Hare krishna

Hare krishna হরে কৃষ্ণ, সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুক🌸🙏🙏

দুর্ঘটনার ভয়াবহতা দেখে চোখের জল ধরে রাখা অসম্ভব, ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের উপরে বিমান দুর্ঘটনায় বহু ছাত্...
21/07/2025

দুর্ঘটনার ভয়াবহতা দেখে চোখের জল ধরে রাখা অসম্ভব, ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের উপরে বিমান দুর্ঘটনায় বহু ছাত্র-ছাত্রী হতাহত।ঘটনার বর্ণনা করা কঠিন।

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম্।উর্বারুকম্ ইব বন্ধনান্ মৃত্যোর্মুক্তীয় মাঽমৃতাত্॥শ্রাবণ মাসের প্রথম সোমবার...
21/07/2025

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম্।
উর্বারুকম্ ইব বন্ধনান্ মৃত্যোর্মুক্তীয় মাঽমৃতাত্॥

শ্রাবণ মাসের প্রথম সোমবারে মহাদেব পূজার গুরুত্ব 🌿

শ্রাবণ মাস হিন্দু ধর্মে ভগবান শিবের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ মাস। বিশেষ করে সোমবার, যা স্বয়ং মহাদেবের দিন বলে গণ্য করা হয়, এই দিনে পূজা করলে শিবভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়।
📜 পৌরাণিক মতে:

সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ উঠে আসে, তখন তিনলোকের কেউ তা ধারণ করতে পারেননি। তখন ভগবান শিব সেই বিষ পান করেন পৃথিবী ও জীবের রক্ষা করার জন্য। এই ঘটনার পর দেবতারা শ্রাবণ মাসে মহাদেবকে গঙ্গাজল দিয়ে অভিষেক করেন, যাতে তাঁর কণ্ঠের বিষের প্রভাব কমে যায়। তখন থেকেই এই মাসে গঙ্গাজল, দুধ ও বেলপাতা দিয়ে শিবের পূজার প্রচলন শুরু হয়।

🕉️ পূজার গুরুত্ব:

জীবনের সকল বাধা ও কষ্ট দূর হয়
মানসিক শান্তি ও আত্মিক উন্নতি হয়
অবিবাহিতদের শুভ বিবাহের সুযোগ আসে
দাম্পত্য জীবনে মঙ্গল ও ঐক্য বজায় থাকে
কর্ম ও জীবনে সাফল্য লাভ হয়।
শ্রাবণের প্রথম সোমবার শিবের পূজা মানেই আত্মসমর্পণ, শুদ্ধি ও আশীর্বাদ লাভের এক মহাশুভ সুযোগ।

🔱 ওম নমঃ শিবায় 🔱 fans

সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ।অহং ত্বাং সর্বপাপে ভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ॥"অর্থাৎ —  সব ধর্ম ত্যাগ করে, শুধু ...
20/07/2025

সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ।
অহং ত্বাং সর্বপাপে ভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ॥"

অর্থাৎ — সব ধর্ম ত্যাগ করে, শুধু আমার শরণাগত হও; আমি তোমার সমস্ত পাপ মোচন করব – ভয় করো না। 🙏🙏।

জয় শনিদেব 🙏🙏শনি দেব শাস্তি দেন না, তিনি শিক্ষা দেন। তাঁর দৃষ্টি ভয়ংকর হলেও তাঁর কৃপা মোক্ষদায়ক।" 🌸🙏🙏
19/07/2025

জয় শনিদেব 🙏🙏
শনি দেব শাস্তি দেন না, তিনি শিক্ষা দেন। তাঁর দৃষ্টি ভয়ংকর হলেও তাঁর কৃপা মোক্ষদায়ক।" 🌸🙏🙏

কর্মণ্যে-বাধিকারস্তে মা ফলেষু কদাচন"অর্থ – তোমার কাজ করার অধিকার আছে, ফল নিয়ে চিন্তা করো না।বিশ্লেষণ:গীতা অনুসারে, আমরা...
15/07/2025

কর্মণ্যে-বাধিকারস্তে মা ফলেষু কদাচন"
অর্থ – তোমার কাজ করার অধিকার আছে, ফল নিয়ে চিন্তা করো না।
বিশ্লেষণ:
গীতা অনুসারে, আমরা শুধু আমাদের কর্তব্য পালন করবো, ফলাফল ঈশ্বরের হাতে। এই ভাবনায় অহংকার কমে, মানসিক শান্তি বাড়ে এবং আত্মত্যাগের মাধ্যমে ভক্তির উন্মেষ হয়।🙏🙏🙏 fans

অহং সর্বস্য প্রভাবো মত্তঃ সর্বং প্রবর্ততে।ইতি মত্ত্বা ভজন্তে মাং বুধা ভাবসমন্বিতাঃ॥অর্থ:আমি সকল কিছুর উৎস এবং সব কিছু আম...
13/07/2025

অহং সর্বস্য প্রভাবো মত্তঃ সর্বং প্রবর্ততে।
ইতি মত্ত্বা ভজন্তে মাং বুধা ভাবসমন্বিতাঃ॥
অর্থ:
আমি সকল কিছুর উৎস এবং সব কিছু আমার থেকেই প্রসারিত হয়।
এইভাবে জেনে জ্ঞানীরা পরম ভক্তিভরে আমায় উপাসনা করে। 🙏🙏

হরে কৃষ্ণা,,,,,, শুভ সন্ধ্যা। সবাই  সন্ধ্যাবেলা ভগবানের নাম শরণ করি 🌸🌸🌸
11/07/2025

হরে কৃষ্ণা,,,,,, শুভ সন্ধ্যা। সবাই সন্ধ্যাবেলা ভগবানের নাম শরণ করি 🌸🌸🌸

হরে কৃষ্ণ,, শুভ সকাল❤️
09/07/2025

হরে কৃষ্ণ,, শুভ সকাল❤️

কৃপয়া পারয়োপেতং মং অচ্যুত কেশব।জানামী ত্বাং জনার্দনং, ভজামি ত্বাং জনার্দন॥অর্থ: হে অচ্যুত! হে কেশব! দয়া করে আমাকে পার ...
30/06/2025

কৃপয়া পারয়োপেতং মং অচ্যুত কেশব।
জানামী ত্বাং জনার্দনং, ভজামি ত্বাং জনার্দন॥

অর্থ: হে অচ্যুত! হে কেশব! দয়া করে আমাকে পার করো।
আমি জানি তুমি জনার্দন, তাই তোমাকেই আমি ভজনা করি।🙏🙏 fans

27/06/2025

🌸জয় জগন্নাথ🌸
শুভ রথযাত্রা শুভেচ্ছা সবাইকে,, প্রনাম জানাই 🙏🙏

26/06/2025

প্রিয় ভক্ত ও অনুসারীরা,
আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে আজ আমি এগিয়ে চলেছি। যদি আপনারা, আমার কাজকে পছন্দ করেন, যদি আমার শেয়ার করা ভক্তিমূলক ভিডিও, ছবি বা কথা আপনাকে ছুঁয়ে যায় — তাহলে এখন থেকে আপনি আমাদের Facebook Stars দিয়ে সমর্থন করতে পারেন 🙏

🟡 স্টার পাঠানো মানেই আমার কাজের প্রতি আপনার উৎসাহ আর সমর্থন।
🟡 এই সমর্থন আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে।
🟡 এটি এক ধরনের শুভকামনা, ভালোবাসা ও সহযোগিতা।❤️

🙏 আপনি যদি চান আমার পাশে থাকতে, আমাকে আরো ভালো কিছু উপহার দিতে — তাহলে আপনার পাঠানো ১টি স্টারও আমাদের জন্য অমূল্য 💛

➡️ ভিডিও দেখার সময় "Give Stars" বা "স্টার পাঠান" বাটনে ক্লিক করে আপনি খুব সহজেই Stars পাঠাতে পারেন।

আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে এগিয়ে চলুক এই ভক্তিময় যাত্রা।
ধন্যবাদ 💐 হরে কৃষ্ণ ❤️❤️🙏🙏🙏

জয় গীতা,,জয় শ্রী কৃষ্ণ ❤️🙏🙏  fans
25/06/2025

জয় গীতা,,জয় শ্রী কৃষ্ণ ❤️🙏🙏 fans

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Hare krishna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hare krishna:

Share