয়া আছে, সেগুলার মতোই আইকন হতে পারে/হয়ে থাকে।
🟢 যাদের VoWiFi নেই, তাদের কল দেয়া যাবে?
হ্যাঁ। এটার কাজ শুধু আপনার নেটওয়ার্ককে WiFi দিয়ে রাউট করা। অন্য প্রান্তে কল যাবে নরমালভাবেই।
🟢 VoLTE অফ থাকলেও কাজ করবে?
হ্যাঁ, যতক্ষণ প্রভিশন বন্ধ না হচ্ছে। তবে WiFi ডিসকানেক্ট হলে কল ড্রপ হবে। তাই স্থায়ী অভিজ্ঞতার জন্য VoLTE আর VoWiFi দুটোই অন রাখা ভালো।
🟢 সফটওয়্যার আপডেট করলে পাবেন?
যে ফোনে ফিচার নেই, আপডেট দিলেও আসবে না। তবে যেসব ফোন সাপোর্ট করে, সেখানে আপডেটের সাথে ফিচার চলে আসবে।
⭐ Xiaomi/POCO ফোনে * #* #869434 #* #* ডায়াল করলেই ফিচার অন হয়ে যাবে।
🟢 রোমিংয়ে কাজ করবে?
এখনো না।
🟢 শুধু অপারেটর আর হ্যান্ডসেট থাকলেই হবে?
না, আপনার ISP-কেও অপারেটরের সাথে সাপোর্টেড থাকতে হবে।
🟢 চেকলিস্ট:
✔ আপনার ফোনে WiFi Calling অপশন আছে কিনা
✔ সফটওয়্যার আপডেটেড কিনা
✔ WiFi কাজ করছে কিনা
✔ অন্য WiFi-তে ট্রাই করা
✔ VoWiFi টগল অন আছে কিনা
✔ ভয়েস কলের জন্য WiFi-কে প্রায়োরিটি দেয়া
✔ ডিভাইস একবার রিস্টার্ট দেয়া

🔥 ব্রেকিং নিউজ-ডিগ্রি ৩য় বর্ষের Admit card প্রকাশ!!জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবার এতো অল্প সময়ে পরীক্ষা হচ্ছে।
06/09/2025

🔥 ব্রেকিং নিউজ-
ডিগ্রি ৩য় বর্ষের Admit card প্রকাশ!!
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবার এতো অল্প সময়ে পরীক্ষা হচ্ছে।

দেশের প্রথম ‘ভয়েস ওভার ওয়াই-ফাই’ সেবা চালু করল বাংলালিংক!
06/09/2025

দেশের প্রথম ‘ভয়েস ওভার ওয়াই-ফাই’ সেবা চালু করল বাংলালিংক!

🔥জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেপ্টেম্বর মাসের আপডেটসমূহঃ
04/09/2025

🔥জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেপ্টেম্বর মাসের আপডেটসমূহঃ

🔑 কিবোর্ডের ফাংশন Key এর ২০টি সিক্রেট ব্যবহার, যা খুব কম মানুষই জানে!1️⃣ F8 – Windows Safe Mode👉 কম্পিউটার চালুর সময় বার...
04/09/2025

🔑 কিবোর্ডের ফাংশন Key এর ২০টি সিক্রেট ব্যবহার, যা খুব কম মানুষই জানে!
1️⃣ F8 – Windows Safe Mode
👉 কম্পিউটার চালুর সময় বারবার F8 চাপলে Safe Mode চালু হয়।
🟢 ভাইরাস বা সিস্টেম সমস্যায় পিসি ঠিক করতে Safe Mode খুব কাজে লাগে।
2️⃣ F2 – Rename করার শর্টকাট
👉 ফাইল, ফোল্ডার, বা শর্টকাটের নাম বদলাতে মাউস দিয়ে রাইট-ক্লিক করার দরকার নেই। শুধু ফাইল সিলেক্ট করে F2 চাপুন।
🟢 উদাহরণ: Desktop-এ কোনো ফাইলের নাম পরিবর্তন।
3️⃣ F3 – Search বা Find
👉 Windows Explorer বা ব্রাউজারে F3 চাপলে সার্চ বক্স চলে আসবে।
🟢 যেমন: Chrome/Edge-এ চাপলে উপরে সার্চ বারের কার্সর চলে আসবে।
4️⃣ F4 – Address bar খুলতে
👉 File Explorer-এ F4 চাপলেই Address bar সিলেক্ট হয়ে যাবে।
🟢 আর ব্রাউজারে Alt + F4 চাপলে সাথে সাথে উইন্ডো বন্ধ হয়ে যাবে।
5️⃣ F5 – Refresh
👉 F5 মানেই রিফ্রেশ।
🟢 Desktop, Folder, Browser—সবখানেই সাথে সাথে রিফ্রেশ করবে।
🟢 Word/Excel-এ চাপলে Find & Replace ডায়ালগও খুলে যায়।
6️⃣ F6 – Address bar বা Navigation
👉 ব্রাউজারে F6 চাপলে Address bar অটো সিলেক্ট হবে।
🟢 File Explorer-এ চাপলে নেভিগেশন প্যানেলের মধ্যে ঘোরাঘুরি করতে পারবেন।
7️⃣ F7 – Spell & Grammar Check
👉 MS Word বা অন্যান্য এডিটরে F7 চাপলে স্পেল চেক ও গ্রামার চেক চলে আসবে।
🟢 বানান ভুল বা লেখার ভুল সাথে সাথে ঠিক করা যায়।
8️⃣ F1 – Help খুলতে
👉 যেকোনো প্রোগ্রামে F1 চাপলেই হেল্প মেনু খুলে যাবে।
🟢 যেমন: MS Word, Excel, Browser – সব জায়গায় হেল্প বা টিউটোরিয়াল সাথে সাথে ওপেন হয়ে যাবে।
9️⃣ F10 – Menu bar / Context Menu
👉 Windows প্রোগ্রামে F10 চাপলে Menu bar এক্টিভেট হবে।
🟢 আর Shift + F10 = মাউসের Right Click এর কাজ করে।
🔟 Ctrl + Shift + F12 – Direct Print Command
👉 MS Word/Excel-এ Ctrl + Shift + F12 চাপলেই সরাসরি Print Window খুলবে।
🟢 মেনুতে গিয়ে “File → Print” এ না গিয়ে এক সেকেন্ডে প্রিন্ট করতে পারবেন।
🟢 বিশেষ করে অফিসের কাজে এটি সময় বাঁচায়।
1️⃣1️⃣ F11 – Full Screen Mode
👉 ব্রাউজারে F11 চাপলেই ফুলস্ক্রিন মোড চালু/বন্ধ হবে।
🟢 ভিডিও দেখার সময়, প্রেজেন্টেশন বা পড়ার সময় খুব উপকারী।
1️⃣2️⃣ F12 – Save As (সেভ অ্যাজ)
👉 MS Word/Excel/PowerPoint-এ F12 চাপলেই সরাসরি "Save As" ডায়ালগ খুলবে।
🟢 অন্য নাম/ফরম্যাটে দ্রুত সেভ করা যায় (যেমন PDF)।
1️⃣3️⃣ Shift + F3 – Text Case Change
👉 Word-এ Shift + F3 চাপলে টেক্সটের Capital / small / Title Case পরিবর্তন করা যায়।
🟢 আলাদা করে মেনুতে যাওয়ার দরকার নেই।
1️⃣4️⃣ Ctrl + F4 – Active Document Close
👉 একাধিক ডকুমেন্ট খোলা থাকলে Ctrl + F4 চাপলে শুধু বর্তমান ডকুমেন্ট বন্ধ হবে।
🟢 প্রোগ্রাম বন্ধ হবে না, শুধু ফাইলটি ক্লোজ হবে।
1️⃣5️⃣ Alt + F4 – Application Close
👉 যেকোনো প্রোগ্রাম বা উইন্ডো দ্রুত বন্ধ করার শর্টকাট।
🟢 গেম/Browser/Software – সব জায়গায় কাজ করে।
1️⃣6️⃣ Shift + F5 – Last Edit Location
👉 Word/PowerPoint-এ Shift + F5 চাপলে কার্সর যেখানে শেষবার কাজ করেছিলেন সেখানেই চলে যাবে।
🟢 বড় ডকুমেন্ট এডিট করার সময় খুব দরকারি।
1️⃣7️⃣ Ctrl + F5 – Refresh / Reload
👉 Browser-এ Ctrl + F5 চাপলে ক্যাশ ছাড়া নতুন করে পুরো পেজ রিফ্রেশ হবে।
🟢 ওয়েবপেজের আপডেট দেখতে কাজে লাগে।
1️⃣8️⃣ Shift + F7 – Thesaurus (Synonym Finder)
👉 Word-এ Shift + F7 চাপলে সমার্থক শব্দ খুঁজে পাওয়া যায়।
🟢 লেখালেখি বা আর্টিকেল লেখার সময় কাজে লাগে।
1️⃣9️⃣ Ctrl + Shift + F9 – Unlink Field Codes
👉 Word-এ Field Codes (যেমন Hyperlink, Reference ইত্যাদি) কনভার্ট হয়ে সাধারণ টেক্সটে চলে আসবে।
🟢 ফরম্যাটিং পরিষ্কার করতে দারুণ শর্টকাট।
2️⃣0️⃣ Fn + F2 (Laptop Specific) – Brightness / Settings
👉 অনেক ল্যাপটপে Fn + F2 চাপলে WiFi on/off বা Brightness Control আসে।
🟢 এটি ব্র্যান্ড ভেদে ভিন্ন হয় (Dell, HP, Asus ইত্যাদি)।
_______________________________________________________
🔄 পোস্টটি Share করে রাখুন যেন হারিয়ে না যায় এবং বন্ধুদের সাথে, শেয়ার করতে পারেন যেন তারাও শিখতে পারে।
👉 এই শর্টকাটগুলো কি আপনি আগে জানতেন?
💡 কোনটা আপনার সবচেয়ে কাজে লাগবে কমেন্টে লিখে জানান।



🔥আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলারে আবেদনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ধারণা নিয়ে রাখুনঃ
03/09/2025

🔥আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলারে আবেদনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ধারণা নিয়ে রাখুনঃ

প্রাথমিক শিক্ষক নিয়োগ সার্কুলার খুব শিগগিরই আসবে। প্রস্তুতি নিতে নিম্নে উল্লিখিত অধ্যায় গুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হ...
03/09/2025

প্রাথমিক শিক্ষক নিয়োগ সার্কুলার খুব শিগগিরই আসবে। প্রস্তুতি নিতে নিম্নে উল্লিখিত অধ্যায় গুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে।

🔥 ব্রেকিং নিউজ~~ SSC পাশে ইস'লা'মী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৫/সকল জেলাআবেদন শুরুঃ ২২ আগস্ট ২০২৫ থেকেআবেদন শেষ: ...
03/09/2025

🔥 ব্রেকিং নিউজ~~ SSC পাশে ইস'লা'মী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৫/সকল জেলা
আবেদন শুরুঃ ২২ আগস্ট ২০২৫ থেকে
আবেদন শেষ: ১১ সেপ্টেম্বর ২০২৫

৩৪৩৭ পদে বিভিন্ন সার্কুলার চলমান আছে।👉SSC ও HSC অনেক গুলো পদ আছে।👉 স্কাই বার্ড কম্পিউটার এ আবেদন চলছে। #সার্কুলার       ...
02/09/2025

৩৪৩৭ পদে বিভিন্ন সার্কুলার চলমান আছে।

👉SSC ও HSC অনেক গুলো পদ আছে।

👉 স্কাই বার্ড কম্পিউটার এ আবেদন চলছে।

#সার্কুলার #চাকরি

২১৬৯ পদে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৩,৫৬৪ পদে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (bpsc) এ নিয়োগ বিজ্ঞপ্তি-👉 পদের নামঃ ...
02/09/2025

২১৬৯ পদে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৩,৫৬৪ পদে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (bpsc) এ নিয়োগ বিজ্ঞপ্তি-
👉 পদের নামঃ প্রধান শিক্ষক সহ বিভিন্ন পদ
👉 মোট পদ সংখ্যাঃ ৩,৫৬৪ টি
👉 আবেদন শুরুঃ ২১ সেপ্টেম্বর ২০২৫
👉 আবেদনের শেষ তারিখঃ ২০ অক্টোবর ২০২৫
👉প্রয়োজন হলেঃ
WhatsApp: 01701997508
Call: 01701997508
> আবেদন করতে চলে আসবেন উইনার আইটি সেন্টার।
>>ঠিকানাঃ সরকারি শামসুর রহমান কলেজ গেইট, কলেজ রোড, গোসাইহাট, শরীয়তপুর।
#প্রাইমারীস্কুল #শিক্ষকনিয়োগ #জব #চাকরি #নিয়োগ

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ০১ সেপ্টেম্...
02/09/2025

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ০১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার শেষ হয়েছে।

তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামী ০৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার রাত ৮:০০ টায় প্রকাশিত হবে।

02/09/2025

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Winner it center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share