মেহেদী হাসান জয়

  • Home
  • মেহেদী হাসান জয়

মেহেদী হাসান জয় যেতে হবে বহুদূর অনেক পথ বাকি।
(2)

ভাইরে এমন খেলা কি মিস করা যায় বলেন?ব্রেভিসের ৪১ বলে ১০২ রান।১৪ ওভার পাঁচ বলে দলীয় ১৬৭ রান। আজকের খেলার সবচেয়ে বেশি ভালো ...
12/08/2025

ভাইরে এমন খেলা কি মিস করা যায় বলেন?
ব্রেভিসের ৪১ বলে ১০২ রান।
১৪ ওভার পাঁচ বলে দলীয় ১৬৭ রান।

আজকের খেলার সবচেয়ে বেশি ভালো লাগতেছে বাউন্ডারিগুলো নিয়ে,
এত্ত বড় বড় সিক্স বলার মত না।

প্রোটিয়া যুবাদের ৩৩ রানে পরাজিত করে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতলো টাইগার যুবারা।হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে...
10/08/2025

প্রোটিয়া যুবাদের ৩৩ রানে পরাজিত করে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতলো টাইগার যুবারা।

হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রিজান হোসেনের ৯৫(৯৬), কালাম সিদ্দিকির ৬৫(৭৫) এবং মোহাম্মদ আব্দুল্লাহর ৩৮(২৯) এর উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে টাইগার যুবারা।

২৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রিজান, স্বাধীন ও আল ফাহাদের বোলিং নৈপুণ্যে ২৩৩ রানেই গুটিয়ে যায় প্রোটিয়া যুবারা। এদিনরিজান ৫টি, স্বাধীন ২টি ও ফাহাদ ৩টি উইকেট শিকার করেন..

ড্রিমস কাম ট্রু — বাংলাদেশ নারী ফুটবল দল এএফসি অ-২০ নারী এশিয়ান কাপ ২০২৬ এর জন্য যোগ্যতা অর্জন করল।❤️🇧🇩
10/08/2025

ড্রিমস কাম ট্রু — বাংলাদেশ নারী ফুটবল দল এএফসি অ-২০ নারী এশিয়ান কাপ ২০২৬ এর জন্য যোগ্যতা অর্জন করল।❤️🇧🇩

চলতি সিজনে রিয়াল মাদ্রিদের ৯ নাম্বার জার্সি পরে মাঠ মাতাবে ব্রাজিলিয়ান বয় এন্ড্রিক!
09/08/2025

চলতি সিজনে রিয়াল মাদ্রিদের ৯ নাম্বার জার্সি পরে মাঠ মাতাবে ব্রাজিলিয়ান বয় এন্ড্রিক!

নির্দোষ প্রমাণিত হলেন ফারুক আহমেদ। সততার বিজয় হলো আরেকবার। মিথ্যার উপর হলো সত্যের জয়। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ...
08/08/2025

নির্দোষ প্রমাণিত হলেন ফারুক আহমেদ। সততার বিজয় হলো আরেকবার। মিথ্যার উপর হলো সত্যের জয়। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। দুর্নীতি দমন কমিশনের (ACC) তদন্তে প্রমাণিত হয়েছে, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বৈধভাবে এবং নির্ধারিত দুই স্বাক্ষরকারী, পরিচালক মাহবুবুল আনাম ও সিইও নিজামউদ্দিন চৌধুরীর স্বাক্ষরে এসব তহবিল বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করা হয়েছিল। ফারুক আহমেদ এই প্রক্রিয়ায় সরাসরি কোনোভাবে জড়িত ছিলেন না।

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথেযখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট...
08/08/2025

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথে

যখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট বোনকে নিজের সন্তানের মতো বড় করেছি—তাই এবার আমি শুধু একজন ছেলেকে বড় করার আনন্দ অনুভব করতে চেয়েছিলাম।

কিন্তু আমার শাশুড়ির ছিল অন্য পরিকল্পনা। তিনি সব সময় একটি কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন, কিন্তু কখনও তা পাননি।

তিনি হাসলেন এবং বললেন, “চলো, তাহাজ্জুদের প্রতিযোগিতা করি। তুমি একটি ছেলের জন্য দোয়া করো, আমি একটি মেয়ের জন্য দোয়া করবো। দেখি কে জেতে।”
আর সেই থেকেই আমরা দুজনেই রাতে শেষ অংশে আমাদের দোয়া ফিসফিস করে বলতে শুরু করলাম।

প্রথম আল্ট্রাসাউন্ড… যমজ!
আমরা দুজনেই হাসলাম এবং কেঁদে ফেললাম। যেন আল্লাহ মৃদুস্বরে বললেন: প্রতিযোগিতার দরকার নেই। তোমরা দুজনেই জিতেছো।

একটি কন্যা শিশু। একটি পুত্র সন্তান।
আমার ছেলে দুর্বল ছিল এবং এনআইসিইউ-তে থাকতে হয়েছিল।
কিন্তু আলহামদুলিল্লাহ, আজ তারা দুজনেই সুস্থ এবং তিন বছর বয়সে পদার্পণ করছে—আমাদের দ্বিগুণ আনন্দ, আমাদের দ্বিগুণ দোয়ার ফল।

তাহাজ্জুদ সত্যিই এক অসাধারণ কিছু!

— ঘটনাটি সংগ্রহ করে অনুবাদ করা হয়েছে

"বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে!❝সূরা ইউসুফ:-১১০❞
08/08/2025

"বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে!

❝সূরা ইউসুফ:-১১০❞

উপরে সিঙ্গাপুর, নিচে আব্দুল্লাহপুর
07/08/2025

উপরে সিঙ্গাপুর, নিচে আব্দুল্লাহপুর

সাগরিকার জোড়া গোল, মুনকির দুর্দান্ত নৈপুণ্য — লাওসকে ৩-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ! 🔥
06/08/2025

সাগরিকার জোড়া গোল, মুনকির দুর্দান্ত নৈপুণ্য — লাওসকে ৩-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ! 🔥





ছবিটা ৫ আগস্ট ২০২৪ এর।যেদিন বার্সা-রিয়ালের চিরকালীন রাইভালরিও কাঁধে-কাঁধ মিলিয়ে একসাথে উৎযাপন করেছিলো বাংলাদেশের মানুষের...
05/08/2025

ছবিটা ৫ আগস্ট ২০২৪ এর।
যেদিন বার্সা-রিয়ালের চিরকালীন রাইভালরিও কাঁধে-কাঁধ মিলিয়ে একসাথে উৎযাপন করেছিলো বাংলাদেশের মানুষের মুক্তি। 🇧🇩🖤

ছবি: তামিম

সান্তোসের হয়ে নেইমির আরেক টা গোল..!😍সব কিছু ঠিক থাকলে আর মাত্র ১ মাস পরে ব্রাজিলের হলুদ শিবিরে দেখা যাবে সেই 10 নাম্বার ...
05/08/2025

সান্তোসের হয়ে নেইমির আরেক টা গোল..!😍
সব কিছু ঠিক থাকলে আর মাত্র ১ মাস পরে ব্রাজিলের হলুদ শিবিরে দেখা যাবে সেই 10 নাম্বার জার্সি তে..!!🇧🇷

অস্ট্রেলিয়াতে আজ প্যালেস্টাইনের পক্ষে মিছিল করেছে ৩ লাখ মানুষ!ফ্রম দ্য রিভার টু সী, প্যালেস্টাইন উইল বি ফ্রি!
03/08/2025

অস্ট্রেলিয়াতে আজ প্যালেস্টাইনের পক্ষে মিছিল করেছে ৩ লাখ মানুষ!

ফ্রম দ্য রিভার টু সী, প্যালেস্টাইন উইল বি ফ্রি!

Address


Alerts

Be the first to know and let us send you an email when মেহেদী হাসান জয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share