
26/06/2025
🍪 চায়ের সঙ্গে এক কাপ সুখ!
এই নানখাটাই ছোট-বড় সবাই পছন্দ করবে। একবার ট্রাই করুন, দারুন লাগবে।
📍 নানখাটাই রেসিপি
(ডিম,বেকিং পাউডার ও বেকিং সোডা ছাড়াই)
ঝুরঝুরে, মচমচে আর সুগন্ধে ভরপুর এই নানখাটাই বানান একেবারে ঘরোয়া উপকরণে। ডিম ছাড়াই একেবারে পারফেক্ট টেক্সচারের বিস্কুট — একবার খেলে বারবার বানাতে মন চাইবে!
⸻
🥣 যা যা লাগবে:
✔ ১ কাপ ময়দা
✔ ½ কাপ গুঁড়ো চিনি
✔ ½ কাপ ঘি (খাঁটি)
✔ ½ কাপ বেসন
✔ ২ টেবিল চামচ সুজি
✔ ১ চা চামচ এলাচ গুঁড়ো
⸻
👩🍳 কিভাবে বানাবেন:
1️⃣ প্রথমে সব শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন।
2️⃣ এরপর ধীরে ধীরে ঘি দিয়ে মিশিয়ে একটি নরম ডো তৈরি করুন।
3️⃣ ডোটা ১০-১৫ মিনিট ঢেকে রেখে দিন।
4️⃣ ছোট ছোট বল বানিয়ে সামান্য চেপে ট্রেতে সাজিয়ে দিন।
5️⃣ ওভেন ১৬০°C তে প্রি-হিট করে ১৫-১৮ মিনিট বেক করুন।
6️⃣ ঠান্ডা হলে খাওয়ার জন্য একদম তৈরি!
⸻
📌 রেসিপিটা ভালো লাগলে একটা ❤️ রিয়্যাক্ট দিয়ে শেয়ার করতে ভুলবেন না!
📸 যদি বানান, ছবি শেয়ার করুন কমেন্টে!
#ঘরোয়ারেসিপি #চায়েরসঙ্গী