Muhammad Bin Mahbub

Muhammad Bin Mahbub সঙ্গি হওয়ার জন্য চালাকের চেয়ে বিশ্বস্ততার বেশি প্রয়োজন..!🙂🫰🖤

প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়

মাওঃ মাহবুব আল বারী
জন্ম কুমিল্লা জেলার,দেবিদ্বার থানার, ইক্বরা নগরী গ্রামে। সুস্থ সংস্কৃতির শিক্ষা পারিবারিকভাবে পেয়েই বেড়ে উঠেছেন। মাহবুব আল বারী মরহুম নিজাম উদ্দিন সাহেবের ৬ ছেলের মধ্যে ৫ম ছেলে।

তাকমীল ফীল হাদীস সমাপন করেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুম মিরপুর-১থেকে, এবং প্রার্থমিক শিক্ষা অর্জন করেন ঐতিহ্যবাহী রামপুর ইসলামিয়া কাসেমুল উলুম মাদরাসা থেকে।

শিল্পী মাহবুব আল বারী শৈশব থ

েকেই বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে নাশীদ গেয়ে মুগ্ধ কর‍ত দর্শক শ্রোতাদের। বিভিন্ন ইসলামি অনুষ্ঠানের মঞ্চে ইসলামি সংগীত গাইতেন।

সংগীত জগতের হাতেখড়ি নিজ এলাকার বড় ভাই মাওলানা ক্বারী রফিকুল্লাহ সাদী আল আজহারীর মাধ্যমে হলেও পরবর্তীতে মাহবুব আল বারীর প্রতিভার বিকাশ ঘটে কলরব প্রধান হাঃ মাওলানা আবু সুফিয়ান সাহেবের হাত ধরেই কলরবে এসে। ২০০৯সালে দামামা শিল্পী গোষ্টি থেকে "বিজয় ধ্বনী" এলবাম দিয়ে দিয়ে সংগীত অঙ্গনে পথচলা শুরু করেন।

বর্তমানে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান তালিমুল আখিরাহ ঢাকা মাদ্রাসায় শিক্ষকতা করছেন দক্ষতার সঙ্গে। এবং আইনুদ্দীন আল আজাদ রহ. এর প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিশু বিভাগের দায়িত্ব পালন করছেন।

কলরবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এ পর্যন্ত তাঁর নিজের গাওয়া ও সম্মেলিতভাবে গাওয়া সংগীতগুলো হলো।

১. বটবৃক্ষ বাবা
২.নাজরানা
৩. একটু ছায়া দিও
৪. লাব্বাঈক
৫. বাংলার কথা
৬.তুমি পারবে
৭.নবী মুহাম্মদ (সাঃ)
৮.খুশীর ঈদ
৯.তীর হারা
১০. ধর্ষণ
১১. আগুন
১২. সন্দীপ
১৩. সুবহানাল্লাহ
১৪. আল্লাহুম্মা
১৫. হাতপাখা জিন্দাবাদ
১৬. শাদী মোবারাক
১৭. কুরবানী ত্যাগের মহিমা
১৮.মুক্তির দাবী
১৯. স্বাধীনতার গজল
২৯. লাব্বাঈক-২
২২.ভানবাসি
২৩.ইয়া রব
২৪.পাক জমিন
২৫.জেগে উঠো সহ অন্যান্য

মাহবুব আল বারী বর্তমান সময়ের একজন জনপ্রিয় সংগীত শিল্পী । তাঁর স্টেইজ পারফর্ম দর্শক-শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে।
আল্লাহ সুবহানাহু তাআ'লা সুস্থ- সংস্কৃতি বিকাশে
এই গুণী শিল্পীর দীর্ঘ নেক হায়াতে তাইয়্যেবাহ দান করুন, আমীন।

বাবা আমাকে চমচম( চশমা) কিনে দাও.....
08/07/2025

বাবা আমাকে চমচম( চশমা) কিনে দাও.....

আল্লাহ কবুল করুক।
20/06/2025

আল্লাহ কবুল করুক।

কা'বার মেহমান 🌸❤️ক্ষুদে হাজী সাহেবান 🥰
06/06/2025

কা'বার মেহমান 🌸❤️
ক্ষুদে হাজী সাহেবান 🥰

মুহাম্মদের পছন্দের পোষাক।
20/05/2025

মুহাম্মদের পছন্দের পোষাক।

Our Eid  Ghibli style
01/04/2025

Our Eid Ghibli style

08/04/2024

শহরের পোলাপান যখন গ্রামে আসে।

একঝাঁক কিউউটের ডিব্বা।
16/03/2024

একঝাঁক কিউউটের ডিব্বা।

11/03/2024

এই রমজানে অনেক মানুষই নাই। যারা গত রমজানে আমাদের সাথে ছিলেন।

সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে..  আলহামদুলিল্লাহ 🍂
10/03/2024

সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে..
আলহামদুলিল্লাহ 🍂

চাচ্চুরা কেমন আছো???
08/03/2024

চাচ্চুরা কেমন আছো???

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Bin Mahbub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Bin Mahbub:

Share