Peaceful Path

Peaceful Path সুস্থ এবং সামাজিক ভিডিও দেখুন।সুস্থ বিনোদন আনন্দ দেয় বেশি।তাই সুস্থ বিনোদনের সাথেই থাকুন।
(7)

সারাজীবন শুনলাম বাঘে মহিষে এক ঘাটে পানি পান করা। এআই এর যুগে এসে তা দেখতে পেলাম।
11/08/2025

সারাজীবন শুনলাম বাঘে মহিষে এক ঘাটে পানি পান করা। এআই এর যুগে এসে তা দেখতে পেলাম।

কথার সাথে কি আপনি একমত?
11/08/2025

কথার সাথে কি আপনি একমত?

বর্তমানে একটা দলের অবস্থা এমন আর সেই দলের এমন অবস্থার জন্য মাত্র কয়েকজন দায়ি। বিস্তারিত কমেন্টে জানান সেই দল কোনটি?
11/08/2025

বর্তমানে একটা দলের অবস্থা এমন আর সেই দলের এমন অবস্থার জন্য মাত্র কয়েকজন দায়ি। বিস্তারিত কমেন্টে জানান সেই দল কোনটি?

আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এরা বিএনপি জামায়াতের বিরোধিতা করেছে। এসএম ফরহাদ
10/08/2025

আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এরা বিএনপি জামায়াতের বিরোধিতা করেছে। এসএম ফরহাদ

রাজনৈতিক শিক্ষা গ্রহণ — রাষ্ট্রবিজ্ঞানের আলোকে রাষ্ট্রবিজ্ঞানের মতে, রাজনীতি হলো সমাজে ক্ষমতা, কর্তৃত্ব ও সম্পদের ন্যায়...
10/08/2025

রাজনৈতিক শিক্ষা গ্রহণ —
রাষ্ট্রবিজ্ঞানের আলোকে
রাষ্ট্রবিজ্ঞানের মতে, রাজনীতি হলো সমাজে ক্ষমতা, কর্তৃত্ব ও সম্পদের ন্যায়সঙ্গত বণ্টনের প্রক্রিয়া। রাজনৈতিক শিক্ষা সেই জ্ঞান ও দক্ষতা, যা একজন নাগরিককে রাষ্ট্র পরিচালনা, নীতি প্রণয়ন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলে।

✪ কেন রাজনৈতিক শিক্ষা জরুরি?
➤ সচেতন নাগরিক তৈরি — অধিকার ও দায়িত্ব সম্পর্কে জ্ঞান বাড়ায়।
➤ গণতন্ত্রকে শক্তিশালী করা — যুক্তি-ভিত্তিক ভোট ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক।
➤ ন্যায়ভিত্তিক নেতৃত্ব গড়া — জ্ঞানসম্পন্ন নেতৃত্ব স্থিতিশীল শাসনব্যবস্থা নিশ্চিত করে।
➤ অন্যায় প্রতিরোধ — স্বৈরাচার, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
➤ জাতীয় উন্নয়ন — মতপার্থক্যের মধ্যেও ঐক্য ও সহযোগিতা বাড়ায়।

➤ রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ
☞ প্লেটো: রাজনৈতিক শিক্ষা ছাড়া রাষ্ট্র “অন্ধ নৌকা”র মতো।
☞ এরিস্টটল: “মানুষ স্বভাবতই রাজনৈতিক প্রাণী।”
☞ আধুনিক তত্ত্ব: নাগরিকের সক্রিয় অংশগ্রহণ রাজনৈতিক শিক্ষার ফল।

রাজনৈতিক শিক্ষা শুধু রাজনীতি বোঝার উপায় নয়, বরং ন্যায়, স্বাধীনতা ও জনকল্যাণ প্রতিষ্ঠার মূল শক্তি। সচেতন জনগণই একটি স্থিতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে পারে।
#রাজনৈতিকশিক্ষা #রাষ্ট্রবিজ্ঞান #সচেতননাগরিক #গণতন্ত্র #রাজনীতিচেতনা #নেতৃত্ব #জাতীয়উন্নয়ন #অধিকারওদায়িত্ব #রাজনৈতিকজ্ঞান #জনকল্যাণ #বাংলাদেশ

এইটা পাবনার কোথায় কেউ বলতে পারেন?
08/08/2025

এইটা পাবনার কোথায় কেউ বলতে পারেন?

হে আল্লাহ তায়ালা জীবনে একবার হলেও তোমার ঘরে যাওয়ার সুযোগ করে দিও আমিন।
06/08/2025

হে আল্লাহ তায়ালা জীবনে একবার হলেও তোমার ঘরে যাওয়ার সুযোগ করে দিও আমিন।

গাছটি কি গাছ বলুন তো?
06/08/2025

গাছটি কি গাছ বলুন তো?

পাবনার একটি গুরুত্বপূর্ণ জায়গা চিনে থাকলে কমেন্টে জানিয়ে দিন।
05/08/2025

পাবনার একটি গুরুত্বপূর্ণ জায়গা চিনে থাকলে কমেন্টে জানিয়ে দিন।

02/08/2025

Address

Pabna
Fulbaria
6681

Alerts

Be the first to know and let us send you an email when Peaceful Path posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Peaceful Path:

Share