Majarul Rsmm page

Majarul Rsmm page ভালো কিছু করো বিনিময়ে ভালো কিছু পাবে

অন্ধকার না থাকলে যেমন আলোর মূল্য বুঝা যেতো না, তেমনি জীবনে দুঃখ না আসলে সুখের কোনো মূল্য থাকতো না.!
13/01/2025

অন্ধকার না থাকলে যেমন আলোর মূল্য বুঝা যেতো না, তেমনি জীবনে দুঃখ না আসলে সুখের কোনো মূল্য থাকতো না.!

পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব!তাইতো তুমি অ'বহেলার পর আ'বহেলা করলে??...
02/01/2025

পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়,
কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া
অসম্ভব!
তাইতো তুমি অ'বহেলার পর আ'বহেলা করলে??
আর আমি দুঃখের পর দুঃ'খ পেলাম,???
তুমি গুরুত্ব কমিয়ে দিলে আমিও দূরত্ব বাড়ালাম.!!!💔💔

যদিমানুষ চাইলেই সব কষ্ট ভুলে যেতে পারতোতাহলেসবাইকে মনে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হত না। তাই স্রোতের বিপরীতে একবার হেঁটে দেখু...
18/12/2024

যদি
মানুষ চাইলেই সব কষ্ট ভুলে যেতে পারতো
তাহলে
সবাইকে মনে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হত না।
তাই স্রোতের
বিপরীতে একবার হেঁটে দেখুন
কতজন পাশে থাকে, স্রোতের দিকে তো কচুরিপানা ও ভাসে.."💔💔💔

লাইফের ??????সবচেয়ে বড় ভুল মানুষকে চেনার উপায়!!!!যে আপনাকে চিনতে পারবেনা ?????সে হিরার মূল্য কি করে বুজবে!?!?! কাঁচের...
11/12/2024

লাইফের ??????
সবচেয়ে বড় ভুল মানুষকে চেনার উপায়!!!!
যে আপনাকে চিনতে পারবেনা ?????
সে হিরার মূল্য কি করে বুজবে!?!?!
কাঁচের?????
টুকরো ভেবে ফেলে দিবে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
🇴🇲🇴🇲🇴🇲

আমার হাসি কেড়ে নেওয়া মানুষ গুলো সুখী হোক,,,,,তবে আমার সাথে আর দেখা না হোক.!!!!!জরিয়ে থাকার জীবনে বিশ্বাস তুমিও করে ছিলে...
27/11/2024

আমার হাসি কেড়ে নেওয়া মানুষ গুলো সুখী হোক,,,,,
তবে আমার সাথে আর দেখা না হোক.!!!!!
জরিয়ে থাকার জীবনে বিশ্বাস তুমিও করে ছিলে????? বিশ্বাস আমিও করে ছিলাম?????
কিন্তু ফলাফলের সময় তুমি সবসময় বিশ্বাসের কমতির অযোগ্য ছিলে !!!!!!!

সম্পর্কের জন্য অর্থ নয় বিশ্বাসের প্রয়োজন!!.ভালোবাসার জন্য রূপ না সুন্দর একটা মনের প্রয়োজন যা তোমার নেই তাই"আজও এই প্রশ...
25/11/2024

সম্পর্কের জন্য অর্থ নয় বিশ্বাসের প্রয়োজন!!.
ভালোবাসার জন্য রূপ না সুন্দর একটা মনের প্রয়োজন
যা তোমার নেই
তাই"আজও এই প্রশ্নের উত্তর পেলাম না"
আসলে ঠকায় কে?? মানুষ নাকি ভাগ্য"!
মায়াবতি তুমি অনেক দামি ছিলে!!!
আমি একজন সাধারণ তাই তোমাকে কিনতে পারলাম না

যদি জীবনে একটাDelete Buttonথাকতোতাহলেকিছু স্মৃতি, কিছু অনুভুতি, আর কিছু মানুষ কে মুছে ফেলতাম জীবন থেকে.!
21/11/2024

যদি জীবনে একটা
Delete Button
থাকতো
তাহলে
কিছু স্মৃতি, কিছু অনুভুতি,
আর কিছু মানুষ কে মুছে ফেলতাম জীবন থেকে.!

সময় চলতে থাকুক - মানুষের পরিবর্তন ঘটুক,প্রতিশোধ নেওয়ার নেশা আমার নেই!কারণ সময়ই তার সঠিক ব্যবহার দেখাবে
18/11/2024

সময় চলতে থাকুক - মানুষের পরিবর্তন ঘটুক,

প্রতিশোধ নেওয়ার নেশা আমার নেই!

কারণ সময়ই তার সঠিক ব্যবহার দেখাবে

নাহ্ ?? এখন আর আগের মতো কিছুই ভালো লাগে না । নিজের প্রতি এক আকাশ পরিমাণ অভিযোগ ঘৃণা জমে গেছে ? এটা বুজে গেছি আমার গল্পে ...
28/10/2024

নাহ্ ??

এখন আর আগের মতো কিছুই ভালো লাগে না ।
নিজের প্রতি এক আকাশ পরিমাণ অভিযোগ ঘৃণা জমে গেছে ?
এটা বুজে গেছি আমার গল্পে আমিই খারাপ,,,,

আবেগী মানুষ,তার জীবন থেকে কোন কিছুই হারাতে চায়না, কিন্তু দিন শেষে তার জীবনে প্রাপ্তি বলে তেমন কিছুই থাকে না, একবুক আশা ন...
26/10/2024

আবেগী মানুষ,

তার জীবন থেকে কোন কিছুই হারাতে চায়না, কিন্তু দিন শেষে তার জীবনে প্রাপ্তি বলে তেমন কিছুই থাকে না, একবুক আশা নিয়ে সুখ খুঁজতে গিয়ে পেয়ে যায় এক আকাশ শূন্যতা..!

আমি যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হতাম তাহলে তোমার কাছে আমার জন্য সময় থাকতো না কোন অজুহাত
10/10/2024

আমি যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হতাম তাহলে তোমার কাছে আমার জন্য সময় থাকতো না কোন অজুহাত

কিছু জিনিস বুঝতে সময় লাগেআর কিছু কিছু জিনিস বুঝতে সময় লাগেনা যেমন তোমার চুপচাপ থাকাটা।Some things take time to underst...
09/10/2024

কিছু জিনিস বুঝতে সময় লাগে
আর কিছু কিছু জিনিস বুঝতে সময় লাগেনা
যেমন তোমার চুপচাপ থাকাটা।
Some things take time to understand
And some things don't take time to understand
Like your silence
کچھ چیزوں کو سمجھنے میں وقت لگتا ہے۔
اور کچھ چیزوں کو سمجھنے میں وقت نہیں لگتا
تمہاری خاموشی کی طرح

কিচ্ছু মানুষ অজান্তেই প্রিয় হয়ে যায়..আর কিছু গল্প হঠাৎ করেই শেষ হয়ে যায়...
03/10/2024

কিচ্ছু মানুষ অজান্তেই প্রিয় হয়ে যায়..
আর কিছু গল্প হঠাৎ করেই শেষ হয়ে যায়...

তাকে পাওয়া খুব ইচ্ছা ছিলো...!! কিন্তু আফসোস ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেলো..!পেতেই হবে এমন তো কোন কথা নেই.....!!! অনেক কিছু দূর...
11/09/2024

তাকে পাওয়া খুব ইচ্ছা ছিলো...!!
কিন্তু আফসোস ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেলো..!
পেতেই হবে এমন তো কোন কথা নেই.....!!!
অনেক কিছু দূর থেকে'ই সুন্দর..?

জীবন সহজ নয়। সহজ করে নিতে হয়, কিছুটা অপেক্ষা করে, কিছুটা সহ্য করে, আর অনেককিছুই বুঝেও না বোঝার ভান করে...!
09/09/2024

জীবন সহজ নয়।
সহজ করে নিতে হয়, কিছুটা অপেক্ষা করে,
কিছুটা সহ্য করে, আর অনেককিছুই বুঝেও
না বোঝার ভান করে...!

29/08/2024
Just Office meeting time
27/08/2024

Just Office meeting time

Address

Fulbaria

Telephone

+8801840026660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Majarul Rsmm page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Majarul Rsmm page:

Videos

Share