Lazy mom Diary

Lazy mom Diary A Lazy Momma
(8)

16/07/2025

রাজায় রাজায় যুদ্ধ হয়
নলখাগড়ার প্রাণ যায়🥲

15/07/2025

Lazy mumma vlog😊 ঘুরুঘুরু

আপনার ছটফটে , চঞ্চল , মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইসে আসক্ত শিশুকে প্রকৃতির সান্নিধ্যে কখনো এনেছেন? মাটি মানেই ময়লা এমন ...
15/07/2025

আপনার ছটফটে , চঞ্চল , মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইসে আসক্ত শিশুকে প্রকৃতির সান্নিধ্যে কখনো এনেছেন? মাটি মানেই ময়লা এমন নিশ্চয় ভেবেছেন?😊

একবার চেষ্টা করুনতো প্রকৃতির সাথে তার বন্ধুত্ব করাতে। কিছুটা পরিবর্তন নিশ্চয়ই দেখতে পারবেন।
আমরা নিজেরাই অভিযোগ করি, অবসরে তো কিছু করার নেই, তাই বাধ্য হয়ে টিভি দেখে।🥲
এক্সট্র কারিকুলাম কী গার্ডেনিং হতে পারেনা? বারান্দার একপাশে ওর জন্য একটা স্পেস রাখুন

ছোটো ছোটো টব কিনে দিন।
গার্ডেনিং কীট উপহার দিন।বীজ কিনে দিন।
মাঝেমাঝে নার্সারিতে নিয়ে তার পছন্দের গাছ কিনতে বলুন।
নিজের হাতে মাটি তৈরী করে বীজ বুনতে দিন।
যখন বীজ থেকে চারা হবে সেই চারার যত্ন করতে শেখান।
দেখবেন রেসপনসিবিলিটি বুঝবে।🥰

নিজের লাগানো গাছে যখন ফুল আসবে ,নিজের কাজের প্রতি তার আত্মবিশ্বাস বাড়বে।
আবার যখন বীজ থেকে কখনও চারা হবে না বা কোনো গাছ মারা যাবে । এটা তাকে শেখাবে, চাইলই সব হয়না , পাওয়া যায় না। এর জন্য সময়, পরিশ্রম আর ধর্য্যের প্রয়োজন হয়।😊
বাগানে যখন তার গাছের ফুলে প্রজাপতি , ফড়িং বেড়াতে আসবে, নতুন বন্ধুদের পেয়ে তখন তার হাসিমাখা মুখ দেখে আপনিও নিশ্চয়ই কিছুটা চিন্তা মুক্ত হবেন।🥰🥰

Lazy mom Diary

14/07/2025

রেইনলিলিতে এখনও ফুল আসছে না?

10/07/2025

টবের মধুমালতীতে ফুল আসছে না।?

08/07/2025

বর্ষায় ইনডোর প্লান্টে ফাঙ্গাসের সংক্রমণ।

07/07/2025

টবের পুরনো মাটি উর্বর কীভাবে করবো?

পুরুষ যেহেতু কোনোকিছুতেই আটকাচ্ছে না। তাহলে আশপাশের নারীদের আটকান😜 কীভাবে? সবসময় স্বামীর বদনাম করবেন। এমনভাবে প্রেজেন্ট...
05/07/2025

পুরুষ যেহেতু কোনোকিছুতেই আটকাচ্ছে না। তাহলে আশপাশের নারীদের আটকান😜
কীভাবে?
সবসময় স্বামীর বদনাম করবেন। এমনভাবে প্রেজেন্ট করবেন যেনো মানুষ মনে করে ,এর মতো খারাপ লোক হয়না।
শুরুটা করবেন অসুখ দিয়ে।
বলে বেড়াবেন তার অনেক ধরনের ছোঁয়াচে রোগ আছে।😜তাছাড়া ভদ্রলোক খুব নোংরা। যেমন- ওয়াশরুম থেকে বের হয়ে হাত ধোয়না, সপ্তাহে একদিন গোসল করে😁 দাঁতে পোকা😜
চেষ্টা করবেন বোঝাতে , তার টাকা পয়সা নাই। আপনার বাবার বাড়ি থেকে এনে সংসার চালাতে হয়। আর তার বেতন তাদের পরিবারের আগের লোন শোধ করতেই চলে যায়।
নিয়মিত মারধরের কথাও সাথে যুক্ত করতে পারেন। বলতে পারেন চুরির অভ্যাসের কথা। যেমন- রেস্টুরেন্ট থেকে সসের প্যাকেট, চিনির প্যাকেট , ব্যূফে থেকে ডিম চুরির ঘটনা।😜
এসবও কম মনে হলে ,
শেষ করবেন, মানসিক রোগ দিয়ে। বলবেন, বিয়ের কয়েক বছর পর আপনি অল্প অল্প বুঝতে পারেন। চিকিৎসা চলছে। কিন্তু বর্ষাকালে অসুখটা বাড়ে।😜 আর যখন মাথার সমস্যা বেশী হয়, সবার সাথে হাসিমুখে কথা বলে, মাঝেমধ্যে কফি খাওয়ার অফার দেয়। 😁😁😁

যাই হোক, আমি একটা প্রাথমিক ধারণা দিলাম, আপনারা নিজেরাও খুঁজে দেখেন নতুন আইডিয়া পান কিনা😜

সত্যি বলতে কি, ভালোবাসা অদৃশ্য সুতার মতো। দেখা যায়না , ছোয়া যায়না। যে যাবার যাবেই।🥲

এবার ঝামেলার কথা বলি🥹

হঠাৎ করে বাসার খালা ছুটিতে । কোনোরকমে সেই কষ্ট সামাল দিতে দিতে ওয়াশিং মেশিনের সুইচ নষ্ট।🥹 মিস্ত্রী কল দিলাম, একদিন পরের এপয়েনমেন্ট দিলো😊

তো, এই হচ্ছে অবস্থা। পুরা বাড়ি এলোমেলো। সেদিন শাহানা আপা কাপড়ের স্তূপ দেখে অবাক😜কন্যার যেহেতু ছুটি তাই তার সাথেই পুরোটা সময় । সকালে রান্না পাতিল, দুপুরে রেস্টুরেন্ট খেলা আর বিকেলে লুকোচুরি😜

নতুন ভিডিও কাল দেওয়ার চেষ্টা করবো। কমেন্টে জানাতে পারেন ভিডিও নিয়ে সাজেশন থাকলে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lazy mom Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lazy mom Diary:

Share