
20/06/2025
একসময় গাজার ধ্বংসস্তূপ দেখে বিলাসবহুল স্বপ্ন এঁকেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু—‘যেখানে গাজাকে তারা কল্পনায় সাজিয়েছিল ক্যাসিনো আর রিসোর্টের শহর হিসেবে।
আরবের আবেদনময়ী মডেলদের বেলি ড্যান্স, খোলা পোশাকে সূর্যস্নান, ডলারের বৃষ্টি আর “ট্রাম্প গাজা” হোটেল থাকবে। হাজার বছরের আবাসভূমি থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে ভূমধ্যসাগরের উপকূলের এই শহরে বানাবেন পৃথিবীর সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র। ৩০ সেকেন্ডের সেই কল্পনার থ্রিডি ভিডিও শেয়ার করেছিলেন নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
সেই গাজা যদিও এখনো ধ্বংসের ধাক্কায় কাঁপছে-
কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! আজ তেল আবিবের আকাশে বাজে সাইরেন, ছাদে ছাদে আগুন, বাতাসে আতঙ্ক। নেতানিয়াহুর শহরেই এখন যেন সিনেমার সেট—কিন্তু ক্যাসিনো না, ছাই ছিটে থাকা ভবনের পাশে শোক। ডলারের বদলে উড়ছে আগুনধুলো। চারদিকে চিৎকার, বেঁচে থাকার আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ।
গাজা রিভিয়েরা নয়, আর তেল আবিবও নিরাপদ স্বর্গ নয়। খেলাটা এখন উল্টো দিক বেয়ে যাচ্ছে। এখন যদি রিসোর্ট বানাতে হয়, ঠিকানা হয়তো বদলাতে হবে—তেল আবিবে।
ট্রাম্প ও নেতানিয়াহুর সেই স্বপ্নের ক্যাসিনো-রিসোর্ট যেন তেল আবিবে হয়- এই প্রার্থনা।