
24/07/2025
তিনটি কফিন, তিনটি ফুলের মতো জীবন, একটাই পরিবার…একই পিতা-মাতার তিন সন্তান — দুই ভাই, এক বোন।
বিমান দুর্ঘটনার ভয়াল আগুন কেড়ে নিলো তাদের হাসিমুখ।
জীবনের প্রতিটি স্বপ্ন, প্রতিটি প্রার্থনা যেন ছাই হয়ে গেলো এক মুহূর্তে।
আজ এক বাবা নিজের হাতে দাফন করলেন তিনটি সন্তানের নিথর দেহ।
আজ এক মা স্তব্ধ, নিস্তব্ধ, শুন্য… তার কোলের আলো নিভে গেছে চিরতরে।
আর কখনো তারা "মা", "বাবা" ডাক শুনবেন না।
তারা শুধু সন্তান হারাননি, বাংলাদেশ তার ভবিষ্যৎ হারালো ❞
আজকের শিশু, আগামী দিনের সূর্য। আর আমরা কি তাদের বাঁচাতে পারছি?
জবাব চাই, দায় কোথায়? ব্যবস্থাপনা কোথায়? সচেতনতা কোথায়?
আহারে জীবন… কত অমূল্য, আর কত অনিরাপদ।
Note :photo generated by Ai
#শেষবিদায়
#তিনভাইবোন