Madhu's day

Madhu's day All praise is due to Allah, who created us.❤️

09/08/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Leon Litu

মায়ের হাতে রান্না , গরুর কলিজা ভূনা। অতুলনীয় স্বাদ! ❤️❤️    #    ゚
08/08/2025

মায়ের হাতে রান্না , গরুর কলিজা ভূনা। অতুলনীয় স্বাদ! ❤️❤️ # ゚

05/08/2025

যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনে খুব বিশ্রীভাবে ঠকে যাওয়ার পর মনের অবস্থা ভীষণ খারাপ হয় আমার মতো, 😭😭
তাদের মন ভালো করার জন্য কিছু টিপস দিয়ে রাখলাম, ট্রাই করে দেখতে পারো।😒
যা আমি এখন করছি..🥹

1. নিজেকে দোষ দিও না
এটা তোমার ভুল না, বরং একটা শিক্ষা। পরেরবার তুমি আরও সাবধানে কিনবে।
2. নিজের সঙ্গে একটু ভালো ব্যবহার করো
নিজের জন্য একটু চা বা কফি বানাও, প্রিয় কিছু খাও। Treat yourself — তুমি এটা ডিজার্ভ করো।
3. একটু হালকা কিছু করো
কোনো হালকা মুভি দেখো বা গান শুনো। যেটা তোমার মন ভালো করে দেয়।
4. কারও সাথে শেয়ার করো
কাছের বন্ধু বা পরিবারের কারো সাথে কথা বলো, তারা তোমার মনের চাপটা বুঝতে পারবে।

🔄 প্র্যাক্টিকাল দিক:

1. রিভিউ দাও

যেখান থেকে কিনেছো, সেখানে রিভিউ দিয়ে অন্যদের সতর্ক করো। এটা একটা ভালো কাজ।

2. রিফান্ড/কমপ্লেইন চেষ্টা করো

যদি সম্ভব হয়, ওয়েবসাইটে বা অ্যাপে রিপোর্ট করো। অনেক সময় তারা রেসপন্স দেয়।

3. ধোঁকাবাজি নিয়ে একটু পড়াশোনা করো

ভবিষ্যতে যাতে আর এমন না হয়, সে জন্য অনলাইন কেনাকাটার নিরাপদ টিপস পড়ে ফেলো।

🌤️ মন ভালো করার কিছু পজিটিভ ভাবনা:

> "একটা খারাপ অভিজ্ঞতা মানেই সব শেষ না, এটা ভবিষ্যতের জন্য একটা সোজা পথ দেখিয়ে দিলো।"

> "হারানোর মধ্যেও শেখার কিছু থাকে — আজকে আমি একটু বেশি সচেতন হলাম।

পুঁই ডগা 💚 ゚
05/08/2025

পুঁই ডগা 💚


অস্থির হয়ে আপনার যোগ্যতা এবং এনার্জি অসময়ে এবং অপাত্রে নষ্ট করবেন না। সময় আপনাকে আপনার নির্ধারিত নিয়তি র কাছে পৌঁছে ...
05/08/2025

অস্থির হয়ে আপনার যোগ্যতা এবং এনার্জি অসময়ে এবং অপাত্রে নষ্ট করবেন না। সময় আপনাকে আপনার নির্ধারিত নিয়তি র কাছে পৌঁছে দেবে। তখন আপনার সব সামর্থ্য সব যোগ্যতা যথেষ্ট পরিমাণে সঞ্চিত না থাকলে আপনি সফল হবেন না। জীবন উপভোগ করতে পারবেন না। কাজেই সবকিছু নিয়ে অপেক্ষা করেন। সময়ের আগে স্বর্গ পাওয়াও ভালো না।

-সংগৃহীত



ঐ দেখা যায় তাল গাছ.. 🤔শাকিব খান বুবলিকে তালগাছ দেখাইতাসে, বুবলি দেখতে পাচ্ছে না! 🙃
04/08/2025

ঐ দেখা যায় তাল গাছ.. 🤔

শাকিব খান বুবলিকে তালগাছ দেখাইতাসে, বুবলি দেখতে পাচ্ছে না! 🙃

03/08/2025

কি একটা দূর্ঘটনা ঘটে গেলো ফেসবুকে! 😒
কেউ হাসে, কেউ কান্দে। 🙂

Life in America! শাকিববুবলি
03/08/2025

Life in America! শাকিববুবলি




02/08/2025

"দেবদাস" উপন্যাসের শেষের দিকে একটা লাইন খেয়াল করবেন-
দেবদাস ভাবিয়াছিলো তাহাকে ছাড়া পার্বতী মরিয়া যাইবে, অথচ তাহার জ্বরটুকু অবধি আসিলো না।"

আমার অবশ্য মাথা ও কান গরম হয়ে চুল ভিজে গেছিল। কিছুক্ষণ সেন্স ঠিকঠাক কাজ করেনি। তারপর একবার বমি হয়েছে মাত্র।

পার্বতীর জ্বর কেনো আসেনি জানেন?
কারণ পার্বতী দেবদাসকে প্রচণ্ড ভালোবাসতো ঠিকই, কিন্তু সে ভালোবাসার কাছে নিজের আত্মসম্মানকে সস্তা দামে বিক্রি করেনি। দেবদাসকে ভালোবেসে বিনিময়ে পার্বতী শুধু পেয়েছিলো অপেক্ষা, উপেক্ষা, অপমান আর লাঞ্ছনা। তবুও সে সবকিছু মেনে নিয়ে দেবদাসের হয়েই সারাজীবন থাকতে চেয়েছিলো। তার ভালোবাসা নিখাদ ছিলো বলেই লোকলজ্জা ভুলে সমাজের সব অপমান-অপবাদ মাথা পেতে নিয়ে সবার সামনে সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছিলো। কিন্তু যখন দেবদাস সেই ভালোবাসার দাম দিতে ব্যর্থ হলো, পার্বতীর আত্মসম্মানে আঘাত করলো, পার্বতী তখন দেবদাসকে ত্যাগ করতে এক মুহূর্তও খরচ করেনি- সেই দেবদাসকে যে তার ছোটবেলার খেলার সাথী, কৈশোরের দীর্ঘ অপেক্ষা এবং যৌবনের প্রেম। সারাজীবন পার্বতীর ধ্যান-জ্ঞান সর্বস্ব জুড়ে ছিলো শুধু দেবদাস। কিন্তু জীবনসঙ্গী হিসেবে পার্বতী বেছে নেয় এমন খাপছাড়া একজনকে যে তার বয়সে বহুগুণ বড়, বিপত্নীক এবং তিন সন্তানের জনক। কেনো এমন একজনকে বেছে নিয়েছিলো জানেন? অনেকে বলবে অর্থবিত্ত আর সামাজিক মর্যাদার জন্য। না, পার্বতী তাকে বেছে নিয়েছিলো কারণ সে পার্বতীকে তার প্রাপ্য সম্মানটুকু দিয়েছিলো, সমাজে সবার সামনে পার্বতীর হাত ধরে তাকে স্ত্রীর মর্যাদা দিতে সে কার্পণ্য করেনি।
যে পার্বতীর ভালোবাসা অনেকের কাছে আরাধ্য, সেই ভালোবাসা পেয়েও হতভাগা দেবদাস বাকিটা জীবন কাটালো পার্বতীকে না পাওয়ার আফসোস নিয়ে। আত্মঅহমিকা আর কাপুরুষতার কষাঘাতে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত পার্বতীর সদর দরজার সামনে এসেই সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলো- বুকে এক আকাশ সমান যন্ত্রণা, অনুশোচনা আর প্রায়শ্চিত্তের অগ্নিদগ্ধ চিতা নিয়ে।

পুরুষের ভালোবাসা এমনই। যা কিছু সহজে ধরা দেয়, পুরুষ তার কদর করতে জানে না। সহজলভ্য ভেবে অবহেলা করে। কিন্তু নারী যাকে ভালোবাসে তার জন্য পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করতে দ্বিধা করে না। তবে যখন সেই ভালোবাসার মানুষটাই মূল্যায়ন না করে, অবহেলা করে, আত্মসম্মানকে দুমড়ে মুচড়ে দেয়, তখন তাকে ত্যাগ করতেও নারীর দু'বার ভাবতে হয় না। একটা নারী কখনোই হুট করে ছেড়ে চলে যায় না। সে আপনাকে বারবার সুযোগ দিবে, সময় দিবে। এরপরও যদি আপনি তার ভালোবাসাকে অপমান করতেই থাকেন, তাহলে সে আপনাকে এমনভাবে ছেড়ে চলে যাবে যেনো আপনার কোনো অস্তিত্ব কখনও ছিলোই না। নারীর নীরবতাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রতিশোধ। নারীর ভালোবাসা যেমন ভয়ংকর, তেমনই তার ঘৃণার তীব্রতাও অসহনীয়।

"ভালোবাসি" শুধু মুখে বললেই হয় না, দায়িত্ব নিতে জানতে হয়, লোকচক্ষুর অন্তরালে নয় বরং প্রকাশ্যে ভালোবাসার স্বীকৃতি দিতে জানতে হয়। যদি কাউকে ভালো রাখার দায়িত্ব আপনি নিতে না পারেন, তাহলে তার জীবনের সাথে জড়ানোরও কোনো দরকার নেই।

Lailee Yesmeen

দারুন লেখা। ♥️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madhu's day posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share