Sanjida Sampa's World

Sanjida Sampa's World আমি গল্পকার, জীবনের গল্প লিখি। ভালোবাসি প্রকৃতি আর তার ভিডিও করতে । লিখি কবিতা আর চেষ্টা করি তা নিজের কন্ঠে ধারন করতে।
(1)

শুক্রবারের দুপুর  #শুভদুপুর
25/07/2025

শুক্রবারের দুপুর
#শুভদুপুর

"সালাতের বৈধ সময় থেকে বিলম্বে সালাত আদায় করা মাকরুহ" মুসলিম /অনুচ্ছেদ 86আসসালামুয়ালাইকুম জুম্মা মুবারক  #শুভ সকাল    ...
25/07/2025

"সালাতের বৈধ সময় থেকে বিলম্বে সালাত আদায় করা মাকরুহ" মুসলিম /অনুচ্ছেদ 86
আসসালামুয়ালাইকুম জুম্মা মুবারক
#শুভ সকাল


একটা দূর্ঘটনা শতশত মৃত্যু লাখো লাখো স্বপ্নের বিনাস,কোটি কোটি মানুষের আর্তনাদ।কয়েক দিন পর সবকিছু শান্ত।আবার নতুন একটা ঘট...
24/07/2025

একটা দূর্ঘটনা শতশত মৃত্যু
লাখো লাখো স্বপ্নের বিনাস,
কোটি কোটি মানুষের আর্তনাদ।
কয়েক দিন পর সবকিছু শান্ত।

আবার নতুন একটা ঘটনা,
আবার আন্দোলন, অবরোধ ,
লংমার্চ ,ঘেরাও আরও কত কি!
আবার অসান্ত রাজপথ,
তদন্ত কমিটি,কেন হলো কিভাবে হলো?,
নানা কথা নানা বিশ্লেষণ,

দূর্ঘটনা, নাকি, ষড়যন্ত্র , নাকি হামলা!
দূর্ঘটনার ছবি দিয়ে ফেসবুক ভরে যায়,
বিভিন্ন ষ্ট্যাটাস, হয়ে উঠি সবাই বিশেষজ্ঞ!
কয়েক দিন পর আবার সবকিছু শান্ত।
আবার নতুন কোন ঘটনা।

মাঝে মাঝে মনে হয়, কি এক গোলক ধাঁধায়
পরে আছি গোটা মানবজাতি ,
এতো অহংকার এত ক্ষমতাধর রাজা বাদশা
বিজ্ঞানী,
এক মূহুর্ত পরেই কার কি হবে
সেই কথাটি আমরা কেউ না জানি।

"রহস্যময় দুনিয়া"
✍🏼সানজিদা শম্পা
২২/০৭/২০২৫
#কবিতা
#মাইলষ্টোনট্রাজেডী

আবার একটা নতুন সকাল এসেছে। বাবা মায়েরা সন্তানদেরকে নিয়ে বৃষ্টি ভেজা সকালেও স্কুলে যাচ্ছে। সব আগের মতই আছে।কিন্তু মাইলস...
24/07/2025

আবার একটা নতুন সকাল এসেছে। বাবা মায়েরা সন্তানদেরকে নিয়ে বৃষ্টি ভেজা সকালেও স্কুলে যাচ্ছে। সব আগের মতই আছে।
কিন্তু মাইলস্টোন স্কুলের অনেক বাবা মাকে সন্তানেরা একেবারে মুক্তি দিয়ে গেল ।আর সকাল বেলা তাদের খুব ভোরে ঘুম থেকে উঠতে হবেনা,টিফিন বানাতে হবে না, পরীক্ষা নিয়ে টেনশন করতে হবে না। পড়াশুনা নিয়ে বকাঝকা করতে হবে না।
কিন্তু বাবা-মায়েরাই বুঝে এই অবসরের যন্ত্রণা কত।
হে আল্লাহ তুমি সোনামণিগুলোক নিয়ে নিশ্চয়ই তোমার জান্নাতের সৌন্দর্য বৃদ্ধি করেছো। যারা বেঁচে আছে তাদেরকে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও , আহত, নিহত, সন্তানদের সকল বাবা-মাকে ধৈর্য ধরার ক্ষমতা দাও, আল্লাহ অসীম ক্ষমতা দাও।
#সানজিদা

#শুভসকাল


23/07/2025

প্রকৃতি ও মানুষ
সানজিদা খন্দকার শম্পা
#কবিতা
#সানজিদা

23/07/2025

একটা ছোট্ট মেয়ে মায়ের কথায় খাতা আনার জন্য টিচারের রুমে যেয়ে বেঁচে গেল ।আর মা মেয়ের চোখের সামনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর সহ্য করা যাচ্ছে না এসব দেখে🥲। রাব্বুল আলামিন তুমি ওদের মনোবল বল শক্ত করো। সবাই যেন এই পরিবারগুলোর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি ।যারা গেছে তারা তো জান্নাতবাসী হয়ে গেলে। আর যারা বেঁচে আছে আল্লাহ যেন ওদের দ্রুত সুস্থ করে দেন। ওদের পরিবারগুলোর মনোবল শক্ত করে দেন। আমিন
#সানজিদা

22/07/2025

গতকাল দোকানি ২ লিটার পানি ৬০০ টাকা চেয়েছে,
এক অগ্নিদগ্ধ শিশুর বাবার কাছে।
আমরা কি আসলে মানুষ?

22/07/2025

আল্লাহ আমাদের মাফ করো। মাইলস্টোনের বাচ্চাদের যে সমস্ত ছবি সামনে আসছে সহ্য করা যাচ্ছে না। এক জুলাই থেকে আরেক জুলাই শুধু লাশ আর লাশ।
জানিনা কত পাপ আমরা করে ফেলেছি। আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছে। আজকাল পরহেজগার লোকের অভাব নাই। কিন্তু সত্যি কারের ঈমানদার লোকের বরই অভাব। আমার মনে হয় আমাদের অনেক বেশি তওবা করা উচিত। হয়তো আমাদের বড়দের পাপে আমাদের এই ছোট ছোট সোনার ছেলেমেয়েরা শেষ হয়ে যাচ্ছে। হয়তো আল্লাহ ওদেরকে দিয়ে কোন পাপ করাবে না তাই নিয়ে যাচ্ছে ।
আল্লাহ তুমি এমন ঘটনার পূনরাবৃত্তি আর করোনা।
আমাদের ক্ষমা কর। আমাদের বাচ্চাদের হেফাজত করো। আমিন

22/07/2025

এত খারাপ লাগছে যে ভাষায় প্রকাশ করা কঠিন। আবার একটা সকাল এসেছে ।গতকাল এরকম একটা সকাল এসেছিল ছোট ছোট বাচ্চাগুলোকে মায়েরা ঘুম থেকে টেনে তুলে রেডি করে স্কুলে নিয়ে গেছে। কেউ হয়তো নাস্তা করেছে কেউ করেনি । মাইলস্টোনের বাচ্চাগুলো অনেক দূর দূর থেকে আসে, তাই খুব সকালে আসতে হয়।কেউ হয়তো আরেকটু ঘুমাতে চেয়েছিল। মা ঘুমাতে দেয়নি স্কুলে দেরি হয়ে যাবে তাই। কারো বাবা নিয়ে গেছে ,কারো মা নিয়ে গেছে স্কুলে। চোখ কচলাতে কচলাতে সোনা মনিরা স্কুলে চলে গেছে। দূর দুরান্ত থেকে রাস্তার জ্যাম সকালবেলার গাড়ির হর্ন ,সব সহ্য করে সোনামণিরা স্কুলে গেছে।সারাদিন বন্ধুদের সাথে কেটেছে গল্প করেছে। হয়তো অনেক গল্প ছিল বাসায় যেয়ে মাকে বলবে, বাবাকে বলবে। সোনামণিদের সেই কথা শোনার সৌভাগ্য বাবা মায়েদের হলো না।
সোনামণিরা সবাই না ফেরার দেশে চলে গেল। কেউ হয়তো হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে।

আল্লাহ তুমি সহায় হও তুমি ছাড়া কোন উপায় নাই ।যারা চলে গেল যাদেরকে ভালবেসে নিয়ে গেলে তাদেরকে জান্নাতে পৌঁছে দাও।
যারা অসুস্থ্য হয়ে বিছানায় কাতরাচ্ছে তাদেরকে তুমি সুস্থ করে দাও। বাবা মা আত্মীয়-স্বজনদের ধৈর্য ধরার অসীম ক্ষমতা দাও।
আমরাই সহ্য করতে পারছি না জানি না ওদের বাবা আমি আত্মীয়-স্বজন কিভাবে সইবে।
একমাত্র আল্লাহই ভরসা।
২১/০৭/২০২৫




৫০ টাকার বাচ্চা কাঁঠাল, দারুন মজার খেতে      #শুভদুপুর
21/07/2025

৫০ টাকার বাচ্চা কাঁঠাল, দারুন মজার খেতে
#শুভদুপুর

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanjida Sampa's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sanjida Sampa's World:

Share