মেসার্স ভাই বোন ষ্টোর

  • Home
  • মেসার্স ভাই বোন ষ্টোর

মেসার্স ভাই বোন ষ্টোর আলহামদুলিল্লাহ
(1)

আপনার কোন বন্ধু পাছায় বাঁশ দিয়ের জন্য প্রস্তুত।
14/08/2025

আপনার কোন বন্ধু পাছায় বাঁশ দিয়ের জন্য প্রস্তুত।

14/08/2025

সকাল বেলা পাখি আমি সারাদিন মনে মনে ভাবে।
তার পরে লাইন কি হবে

একজন বাবার ভালোবাসা এমন যে, তিনি সন্তানের জন্য হাজারো বাঁধা-বিপত্তি, দুঃখ-কষ্ট, অভাব-অনটন—সবকিছু সহ্য করেন। নিজের স্বপ্ন...
13/08/2025

একজন বাবার ভালোবাসা এমন যে, তিনি সন্তানের জন্য হাজারো বাঁধা-বিপত্তি, দুঃখ-কষ্ট, অভাব-অনটন—সবকিছু সহ্য করেন। নিজের স্বপ্ন, আরাম, সুখ ত্যাগ করে শুধু সন্তানের ভালো ভবিষ্যতের জন্য লড়াই চালিয়ে যান। শেষমেশ সন্তানের মুখের হাসি, সাফল্য আর স্বপ্নপূরণই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার।
মেসার্স ভাই বোন ষ্টোর

"রিকশাওয়ালার স্বপ্ন"❤️শহরের এক কোণে পুরনো এক ভাঙাচোরা বাসায় থাকত রহমান। হাতে তেমন কিছু ছিল না, শুধু ছিল এক বছরের একমাত্র...
13/08/2025

"রিকশাওয়ালার স্বপ্ন"❤️

শহরের এক কোণে পুরনো এক ভাঙাচোরা বাসায় থাকত রহমান। হাতে তেমন কিছু ছিল না, শুধু ছিল এক বছরের একমাত্র ছেলে আর অগাধ স্বপ্ন। প্রতিদিন ভোরে সে ছেলেকে মায়ের কাছে রেখে রিকশা নিয়ে বেরিয়ে পড়ত। রোদ, বৃষ্টি, ঝড়—কোনো কিছুই তাকে থামাতে পারত না।

যতই কষ্ট হোক, রহমান ঠিক করেছিল—তার ছেলে যেন পড়াশোনা করে মানুষ হয়। দিনের পর দিন, বছরের পর বছর সে নিজের চাওয়া-পাওয়ার সব ছেড়ে দিয়ে ছেলের পড়ার খরচ জোগাড় করত। নতুন জামা কিনতে মন চাইলেও ছেলের বই-খাতাই আগে আনত।

সময় কেটে গেল, ছোট্ট ছেলেটি বড় হলো। একসময় স্কুল থেকে কলেজ, তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। বাবার কষ্টের গল্প সে জানত, তাই পড়াশোনায় মন দিল প্রাণ ঢেলে।
বছরের পর বছর পরে—যখন রহমানের চুল পেকে গেছে, হাতে রিকশা টানার শক্তি কমে এসেছে—তখন একদিন ডাকপিয়ন একটা খাম এনে দিল। খামের ভেতরে ছিল সরকারি চাকরির নিয়োগপত্র, আর নিচে লেখা—
"বাবা, তোমার স্বপ্ন পূরণ হয়েছে।"

সেদিন রহমানের চোখ ভিজে উঠল, কিন্তু সেটা দুঃখের নয়—এটা ছিল আনন্দের অশ্রু।

13/08/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন, সবাইকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা রইল!!❤

13/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Kamal Gazi, মাসউদ রানা, Ruhul Amin, Hedaitul Islam, নাঈম রাতুল, Dk Dipta Kar, অদ্ভুত দুনিয়া, Jissa Dhunu, ماريا أختر مايشا, MD Ripon Hosen, বেঁচে আছি তোমার আশায়, Rim Jhim Bristi, Mousumi Halder, Rony Sikder, Jannatul Asim, নজরুল ইসলাম মোঃ, Jabir Ahamed, Azinur Rhaman

10/08/2025

মানুষ তার কৃতকর্মে ফলে একদিন ভোগ করবে।

10/08/2025

গল্প: কৃপণ করিমের পরিণতি

গ্রামের করিম ছিল অদ্ভুত কৃপণ।
টাকা থাকলেও সে নতুন কাপড় কিনত না, ভালো খাবার খেত না, এমনকি অসুস্থ হলেও ডাক্তার দেখাতে যেত না—কারণ, “টাকা খরচ হবে”।

লোকজন বলত, “করিম ভাই, টাকা তো খরচের জন্য, কবর পর্যন্ত তো নিতে পারবেন না।”
কিন্তু করিম শুধু হাসত আর বলত, “আমার টাকা আমি জমাবো, বাকিটা তোমাদের মাথা ব্যথা নয়।”

একদিন করিম হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসার জন্য টাকা ছিল, কিন্তু কৃপণ স্বভাবের কারণে খরচ করল না।
অবস্থা খারাপ হতে হতে শেষমেশ তার মৃত্যু হলো।

তার মৃত্যুর পর গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল—
বিছানার নিচে, আলমারির ভেতরে, এমনকি দেয়ালের গর্তেও লুকানো ছিল সোনার মুদ্রা আর টাকা।

সব জমিয়ে রেখে করিম নিজে কিছুই ভোগ করতে পারল না।
গ্রামের একজন বৃদ্ধ বলল—

“যে মানুষ জীবনে শুধু জমায়, কিন্তু ভোগ করে না, তার টাকা শেষ পর্যন্ত অন্যের হয়।”

Address


Alerts

Be the first to know and let us send you an email when মেসার্স ভাই বোন ষ্টোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share