
08/08/2025
আমি একটা অগোছালো মা।
একবার এক আত্মীয় আমার মায়ের কাছে আরেকজন মায়ের অগোছালোতার গল্প করছিল, "বাসা বাড়ির যে কী অবস্থা! জীবনেও মনে হয় ঘর গোছায় না! বাসার মধ্যে ঢুকতেই এখানে খেলনা সেখানে খেলনা!" উল্লেখ্য, যিনি এ বদনাম করছিলেন, উনার বাসা সবসময় টিপটপ থাকে, বিছানার কোণাটাও ভাঁজ হয় না। But at what cost?
- উনি সারাদিন ঘর গোছাতে গোছাতে খুব ইরটেটেড থাকতেন, সারাক্ষণ মেজাজ থাকতো খিটখিটে।
- বাচ্চাদের ওপর সারাক্ষণ চেঁচাতেন, চোখ রাঙাতেন, এটা ধরবে না, ওটা বের করবে না, কথায় কাজ না হলে গায়েও হাত তুলতেন অহরহ।
- ঘরের কাজে সারাক্ষণ ব্যস্ত থাকায় নিজের দিকে খেয়াল দেয়ার সময় তার নেই। নানান রোগ তার শরীরে, ডাক্তার বলেছে হাঁটতে কিন্তু হাঁটাহাঁটি বা এক্সারসাইজের তার সময় নেই।
ফারিয যখন হামাগুড়ি দিতে শিখেছে, আমি তখন অব্দি ঘর মোটামুটি গুছিয়ে রাখতে পেরেছি। তখন সখ করে জিনিস কিনে ঘর সাজাতাম। কিন্তু যেই ধরে ধরে হাঁটা শিখেছে, আমার সখ আর গোছানো ঘরের দিন শেষ, খতম, ফিনিশ, টাটা। আমি একদিক দিয়ে গোছাবো, আরেক দিক দিয়ে সে ফেলতে থাকবে। একদম simultaneously.
এখন আমি হাল ছেড়ে দিয়েছি। নিজের যত্ন নেয়া, এক্সারসাইজ করা, যতটুকু সম্ভব রেস্ট করা, শান্তিমতো বসে দুটো খাওয়া, এমনকি গোসল, টয়লেট করা, চুল আঁচড়ানোর মতো বেসিক নিডস গুলো যেখানে আমার মিট হয় না রেগুলারলি, সেখানে সারাক্ষণ ঘর গোছানো একটা আদিখ্যেতা আমার কাছে। ১০ মিনিট সময় পেলে ঐ সময়ে ম্যাট পেতে এক্সারসাইজ করা বা একটা বই পড়া আমার প্রায়োরিটি লিস্টে গোছানো ঘরের অনেক ওপরে।
ঘর একেবারে গোছানো হয় না তা না। আমার হাউজকিপার মেয়েটা বাসা গুছিয়ে দেয় সকালে এসে, আবার সন্ধ্যায় একবার হয় সে, নাহলে আমি সময় পেলে গোছাই। এবং গোছানোর আধা ঘন্টার মাথায় আমার ঘরের বেহাল অবস্থা হয়। আমি দীর্ঘ শ্বাস নেই, দীর্ঘ শ্বাস ছাড়ি, তারপর মনে মনে কয়েকবার বলি, "It's just a phase that's not gonna last forever. He's gonna grow up. I'll get all the time in the world to decorate my home but I'll never get these precious moments back again. He'll never get his childhood back again."
প্রথম প্রথম ইরিটেশন হত এতো অগোছালো ঘর দেখে। এখন অভ্যস্ত হয়ে গেছি। আমার এই অভ্যস্ততা শুধু আমাকে একটু বাড়তি সময়ই দেয় না, আমার মাথা ঠান্ডা রাখে, যা আমার বাচ্চাটার সাথে আমার ব্যবহার ভালো রাখতে সাহায্য করে। copy post