23/07/2025
পুলিশ কি মানুষ না?
নাকি ইট-পাথরের তৈরি কনক্রিট?
এভাবে কেউ ইট-পাথর দিয়ে মারে?
জীবিকার তাগিদে পুলিশের চাকরি করে। তাঁদেরও পরিবার-পরিজন আছে। বাসায় ছোট ছোট সোনামণি আছে। সোনামণিরা চেয়ে আছে বাবা কিছু-মিছু কিনে বাসায় ফিরবে। তোমাদের মতো তাদেরও সন্তান স্কুল-কলেজে পড়ে। কিন্তু পুলিশ বাবারা বাসায় ফিরে ঠিকই তবে রক্তমাখা শরীরে। লজ্জা লাগে যখন দেখি মানুষগুলো সব অমানুষ তৈরি হচ্ছে।