M.Aslam Mondal Anik

M.Aslam Mondal Anik সবাইকে ভালো কিছু উপহার দিতে চাই তাই আপনাদের সাপোর্ট দরকার
(1)

কমলাপুর রেলস্টেশনে স্বরাষ্ট্রমন্ত্রী জেঃ জাহাঙ্গীর স্যার এক ছিন্নমূল ছেলেকে ঈদের সালামি হিসেবে ৫০০ টাকা দিতে চাইলে, সে ত...
04/06/2025

কমলাপুর রেলস্টেশনে স্বরাষ্ট্রমন্ত্রী জেঃ জাহাঙ্গীর স্যার এক ছিন্নমূল ছেলেকে ঈদের সালামি হিসেবে ৫০০ টাকা দিতে চাইলে, সে তা না নিয়ে শুধু দোয়া চাইল।

দ্যাটস কল্ড ক্যারেক্টার।
এই রকম চরিত্রই আসল নেতৃত্ব গড়ে, যেখান থেকে জন্ম নেয় ইনসাফের শক্তি।

দেশটা আজ দুর্নীতির জঞ্জালে ডুবে গেছে।
রাজনীতিবিদ আর সরকারি আমলারা মিলে বেগমপাড়ায় সম্পদের পাহাড় বানিয়েছে।

দেড় লাখ টাকার মাসোহারায় সত্যিই কেউ দেশের সেবা করতে আসবে?

নাম না জানা এই হিরোকে স্যালুট।

হতভাগা জাতি! 👊🇧🇩শাকিল ভাই মাউন্ট এভারেস্ট সামিট করে গিনেস বুক নিয়ে দেশে ফিরেছেন।বিশ্বে কয়েক হাজার আর বাংলাদেশ থেকে মাত্র...
01/06/2025

হতভাগা জাতি! 👊🇧🇩
শাকিল ভাই মাউন্ট এভারেস্ট সামিট করে গিনেস বুক নিয়ে দেশে ফিরেছেন।
বিশ্বে কয়েক হাজার আর বাংলাদেশ থেকে মাত্র ৭ জন এই কীর্তি গড়েছে।
কিন্তু মিডিয়া কোথায়?
সিরিয়াল নম্বর ১ হয়েও কেউ নেই!
থাকবেনও না, আপনাদের আসল আগ্রহ তরমুজ বিক্রেতা, লিচু ব্যবসা আর বাতাবি লেবুর বাম্পার ফলনে।

এই বে-য়া-দ-বের কঠিন শা/স্তি হওয়া দরকার
29/05/2025

এই বে-য়া-দ-বের কঠিন শা/স্তি হওয়া দরকার

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে হঠাৎ ভারতীয় ড্রোনের অনুপ্রবেশ গভীর উদ্বেগজনক! এটি বাংলাদেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। আমর...
28/05/2025

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে হঠাৎ ভারতীয় ড্রোনের অনুপ্রবেশ গভীর উদ্বেগজনক! এটি বাংলাদেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। আমরা বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর অবস্থান এবং প্রয়োজনীয় পদক্ষেপ আশা করছি। 🇧🇩 #সার্বভৌমত্ব

The sudden intrusion of Indian drones at the Roumari border in Kurigram is deeply worrying! This is a clear violation of...
28/05/2025

The sudden intrusion of Indian drones at the Roumari border in Kurigram is deeply worrying! This is a clear violation of Bangladesh's sovereignty. We expect a strong stance and necessary action from the Bangladesh government and the international community. 🇧🇩

একজন প্রধান শিক্ষকের মুখোশ: ছাত্রীর অপহরণ ও সমাজের নীরবতাএকজন প্রধান শিক্ষক – যিনি হবেন শিক্ষার বাতিঘর, যিনি হবেন আদর্শব...
28/05/2025

একজন প্রধান শিক্ষকের মুখোশ: ছাত্রীর অপহরণ ও সমাজের নীরবতা

একজন প্রধান শিক্ষক – যিনি হবেন শিক্ষার বাতিঘর, যিনি হবেন আদর্শবান, চরিত্রবান এবং নৈতিকতার পথপ্রদর্শক – সেই মানুষটিই যদি একদিন আমাদের সন্তানদের জন্য হুমকি হয়ে ওঠে, তাহলে আমরা কি আর নিশ্চিন্তে সন্তানদের হাতে বই তুলে দিতে পারি?

সম্প্রতি একটি মর্মান্তিক ঘটনা নওগাঁর, আমাদের সমাজে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এক স্কুলের প্রধান শিক্ষক নিজের স্কুলের এক না-বা-লিকা ছাত্রীকে অ/পহ/রণ করে জো/রপূর্বক বিবাহ করেন। ছাত্রীর বাবা প্রতিবাদ করে আইনের দ্বারস্থ হলেও, মাত্র ২০ দিনের মধ্যেই অভিযুক্ত জামিনে মুক্তি পেয়ে আবার সেই ছাত্রীকে জো/রপূর্বক তুলে নিয়ে যান। এই ঘটনায় কেবল একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেক ঝাঁ/কুনি খেয়েছে।

আমরা যদি প্রশ্ন করি, কীভাবে একজন শিক্ষক, এইধরনের অ-পক-র্মের সাথে? এর উত্তর খুঁজতে গেলে আমরা দেখতে পাবো – ক্ষ-মতা, প্রভাব এবং সামাজিক প্রশ্রয়ের ভ/য়া/নক জাল।

কেন সমাজ চু-প থাকে?
সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তি যখন অপ-রাধীর পাশে দাঁড়ায়, তখন ন্যা/য়বি/চার প্রশ্নের মুখে পড়ে।
অনেকেই মনে করে “এটা তাদের পারিবারিক ব্যাপার” – কিন্তু অপ/হরণ ও ধর্ষ/ণের মতো বিষয় কখনোই ব্যক্তিগত হতে পারে না।
দু-র্নী-তি-গ্রস্ত কিছু আইন প্রয়োগকারী সংস্থা যখন নি-র্যা-তি-তার পাশে না দাঁড়িয়ে প্রভাবশালীর পক্ষে কাজ করে, তখন সাধারণ মানুষের আস্থা ভে/ঙে পড়ে।

এই ধরনের অপ/রাধের ভয়াবহ প্রভাব কী?
একজন নাবালিকা মেয়ের শৈশব, শিক্ষা এবং মানসিক স্বাস্থ্যের চিরতরে ক্ষ-তি হয়।
অন্য ছাত্রীরা স্কুলে নিরা/পত্তা/হীনতায় ভোগে, যা শিক্ষার পরিবেশকে ধ্বংস করে।
সমাজে একটি ভয়/ঙ্কর বার্তা ছড়িয়ে পড়ে – প্রভাবশালীরা অপ/রাধ করেও পার পেয়ে যায়।

আমাদের করণীয় কী?
১. দৃঢ়ভাবে প্রতিবাদ: সমাজের প্রতিটি সচেতন নাগরিককে এই ঘটনার বি-রু-দ্ধে সোচ্চার হতে হবে। সামাজিক আ-ন্দো-লনের মাধ্যমে অপ/রাধীর বিচার নিশ্চিত করতে হবে।
2. আইন সংস্কার ও প্রয়োগ: নাবালিকা অপ/হরণ ও জোরপূর্বক বি-বা-হের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও, সেগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। জামিনের অপব্যবহার রোধে বিচার বিভাগকে আরও সজাগ হতে হবে।
3. স্কুলে নজরদারি ও সুরক্ষা: প্রধান শিক্ষকের মতো পদে কোনো ব্যক্তির অতীত ও আচরণ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। স্কুলকে হতে হবে নিরাপদ শিক্ষাঙ্গন, কোনো নির্যা/তনের কেন্দ্র নয়।
4. জনসচেতনতা বৃদ্ধি: গ্রামে, শহরে, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে আলোচনা ছড়িয়ে দিতে হবে। নাবালিকাদের অধিকার, আইন ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে।

শেষ কথা:
একটি সমাজ তখনই টিকে থাকে, যখন সে তার দুর্ব/লদের রক্ষা করে। এক শিশুর ওপর নি/র্যাতন মানে পুরো সমাজের ব্যর্থতা। আজ আমরা যদি চুপ থাকি, কাল আমাদের সন্তানরাও নিরাপদ থাকবে না।
এই শিক্ষকের মুখোশ আমাদের খুলে ফেলতে হবে। তাকে বিচারের মুখোমুখি করতে হবে এবং একে উদাহরণ হিসেবে গড়ে তুলতে হবে – যে সমাজ কখনো অ/ন্যায়ের সঙ্গে আপস করে না।

27/05/2025

এমন দেশে বাসকরি যেখানে ছি/ন/তাই/কারীর হাত থেকে বেঁ-চে গিয়ে থানায় অভি/যোগ জানাতে হসপিটালের সার্টিফিকেট লাগে আবার সেই সার্টিফিকেট নিতে ঢাকায় যাওয়া লাগে।
এইরকম সমস্যার কারণে অনেক মানুষ থানায় অনেক বিষয় অভিযোগ জানাতে যায় না।
আমরা সবাই সংস্কারের কথা বলি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কতটুকু সংস্কার হচ্ছে তা জনগণের কাছে পরিষ্কার করা দরকার আইন উপদেষ্টার।

উলিপুর হাসপাতালের ছাদে ফাটল, বের হয়ে পড়েছে রড —উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের ছাদে ফাটল ধরেছে এবং বেশ কয়েকটি ...
26/05/2025

উলিপুর হাসপাতালের ছাদে ফাটল, বের হয়ে পড়েছে রড —

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের ছাদে ফাটল ধরেছে এবং বেশ কয়েকটি জায়গায় রড বের হয়ে গেছে। এমন দুরবস্থায় চরম ঝুঁকির মধ্যে চিকিৎসা সেবা চালিয়ে যেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীদের। বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

হাসপাতালের পুরনো ভবনের ছাদে দেখা যাচ্ছে সিমেন্ট খসে পড়ছে এবং রড বের হয়ে আছে, যা ভবনটির কাঠামোগত দুর্বলতার স্পষ্ট প্রমাণ। কয়েকজন রোগী এবং স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, “আমরা প্রতিদিন ভয়ের মধ্যে থাকি। কখন জানি ছাদ ধসে পড়ে দুর্ঘটনা ঘটে।”

একজন স্বাস্থ্যকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, “বছরের পর বছর ধরে এই ভবনের মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা নিজেরাই আতঙ্কে কাজ করি।”
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

স্থানীয়রা দাবি করছেন, দ্রুত উলিপুর হাসপাতালের ছাদ সংস্কার করা হোক এবং ভবনের নিরাপত্তা নিশ্চিত করা হোক, যাতে রোগী ও কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত না হয়।

আজ খাবার ব্যবসায়িদের সাথে খে/লা হবে...
14/05/2025

আজ খাবার ব্যবসায়িদের সাথে খে/লা হবে...

Address

Fulbaria

Opening Hours

09:00 - 10:00

Website

http://t.me/Anikmondal37

Alerts

Be the first to know and let us send you an email when M.Aslam Mondal Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category