05/07/2025
পুরুষ যেহেতু কোনোকিছুতেই আটকাচ্ছে না। তাহলে আশপাশের নারীদের আটকান😜
কীভাবে?
সবসময় স্বামীর বদনাম করবেন। এমনভাবে প্রেজেন্ট করবেন যেনো মানুষ মনে করে ,এর মতো খারাপ লোক হয়না।
শুরুটা করবেন অসুখ দিয়ে।
বলে বেড়াবেন তার অনেক ধরনের ছোঁয়াচে রোগ আছে।😜তাছাড়া ভদ্রলোক খুব নোংরা। যেমন- ওয়াশরুম থেকে বের হয়ে হাত ধোয়না, সপ্তাহে একদিন গোসল করে😁 দাঁতে পোকা😜
চেষ্টা করবেন বোঝাতে , তার টাকা পয়সা নাই। আপনার বাবার বাড়ি থেকে এনে সংসার চালাতে হয়। আর তার বেতন তাদের পরিবারের আগের লোন শোধ করতেই চলে যায়।
নিয়মিত মারধরের কথাও সাথে যুক্ত করতে পারেন। বলতে পারেন চুরির অভ্যাসের কথা। যেমন- রেস্টুরেন্ট থেকে সসের প্যাকেট, চিনির প্যাকেট , ব্যূফে থেকে ডিম চুরির ঘটনা।😜
এসবও কম মনে হলে ,
শেষ করবেন, মানসিক রোগ দিয়ে। বলবেন, বিয়ের কয়েক বছর পর আপনি অল্প অল্প বুঝতে পারেন। চিকিৎসা চলছে। কিন্তু বর্ষাকালে অসুখটা বাড়ে।😜 আর যখন মাথার সমস্যা বেশী হয়, সবার সাথে হাসিমুখে কথা বলে, মাঝেমধ্যে কফি খাওয়ার অফার দেয়। 😁😁😁
যাই হোক, আমি একটা প্রাথমিক ধারণা দিলাম, আপনারা নিজেরাও খুঁজে দেখেন নতুন আইডিয়া পান কিনা😜
সত্যি বলতে কি, ভালোবাসা অদৃশ্য সুতার মতো। দেখা যায়না , ছোয়া যায়না। যে যাবার যাবেই।🥲
এবার ঝামেলার কথা বলি🥹
হঠাৎ করে বাসার খালা ছুটিতে । কোনোরকমে সেই কষ্ট সামাল দিতে দিতে ওয়াশিং মেশিনের সুইচ নষ্ট।🥹 মিস্ত্রী কল দিলাম, একদিন পরের এপয়েনমেন্ট দিলো😊
তো, এই হচ্ছে অবস্থা। পুরা বাড়ি এলোমেলো। সেদিন শাহানা আপা কাপড়ের স্তূপ দেখে অবাক😜কন্যার যেহেতু ছুটি তাই তার সাথেই পুরোটা সময় । সকালে রান্না পাতিল, দুপুরে রেস্টুরেন্ট খেলা আর বিকেলে লুকোচুরি😜
নতুন ভিডিও কাল দেওয়ার চেষ্টা করবো। কমেন্টে জানাতে পারেন ভিডিও নিয়ে সাজেশন থাকলে।