শব্দের মায়া

শব্দের মায়া সাহিত্যের ছোঁয়া

কথা কিন্তু সত্যি 🙂
26/07/2025

কথা কিন্তু সত্যি 🙂

Junayet Hasan is no more💔
21/07/2025

Junayet Hasan is no more💔

21/07/2025

Prayers for MileStone,
Prayers for Our Students…🤲

Me And My Pokky
13/07/2025

Me And My Pokky

আসলেই! 🥲🎞️ এ গল্প কার🎬 ফরহাদ আহমেদ ঈশান📺 Danguli
12/07/2025

আসলেই! 🥲

🎞️ এ গল্প কার
🎬 ফরহাদ আহমেদ ঈশান
📺 Danguli

জন্মের মাস অনুযায়ী তোমার বউ এর Wedding Look🥰
12/07/2025

জন্মের মাস অনুযায়ী তোমার বউ এর Wedding Look🥰

নিজের ইচ্ছায় সে এই পৃথিবীতে আসেনি।একটা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলছিল—"আমার জ-ন্ম ...
11/07/2025

নিজের ইচ্ছায় সে এই পৃথিবীতে আসেনি।
একটা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলছিল—
"আমার জ-ন্ম আমার সিদ্ধান্ত ছিল না। আমার বাবা-মা তাদের জৈবিক চাহিদা মেটাতে গিয়ে আমাকে পৃথিবীতে এনেছেন।"
এ যেন নিজের অস্তিত্ব নিয়েই বাবা-মাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো।

অপর পাশে, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন তার কর্মজীবী মা-বাবা।
নিরব, মাথা নিচু, একবারও মেয়ের মুখের দিকে তাকানোর সাহস করেননি।
মেয়ের এমন অভিযোগ শুনে আদালতে উপস্থিত সবার হৃদয় কেঁ-পে উঠলেও, তারা ছিলেন নিঃশব্দ।

মেয়ের উচ্চাকাঙ্ক্ষার কথা তুলে ধরে তার আইনজীবী বললেন—
"সে চায় আমেরিকায় গিয়ে পড়তে। কিন্তু তার মা-বাবার সেই সক্ষমতা নেই।"

বিচারক কথা বলার সুযোগ দিলেও মা-বাবা কোনো কথা বলেননি।
নিরবে মাথা নিচু করে বেরিয়ে গেলেন।

এই তবে সন্তান জন্ম দেওয়ার প্রতিদান?

কিন্তু এখানেই শে-ষ নয়।
এই মেয়ে শুধু অভিযোগ করেই থেমে থাকেনি। তার চাহনি, ভাষা, শ-রী-রী ভাষা— সব কিছুতেই ফুটে উঠেছে এক ধরনের ঔদ্ধত্য, এক ধরনের অ-ব-মা-ন-না-ক-র মনোভাব।
সে যেন বাবা-মা নয়, একজন অ-প-রা-ধীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে!
শুধু ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বললেই কি শিক্ষিত হওয়া যায়?

এই মেয়ের ব্যবহার, তার বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দেখে প্রশ্ন জাগে—
এটা কি শিক্ষার ফল, নাকি এক বিকৃত উচ্চবিলাসের বহিঃপ্রকাশ?

এ ধরনের নোং-রা মনমানসিকতার মেয়েরা সমাজে, শিক্ষায় এবং পরিবারে বিষ ছড়ায়।
তারা নিজের অর্জনের ব্যর্থতা ঢাকতে গিয়ে আ-ঘা-ত করে মা-বাবার আত্মমর্যাদায়।

শিক্ষা কি তাকে মানবিকতা শেখায়নি?
সমাজ তাকে নৈতিকতা দিতে ব্যর্থ হলো কেন?
এই মেয়ে যদি এই সমাজের “সুশিক্ষিত” প্রতিনিধি হয়, তবে আমরা কোথায় দাঁড়িয়ে 🙂

- মমিনুর

এসএসসি পরিক্ষার রেজাল্ট  খারাপ হলে সন্তানকে কোন প্রকার মানসিক চাপ দিবেন না,তার সাথে অন্য কারো তুলনা করবেন না।মনে রাখবেন,...
11/07/2025

এসএসসি পরিক্ষার রেজাল্ট খারাপ হলে সন্তানকে কোন প্রকার মানসিক চাপ দিবেন না,তার সাথে অন্য কারো তুলনা করবেন না।
মনে রাখবেন,এসএসসি পরিক্ষা আবার আসবে সন্তান কিন্তু আর ফিরবে না 🚫

এভাবেও ভালোবাসা যায় ! হয়তো মানুষটা নেই তার সাথে আজ তারপরেও মানুষটা তার সাথে থেকে গেছে এভাবে ❤️🧿
11/07/2025

এভাবেও ভালোবাসা যায় !
হয়তো মানুষটা নেই তার সাথে আজ তারপরেও মানুষটা তার সাথে থেকে গেছে এভাবে ❤️🧿

10/07/2025

সাবধান
রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা,
তুমি কিন্তু মা-বাবার কলিজার টুকরা।
ফ্যাক্ট: SSC রেজাল্ট

ছেলে অস্ট্রেলিয়া থাকে। প্রতিমাসে বাবার একাউন্টে টাকা পাঠায়। বাবা সেখান থেকে কিছু টাকা তুলে সংসার চালায়, বাকী টাকা জমা থ...
09/07/2025

ছেলে অস্ট্রেলিয়া থাকে। প্রতিমাসে বাবার একাউন্টে টাকা পাঠায়। বাবা সেখান থেকে কিছু টাকা তুলে সংসার চালায়, বাকী টাকা জমা থাকে একাউন্টে। গত দুই বছর এভাবেই চলেছে তাদের সংসার। এরই মধ‍্যে ছেলের পাঠানো টাকা জমা হতে হতে দশ লাখে পরিণত হয়েছে।

এবার ছেলে সেই টাকা তার মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে রাখতে চায়। বাবাও তাতে খুশি।

আজ বাবা-মা জনতা ব্যাংক, দাউদকান্দি শাখায় আসেন। তারা যখন আমার সামনে বসা, এ সময় ছেলে আমাকে ফোন দিয়ে অনুরোধ করে- আমি যেনো পুরো দশ লাখ টাকা তার মায়ের হাতে কিছুক্ষণের জন্য তুলে দেই। সে ছেলের কামাইয়ের টাকা নিজ হাতে ছুঁয়ে দেখবে।

তার কথা শোনে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম!

মায়ের সেই ছোট্ট খোকাটি আজ অনেক বড় হয়েছে।

সে কেবল তার কামাইয়ের টাকা পরিমান বা সংখ‍্যা দিয়ে মাকে বুঝাতে চায় না, মায়ের চোখে দৃশ‍্যমান করতে চায়।

দেখো মা- এই টাকা তোমার খোকা তোমার জন‍্য জোগার করেছে!

ছেলের কথাগুলো শোনছিলাম, আর মনে মনে ভাবছিলাম ছোট্ট বেলার “বীরপুরুষ” কবিতাটির কথা-

মনে করো, যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।
তুমি যাচ্ছ পালকিতে, মা, চড়ে
দরজা দুটো একটুকু ফাঁক করে,
আমি যাচ্ছি রাঙ্গা ঘোড়ার ‘পরে
টগবগিয়ে তোমার পাশে পাশে।

আজকাল তো অনেক মায়েরা জানতেই পারে না তার ছেলের রোজগারের খবর !

প্রতিটি মায়ের এমন একটি করে “বীরপুরুষ”থাকুক……❤️

-মোহাম্মদ জসীম উদ্দিন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when শব্দের মায়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share