Mehendi by Afrin

Mehendi by Afrin Share of joy...

Simple design...    ゚
01/08/2025

Simple design...

জীবনে শান্তি সবকিছু না, অশান্তির ও দরকার আছে বলে যখন শশুর বাড়ি যাই এবং এবং এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যখন এই সলুশন দেয়.....
12/07/2025

জীবনে শান্তি সবকিছু না, অশান্তির ও দরকার আছে বলে যখন শশুর বাড়ি যাই এবং এবং এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যখন এই সলুশন দেয়...কেন দেয় বুঝে নেন... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

゚ #

বিয়ের পরে একটা সংসার ডান দিকে যাবে না বাম দিকে — এর মূল চালক হলো স্বামী।সংসার অবশ্যই স্ত্রী গুছিয়ে রাখে, কিন্তু সংসার ...
01/07/2025

বিয়ের পরে একটা সংসার ডান দিকে যাবে না বাম দিকে — এর মূল চালক হলো স্বামী।
সংসার অবশ্যই স্ত্রী গুছিয়ে রাখে, কিন্তু সংসার গুছিয়ে দেওয়ার দায়িত্ব একজন পুরুষের।

তাই একজন ভালো পুরুষকে বিয়ে করা অনেক জরুরি।
ভালোবাসা আর সংসার করা — দুইটা এক জিনিস না।
সময়ের সাথে সাথে কিন্তু মানুষ বদলায়।
আপনি নিজের বদলানো নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু আরেকজন ভালো হবে নাকি খারাপ — এটা আপনি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবেন না।

তাই ভালোবাসার পরেও বিয়ের অনেক বছর পর অনেক সমস্যা দেখা যায়।

একজন পুরুষ যদি সঠিক হয়, তাহলে সংসার এমনি নিজে থেকেই সুন্দরভাবে চলে।

চারিত্রিক বৈশিষ্ট্য অনেক গুরুত্বপূর্ণ। একজন সংসারিক পুরুষ কেমন হওয়া উচিত এবং তার মধ্যে কি কি থাকা উচিত বা থাকা উচিত নয়, তাই লিখব।

🌸দায়িত্বহীন পুরুষ🌸

সবার আগে গুরুত্বপূর্ণ হলো দায়িত্বশীল হওয়া।
যে পুরুষ কানে শুনেও শোনে না, প্রয়োজন দেখার পরেও অন্ধের মতো ভান করে বসে থাকে,যে সংসারে থেকেও থাকে না — উড়ে ঘুরে বেড়ায়, সংসারের সমস্যাকে নিজের সমস্যা মনে করে না,
দায়িত্ব দেখলেই অজুহাত করে পালিয়ে যায় —
সেই পুরুষ কোনোদিন আপনাকে শান্তি দেবে না।

🌸বেকার, ধান্ধাবাজ পুরুষ🌸

এখন অনেকে এসে বলবে —
“Taka dekhe biye kore meyera”, “Takai shob”, bla bla.
ভাই, আপনি একজন স্ত্রীকে বিয়ে করে তার ৫টা মৌলিক চাহিদা পূরণ করতে না পারেন?
তাহলে আপনি কেন বিয়ে করবেন??

আপনি যখন একজন মেয়েকে বিয়ে করেন, you are the guardian of that girl!!
বাংলাদেশের আইন, ইসলাম — সব বলে, একজন মেয়েকে বিয়ে করলেyou must have to provide her a good house, food, clothes and all basic needs!
ভালোবাসা ঠিক আছে।আপনি যখন ভালোবাসেন, তখন আপনারা দুজন থাকেন ওই ভালোবাসায়, কিন্তু আপনারা যখন বিয়ে করেন, তখন একটা পুরো সমাজ আর আপনার সন্তান সেই বিয়েতে চলে আসে।যদি পুরুষ স্বনির্ভর না হয়, তাহলে এর খারাপ প্রভাব আপনার সন্তানদের ওপরেও পড়ে।আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে।
আপনি আত্মীয়স্বজনকেও ঠিকভাবে মেইনটেইন করতে পারবেন না।মৌলিক চাহিদা চাওয়া কোনো অপরাধ না — এটা অধিকার!
যদি আপনি স্বামী হিসেবে তা পূরণ করতে না পারেন, তাহলে সেটা আপনার দোষ!

🌸চরিত্রহীনতা🌸

একটা বড় সংখ্যক পুরুষ আছে বাংলাদেশে, যাদের চরিত্রে সমস্যা আছে।এবং তারা এটা জীবনে কোনোদিনও স্বীকার করবে না!
তারা ছেসরামি করবে, কিন্তু যুক্তি দেখাবে।
তারা ৪টা বিয়ে করবে, কারণ ইসলাম না — reason tader character e problem!কিন্তু বিয়ের সময় ব্যবহার করবে ইসলামকে।
একটা বিয়েতে যখন আপনার সঙ্গী চরিত্রহীন হয় — এর চেয়ে পেইনফুল আর কিছু হতে পারে না।And trust me!
আপনি সব বদলাতে পারবেন, কিন্তু এই চরিত্রের সমস্যা বদলাতে পারবেন না।কারণ এটা একটা রোগ!!!! চরিত্রবান পুরুষ আল্লাহর সবচেয়ে সুন্দর উপহার। যার চরিত্র ভালো, সে এক নারী নিয়েই ১০০ বছর কাটিয়ে দিতে পারবে। যে পুরুষের চরিত্র ভালো, তার নিজের স্ত্রী ছাড়া অন্য নারীকে নিয়ে এসব ভাবতেই ঘৃণা আসার কথা।

🌸গ্রহণযোগ্যতা না থাকা (Acceptance)🌸

সংসার জীবনে দুজন মানুষ একসাথে থাকে, উঠে-বসে।
অনেক কিছু মিলবে, অনেক কিছু মিলবে না — এটা স্বাভাবিক।
একজন পুরুষ যেহেতু একজন নারীর অভিভাবক, তাকে সেইভাবেই অনেক কিছু গ্রহণ করতে হয়।
স্ত্রীর ছোট ছোট ভুল থেকে শুরু করে তার উদ্বেগ, হতাশা, সমস্যা, বয়সের ছাপ, বিশৃঙ্খলতা — সব কিছুই গ্রহণ করতে হবে।
কেউ ১০০% পারফেক্ট না, কেউ ১০০% সার্ভ করে না।
যে পুরুষ যত বেশি গ্রহণ করতে পারে, সংসারে তত বেশি শান্তি।

🌸বোঝাপড়া (Understanding)🌸

একজন understanding husband পাওয়া একজন মেয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
না হলে সংসারজীবন খুব কঠিন হয়ে যায়।
স্ত্রীর সমস্যা বুঝে সেই অনুযায়ী ইতিবাচকভাবে আচরণ করা খুবই গুরুত্বপূর্ণ।
স্ত্রীর শরীর খারাপ হলে তার যত্ন নেওয়া, কাজে সাহায্য করা —
যে কোনো সমস্যা হলে বা স্ত্রী বিপদে পড়লে তাকে পজিটিভভাবে সাহায্য করা — এটা একজন understanding স্বামীর লক্ষণ।

🌸ঠান্ডা মাথা🌸

রাগ আসলে কম-বেশি সবার থাকে, কিন্তু বিয়ের পরে সেটা কন্ট্রোল করতে হয়।
ইসলামেও রাগ থাকা কোনো ভালো বা কুল জিনিস না।
এটা একটা খারাপ গুণ — রাগ শয়তানের চরিত্র, মানুষের হতে পারে না।দু’জন একসাথে থাকলে অনেক কিছু মিলবে না।
না মিললে রাগ উঠবে, কথা কাটাকাটি হবে —
তাই বলে স্ত্রীর গায়ে হাত তোলা উচিত না, গালাগালি করাও উচিত না।
এই জিনিসগুলো কোনো সুস্থ বা স্বাভাবিক মানুষ করে না!
একমাত্র পশুদের দ্বারাই এমন আচরণ সম্ভব।

আপনি জীবনের শেষ সময় শান্তিতে থাকবেন না অশান্তিতে — এটা নির্ভর করে আপনার জীবনসঙ্গীর ওপর।
তাই আবেগ না, বিবেক দিয়ে জীবনসঙ্গী বেছে নেবেন।

আমার ছোট ভাবী বউ হয়ে  আসার পর সবচেয়ে বেশি পছন্দ করতেন আমাকে. আমার ভাবী প্রায়ই বলতেন " আমার ছোট ননদ কে পোশাকে মানায়না, সে...
21/06/2025

আমার ছোট ভাবী বউ হয়ে আসার পর সবচেয়ে বেশি পছন্দ করতেন আমাকে.
আমার ভাবী প্রায়ই বলতেন " আমার ছোট ননদ কে পোশাকে মানায়না, সে নিজেই পোশাক কে মানায়... আমি যখন কাটাকুটি করতাম আমার ভাবী আমার হাতের দিকে তাকিয়ে থাকতেন.. বলতেন " এই হাতে গোল্ডের আংটি পড়লে এর সৌন্দর্য যে কেমন হবে. আংটি পরানোর দিন আমার ননদিনীর জামাই না জ্ঞান হারায়!

__________________________________________

বিয়ের চার দিনের মাথায় শাশুড়ির রুম এর পাশ দিয়ে যাচ্ছিলাম. এপাশ থেকে শুনলাম চাচি শাশুড়ি বলছেন" মেজো ভাবী কপাল পুড়লো তবে আপনার , ছেলে বউর আঁচল ছাড়বেনা. ছেলেরা সুন্দরী বউ পেলে বাবা মা কে অব্দি ভুলে যায়..
আমি আর দাড়ালাম না . কিচেনে গিয়ে চা বসালাম. চা বানিয়ে চাচি শাশুড়ি আর আমার শাশুড়ি কে চা দিলাম.. বিয়ের প্রথম কয়দিন আহির বাড়ি থেকে বের না হওয়ায় অনেকেই বলছে" সুন্দরী বউ পেলে বুঝি এভাবেই সবাই কে ভুলে যায়?"..
জেঠা শশুর এর ছোট ছেলে প্রায়ই উকিঝুকি মারতেন. উঠান ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ সামনে এসে হাজির. হাসির ছলে চোখ টিপে বললেন" ভাবী আপনার কোনো ছোট বোন নেই?".. আমি উত্তর দেওয়ার আগেই আহির সেখানে উপস্থিত . আমার বদলে আহির জবাব দিলেন" থাকলেও আমার শালীকে আনতাম না, যখন তখন তোর এখানে আসা বন্ধ.". সেদিন আমার জেঠাতো দেবর আমার শাশুড়ির কান ভাঙ্গাতে গিয়ে থাপ্পড় খেয়ে ঘরে ফিরে যায়.. আমার শাশুড়ি সেদিনের পর থেকে কড়া নির্দেশ দেন বাড়িতে পুরুষ মানুষ আসা নিষেধ..
আহির বিদেশ ফিরে যায় তবে সেখানে আমার টিকে থাকা অসহনীয় হয়ে উঠে. আমার শাশুড়ি ভালো কিন্তু আশেপাশের মানুষ গুলো যেনো এক একটা শকুনের মতো.. ভয়ে ঘর থেকে বের হতাম না.. শাশুড়ি কাজের মানুষ রাখলেন. রান্না ছাড়া যাবতীয় কাজ কাজের খালাম্মা করতেন. কিন্তু তবুও আমার জন্য চলাফেরা মুশকিল হয়ে পড়ছিল দিনকে দিন.
অবশেষে শাশুড়ি ওনার ছেলেকে কল দিয়ে বললেন " তোমার বউকে তোমার কাছে নিয়ে যাও, সে তোমার কাছেই নিরাপদ ".

ফ্লাইটের দিন বের হওয়ার সময় আমার হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে আমার শাশুড়ি অনেকক্ষণ তাকিয়ে ছিলেন. কান্না করতে করতে বলেন " আমার ছেলেকে আমার রেখো মা, এই সুন্দর দুটো হাতে খুব যত্ন করে রেখো"....
লিখা:

🇮🇷 ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তাঁর সমস্ত ক্ষমতা বিপ্লবী গার্ডের ‘সুপ্রিম হাউস’ - এর কাছে হস্তান্তর করেছে...
19/06/2025

🇮🇷 ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তাঁর সমস্ত ক্ষমতা বিপ্লবী গার্ডের ‘সুপ্রিম হাউস’ - এর কাছে হস্তান্তর করেছেন। যারা বুঝতে পারছেন না এর মানে কী নিচে বিস্তারিতভাবে বলা হলো:

▪️ প্রথমত: এটি কোনো প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর নয়। এটি পূর্ণ ক্ষমতার হস্তান্তর। যার অর্থ হলো এখন বিপ্লবী গার্ড চাইলে পারমাণবিক সিদ্ধান্ত নিতে বা বড় ধরনের সামরিক হামলা চালাতে পারবে সর্বোচ্চ নেতার অনুমতি বা ধর্মীয় ফতোয়া ছাড়াই। এটি ইরানি শাসনব্যবস্থায় একটি বড় কৌশলগত পরিবর্তন।

▪️ দ্বিতীয়ত: এই সিদ্ধান্ত ভবিষ্যতের ‘খামেনি-পরবর্তী’ সময়ের জন্য প্রস্তুতির দিকে আলোকপাত করে। অর্থাৎ, যদি হঠাৎ করে খামেনির মৃত্যু বা হত্যা ঘটে তাহলে দেশ অচল হবে না। বিপ্লবী গার্ড নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে দেশের নিয়ন্ত্রণ নেবে। ফলে কোনো ক্ষমতার শূন্যতা বা বিশৃঙ্খলা তৈরি হবে না।

▪️ তৃতীয়ত: এর মানে হলো ইরান বর্তমানে “আধ্যাত্মিক সমর্থিত সামরিক শাসন” - এর মধ্যে প্রবেশ করছে। মানে অন্তত ইসরায়েলের সঙ্গে চলমান এই যুদ্ধে। বিপ্লবী গার্ড এখন শুধু নিরাপত্তা ও সেনা বাহিনী নয়। তারা আপাতত শাসনক্ষমতার ভারও গ্রহণ করছে। এর ফলে ইসরায়েল, পারস্য উপসাগরীয় দেশসমূহ বা পারমাণবিক কর্মসূচি ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত হবে আরও কঠোর এবং আপসবিমুখ।

▪️ চতুর্থত: এই পদক্ষেপটি আপদকালীন সময়ের চাপের মধ্যে নেওয়া হয়েছে। মানে এটি স্পষ্ট যে সর্বোচ্চ নেতার জীবনের প্রতি সত্যিকারের হুমকি রয়েছে। তিনি এখন অতি সতর্ক৷ এটা সম্ভাব্য ‘সংস্কারপন্থীদের’ ক্ষমতা দখলের সুযোগ বন্ধ করতেও হতে পারে। যারা মূলত পশ্চিমা ব্যাকড।

▪️ পঞ্চমত: বর্হিবিশ্বের (বিশেষত ইসরায়েল ও আমেরিকার) প্রতি স্পষ্ট বার্তা - “গাইড” বা সর্বোচ্চ নেতাকে হত্যা করলেও ইরানের গতি থেমে থাকবে না। বরং সবচেয়ে কঠোরপন্থী শক্তির হাতে ক্ষমতা চলে যাবে।

▪️ ষষ্ঠত: এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতে ইরানের যেকোনো সামরিক অভিযানের তাৎক্ষণিকতা, তৎপরতা আর শুধু প্রতিক্রিয়া হবে না। বরং এটি একটি পূর্ব পরিকল্পিত নীতির অংশ হয়ে উঠবে।

▪️ সপ্তমত: এখন ইরান একেবারে একটি “আধ্যাত্মিক-মাধ্যমে পরিচালিত সামরিক রাষ্ট্র”, যেখানে শাসকদের পোশাক খাকি, আবায়া নয় - অন্তত যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত।

🔹 মূল বিষয় হলো, ইরান ঝড়ের আগে নিজের কার্ডগুলো নতুনভাবে সাজাচ্ছে। গোটা অঞ্চলকে এই ঘটনার তাৎপর্য গভীরভাবে অনুধাবন করতে হবে। কারণ এর মাধ্যমে পশ্চিম এশিয়ার দাবার বোর্ডে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

উনার নাম Iram Zaidi Ahmed, সম্পর্কে Yumna Zaidi এর আপন চাচাতো বোন।একটুআধটু ঘাটাঘাটি করে জানলাম উনার বিয়ে হয়েছে আমাদের বা...
19/06/2025

উনার নাম Iram Zaidi Ahmed, সম্পর্কে Yumna Zaidi এর আপন চাচাতো বোন।একটুআধটু ঘাটাঘাটি করে জানলাম উনার বিয়ে হয়েছে আমাদের বাংলাদেশের সিলেট বিভাগে।যেহেতু উনার শশুর বাড়ি সিলেটে সেহেতু, উনি বোধহয় সিলেটে প্রায়ই আশা-যাওয়া করে। কর্মসূত্রে, ইরাম জাইদি আহমেদ এবং তার স্বামী নিউইয়র্কে সেটেল।
[উনার Instagram account:iramzaidiahmed]

18/06/2025

🤣🤣🤣🤣

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehendi by Afrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehendi by Afrin:

Share