Review of Film

Review of Film সেলুলয়েডের সকল জানা অজানা তথ্য জানাতেই এসেছে Review of film ♥
(2)

সময় টা ২০১৪ সাল থেকে ২০১৬। বাংলার প্রতিটি মানুষের মনে, প্রতিটি টিভিতে একটা টিভি সিরিজের নাম ছিল। সেই সিরিজের নাম কী? প্র...
24/07/2025

সময় টা ২০১৪ সাল থেকে ২০১৬। বাংলার প্রতিটি মানুষের মনে, প্রতিটি টিভিতে একটা টিভি সিরিজের নাম ছিল। সেই সিরিজের নাম কী? প্রশ্ন করেছিলাম হা করে থাকিয়ে আছেন কেন। আচ্ছা থাক মনে হয় ভুলে গেছেন। আলোচিত সমালোচিত সিরিজের নাম দেখতে হলে আরো নিচে যেতে হবে।


সিরিজের নামঃ- কিরনমালা 🔥🔥
জনরাঃ- ফ্যান্টাসি, ড্রামা
আইএমডিবি রেটিংঃ- ৪.৯/১০
পর্ব সংখ্যাঃ- ৭২১
রাইটারঃ- মদন মিত্র
পরিচালকঃ- রুকমা রায়

কিরণমালা হলো স্টার জলসায় প্রচারিত একটি ভারতীয় বাংলা টেলিভিশন ধারাবাহিক। এটি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া হয়েছে। কিরণমালা চরিত্রে অভিনয় করেছেন রুকমা রায়।

অভিনয় এবং চরিত্রঃ-
রুকমা রায় রাজকুমারী কিরণমালা / ঊর্মিমালা / ঝিনুকমালা, রজনী গান্ধী আলোকমালা, ফারহান ইমরোজ রাজকুমার পৃথ্বীরাজ, কৌশিক চক্রবর্তী রাজা বিজয়, অদিতি চক্রবর্তী রাণী রূপমতী, মৌমিতা গুপ্ত রাজমাতা, চান্দ্রেয়ী ঘোষ রাক্ষসী রানী কটকটি/মহারানী কলাবতী, চৈতালি চক্রবতী প্যাকাটি, মধুবানী ঘোষ বজ্রমালা, দেবযানী চট্টোপাধ্যায় মহারানী আম্রপালি, অরিজিৎ চক্রবর্তী মহারাজা বিক্রম সিংহ, মাফিন চক্রবর্তী মায়া পরী/মায়া আরশী, পার্থ আচার্য বিটকেল, জয়মালা গঙ্গোপাধ্যায় ললনাময়ী, সায়ন্তনী গুহঠাকুরতা ছলনাময়ী, অনির্বান ভট্টাচার্য কাল, তাপস্বীরিয়া গঙ্গোপাধ্যায় চক্রবর্তী নাগকন্যা শঙ্খিনী, রানা রায় সুবর্ণ কুমার সহ আরো একাধিক।

কাহিনী সংক্ষেপঃ-
অচিনপুরের রাজা বিজয় দিগবিজয় করে ফিরে আসার পরে জানতে পারে,রাক্ষসরা জেগে উঠেছে। তাদেরকে ধ্বংস করে সারা বিশ্বকে বাঁচাতে পারে তার কন‍্যা কিরণমালা।এমন সময় একজন জানায় যে, মহারাজা বিজয় বাবা অর্থাৎ মহারানী রূপমতি মা হচ্ছেন । সারা রাজ‍্য যখন আনন্দ উপভোগ করছে তখন রাক্ষসীরানি প‍্যাকাটি বৃদ্ধা সেজে এসে রানির সেবা করা শুরু করে । কিরণমালার জন্মের সময় সে ঘরে থাকায় কিরণমালাকে সরিয়ে একটি পুতুল নিয়ে মহারাজাকে দেখিয়ে বলে, রুপমতী রাক্ষসী। সে কিরণমালার জন্ম দিতে অক্ষম । এই শুভ কাজ করতে পারে রাজকন্যা কলাবতী । রূপবতীকে বন্দি করার পর প‍্যাকাটি তার মেয়ে কটকটিকে কলাবতী সাজিয়ে এনে রাজা বিজয়ের সাথে বিয়ে দেয় । ছদ্মবেশী কটকটি বিয়ের পরে রাজাকে হত্যার চেষ্টা করে । কিন্তু রাজা বিজয়ের কাছে বজ্র বানিক হার থাকায় কটকটি ব্যর্থ হয় । কালতপস্বী তাকে সাহায্য করে এবং বলে তাকে ষোল বছর অপেক্ষা করতে হবে । অচিনপুরের ক্ষমতা পাওয়ার জন্য সে অপেক্ষা করতে থাকে । অন‍্যদিকে, কিরণমালাকে ফেলে দেয়া হয় সমুদ্রে । সে শুভ শক্তির প্রতীক থাকায় অলৌকিকভাবে বেঁচে যায় এবং তাকে এক জেলে বড় করে তুলতে থাকে ।

১৬ বছর পর

কটকটি অচিনপুরের ক্ষমতা দখল করে ও রাজা বিজয়কে হত্যা না করে বশীভূত করে । রাজ পুরোহিত, যে ষোল বছর আগে পালিয়ে যায়, সে কিরণমালাকে বাঁচাতে ও আসল পরিচয় জানাতে কিরণমালার কাছে যায় । কিরণমালা নিজের পরিচয় জানার পর নিজের রাজ‍্যে ফিরে আসে । কটকটির মন জয় করে ঝিনুকমালা সেজে প্রাসাদে থেকেই রাক্ষসদের ধ্বংসের পরিকল্পনা করতে থাকে । কটকটি জানতে পারে যে, কিরণমালা বেঁচে আছে । তখন সে তাকে খুঁজে বের করার চেষ্টা করে । সে জানতো না যে, ঝিনুকমালাই কিরণমালা । একসময় সে এটা জানতে পারে এবং তাদের মাঝে যুদ্ধ হয় । যুদ্ধে কিরণমালা সমুদ্রে পড়ে যায় । কটকটি ভাবে, কিরণমালা মারা গিয়েছে । কিরণমালাকে খুঁজে পায় অমৃত নগরীর রাজকুমার পৃথ্বীরাজ । তখন কিরণমালার স্মৃতি হারিয়ে যায় । তার নাম হয় ঊর্মিমালা। অমৃতনগরীর অমৃত পান করে অমর হওয়া যায়, যার রক্ষণাবেক্ষণ করছে রাজ পরিবার । কটকটি এটি জানতে পারে, এবং অমর হওয়ার আশায় তার মেয়ে বজ্রমালাকে এখানে নিয়ে আসে এবং রাজ কুমারের সাথে বিয়ে দিয়ে অমৃত কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করতে থাকে । কুমার ও কিরণমালা একে অপরকে ভালবেসে ফেলে । এরপর কিরণমালার স্মৃতি ফিরে আসে ও কটকটির পরিচয় প্রকাশ করে । কটকটিরা পালিয়ে যায় । কুমার ও কিরণমালার বিয়ে হয় । এরপর নানাভাবে তারা কটকটিদের হারিয়ে দেয় । প্রত‍্যেক বার সে পালিয়ে যায় ও নতুন ভাবে ষড়যন্ত্র করে । এরপর, কিরণমালা ও কুমার আলোকমালা নামক এক কন‍্যা জন্ম নেয় । কটকটি শিশু আলোকমালাকে চুরি করে ও ভিনগ্রহে নিয়ে যায় । কিছু বছর পর সে তাকে উদ্ধার করতে সক্ষম হয় । এরপরে কিরণমালাকে ভবিষ্যতেও যেতে হয় । গল্পের শেষে কিরণমালার প্রাণের সাথে রাক্ষসকুলের প্রাণ মিশে যায় । তখন বিশ্বকে বাঁচানোর জন্য কিরণমালা আত্মহত্যা করে ।ফলে, কিরণমালার মৃত্যুর সাথে গোটা রাক্ষসকুল ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে, আলোকমালা তাকে ফিরিয়ে আনে । রাক্ষসরা নরকে শাস্তি পায় ।বিশ্ব রাক্ষসদের থেকে মুক্তি লাভ করে ।

কষ্ট করে পড়ে সময় নষ্ট করার জন্য ধন্যবাদ☺️

" রাবতা " এর সেট থেকে  । সুশান্ত ছিলেন একজন বাচ্চা প্রেমী। শুটিং সেটে বা পারিবারিক প্রোগ্রামে প্রায়'ই তাকে বাচ্চা কোলে দ...
24/07/2025

" রাবতা " এর সেট থেকে । সুশান্ত ছিলেন একজন বাচ্চা প্রেমী। শুটিং সেটে বা পারিবারিক প্রোগ্রামে প্রায়'ই তাকে বাচ্চা কোলে দেখা যেতো ♥

ফিরে দেখা,কেমন হবে শাকিব খানের স্ত্রী তা জানতে চেয়ে শাকিবের ব্যাখ্যায় তার স্ত্রীর ছবি আঁকেন শিল্পী শান্ত।কিন্তু, কাকতালী...
24/07/2025

ফিরে দেখা,
কেমন হবে শাকিব খানের স্ত্রী তা জানতে চেয়ে শাকিবের ব্যাখ্যায় তার স্ত্রীর ছবি আঁকেন শিল্পী শান্ত।
কিন্তু,
কাকতালীয় ভাবে ছবিটা বর্তমানের নায়িকা পরীমনির সাথে মিলে যায়।
পরীমনি তখনকার নায়িকা হলে
এটা নিয়ে কি যে হতো!

২০১২ সালে জুলাই মাসের ২৩ তারিখে বাবার জন্য এভাবেই কেঁদেছিলেন  প্রিয় অভিনেত্রী শীলা আহম্মেদ
24/07/2025

২০১২ সালে জুলাই মাসের ২৩ তারিখে বাবার জন্য এভাবেই কেঁদেছিলেন প্রিয় অভিনেত্রী শীলা আহম্মেদ

যে বন্ধুর ফ্রেন্ডলিস্ট মেয়েতে ভরপুর😁ছবিতে   এর সাথে বলিউডের বিশেষ ব্যক্তি ওরি!যাকে বলিউড নায়িকাদের ক্লোজ বান্ধবী বলা হয়।...
23/07/2025

যে বন্ধুর ফ্রেন্ডলিস্ট মেয়েতে ভরপুর😁
ছবিতে এর সাথে বলিউডের বিশেষ ব্যক্তি ওরি!
যাকে বলিউড নায়িকাদের ক্লোজ বান্ধবী বলা হয়।
তাকে ছাড়া
অনেক কম জনপ্রিয় নায়িকাই অচল!

কাজল ও জুহি চাওলা,দুজনেই একসাথে অভিনয় করেছেন  #ইশক মুভিতে।দুজনেই শাহরুখের সাথে করেছেন অনেকগুলা মুভি আর বেশিরভাগ হিট। কাজ...
23/07/2025

কাজল ও জুহি চাওলা,
দুজনেই একসাথে অভিনয় করেছেন #ইশক মুভিতে।
দুজনেই শাহরুখের সাথে করেছেন অনেকগুলা মুভি আর বেশিরভাগ হিট।
কাজল আর শাহরুখ জুটি বেধে করেছেন ৬ টি ফিল্ম আর জুহি আর শাহরুখ করেছেন প্রায় ৮ টি মুভি।
কাজল আর জুহি, প্রথম যে মুভিতে আমিরের বিপরীতে অভিনয় করেছেন, সেগুলো দারুন হিট হয়।
ব্যক্তিগতজীবন এ দুজনেই এক কন্যা, এক পুত্রের জননী।©Niaz morshed

বলিউডের এই দুই হার্টথ্রব নায়িকার মাঝে
আপনার প্রিয় কে?

এমন ডিরেক্টর ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ ♥
23/07/2025

এমন ডিরেক্টর ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ ♥

ভিউয়ের নতুন রেকর্ড গড়েছে ‘তুফান’ সিনেমার  ‘দুষ্টু কোকিল’ গানটি। চরকি ও এসভিএফ-এর ইউটিউব চ্যানেলে মিলিয়ে গানটির মোট ভিউ ছ...
23/07/2025

ভিউয়ের নতুন রেকর্ড গড়েছে ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি। চরকি ও এসভিএফ-এর ইউটিউব চ্যানেলে মিলিয়ে গানটির মোট ভিউ ছাড়িয়ে গেছে ৫০০ মিলিয়ন, অর্থাৎ ৫০ কোটি।

এক বছরের মধ্যে, শুধু চরকির ইউটিউব চ্যানেলেই ভিউ প্রায় ৩৪ কোটি ৯৯ লাখ ৪৮ হাজারের বেশি; অন্যদিকে এসভিএফ-এর চ্যানেলে ছাড়িয়েছে ১৫ কোটি ৯ লাখ।

এত অল্প সময়ে কি পরিমাণ ভিউ 😲

🎬Mangalavaaram (Telugu) Genres: Psychological, Horror, Thrillerহালকা স্পয়লার :গ্রামে প্রতি মঙ্গলবার নৃশংস ভাবে মানুষ মার...
23/07/2025

🎬Mangalavaaram (Telugu)

Genres: Psychological, Horror, Thriller

হালকা স্পয়লার :

গ্রামে প্রতি মঙ্গলবার নৃশংস ভাবে মানুষ মারা যাচ্ছে,সবাই এ নিয়ে আতঙ্কে আছে । সন্ধ্যার পর থেকে বাইরে যাওয়া বন্ধ ঘোষণা করেছে।অবাক করা বিষয় হলো, কেউ মারা যাওয়া ব্যাক্তিদের অপকর্ম আগে থেকেই,দেয়ালে লিপিবদ্ধ করে রাখে।এভাবে খুন ঘটেই চলেছে। পরবর্তীতে, গ্রামে পুলিশ এসে তদন্ত শুরু করে।

খুন কেন করা হচ্ছে? খুনি কি মানুষ না আত্মা? অতীতে কি ঘটেছিল?
জানতে হলে দেখতে হবে ছবিটি।
note : কিছু ১৮+ দৃশ্য আছে, যা গল্পের প্রয়োজনে রাখা।

  লুক এ বলিউডের একগুচ্ছ অভিনেত্রী ♥
23/07/2025

লুক এ বলিউডের একগুচ্ছ অভিনেত্রী ♥

কি লেখবো ফিল্মের রিভিও,কি করবো ফিল্মি আলোচনা, নিউজফিড স্ক্রল করলে কিছু লেখার উক্তি উঠেনা!দেশের গণমাধ্যম প্রচার করছে ২০-২...
23/07/2025

কি লেখবো ফিল্মের রিভিও,
কি করবো ফিল্মি আলোচনা, নিউজফিড স্ক্রল করলে কিছু লেখার উক্তি উঠেনা!
দেশের গণমাধ্যম প্রচার করছে ২০-২৫ জন বাচ্চার মৃত্যু হয়েছে!
কিন্তু অন্য ভাবে জানা যাচ্ছে "Sky " শাখার নাকি কাউকেই পাওয়া যাচ্ছেনা!
আমরা হয়তো দু চারদিন পর ভুলে যাব,
কিন্তু যাদের সন্তান,ভাই- বোন, কলিজার টোকরা হারিয়েছে তারা এই শোক সইবে কি করে?
আবার মাস ছয়েক আগে বিবাহ করা,মৃত সেই পাইলটের স্ত্রীর আহাজারি দেখে খুবই খারাপ লাগছে!
কি হবে মেয়েটার?
বিয়ের আগে কি জানতো যে স্বামীর সাথে তার সংসার হবে মাত্র ৬ মাসের!
কি মন্দ ভাগ্য মেয়েটার!

এসব ভাবতে গিয়ে ফিল্ম নিয়ে আর লেখতে পারছিনা!!

Address

Dhaka

Telephone

+8801316455943

Website

Alerts

Be the first to know and let us send you an email when Review of Film posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share